নতুন মন্ত্রিসভায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পেলেন রুমানা আলী।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-৩ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। এর আগে তিনি সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য ছিলেন।
রুমানা আলী টুসী হলেন, সাবেক মন্ত্রী, গাজীপুর -৩ আসনের সাবেক সংসদ সদস্য রহমত আলীর কন্যা। ১৯৯১ সাল থেকে দশম সংসদ পর্যন্ত গাজীপুর-৩ আসনে আওয়ামী লীগের প্রার্থী ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট মো. রহমত আলী।
কর্মজীবন
রুমানা আলী টুসী রাজধানী ঢাকার নিউমডেল বিশ্ববিদ্যালয় কলেজের ইংরেজি সাহিত্যের শিক্ষিকা।
মন্তব্য করুন