কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২৪, ০৬:৪৯ পিএম
আপডেট : ২৫ জানুয়ারি ২০২৪, ০৭:১১ পিএম
অনলাইন সংস্করণ
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়

৫০ হাজার একর বনভূমি উদ্ধারের ঘোষণা

মন্ত্রণালয়ের সভাকক্ষে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী সাবের হোসেন চৌধুরী। ছবি : কালবেলা
মন্ত্রণালয়ের সভাকক্ষে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী সাবের হোসেন চৌধুরী। ছবি : কালবেলা

সুস্থ পরিবেশ, স্মার্ট বাংলাদেশ স্লোগান নিয়ে আগামী ১০০ কার্যদিবসে বেশ কিছু কাজ করার ঘোষণা দিয়েছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়। দখলকৃত বনভূমি উদ্ধার, অবৈধ ইটভাটা উচ্ছেদসহ বেশ কিছু কাজের ঘোষণা এসেছে। এক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তা ও স্মার্ট প্রযুক্তির মাধ্যমে কার্যকর পরিবীক্ষণের পরিবেশ মন্ত্রণালয় তার কাজ বাস্তবায়ন করতে চায়।

বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) দুপুরে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী সাবের হোসেন চৌধুরী মন্ত্রণালয়ের সভাকক্ষে ‘সুস্থ পরিবেশ, স্মার্ট বাংলাদেশ’ বিনির্মাণের লক্ষ্যে ১০০ কর্মদিবসের অগ্রাধিকার কর্মপরিকল্পনা ঘোষণা করেন।

কর্মপরিকল্পনা পড়ে শোনান মন্ত্রণালয়ের সচিব ড. ফারহিনা আহমেদ। পরে প্রত্যেকটি বিষয়ে ব্যাখ্যা দেন মন্ত্রী সাবের হোসেন চৌধুরী।

পরিবেশমন্ত্রী বলেন, সচিবালয়ে ‘সিঙ্গেল ইউজ প্লাস্টিক’ ফ্রি ঘোষণা এবং অন্যান্য সরকারি অফিসসমূহ একই ব্যবস্থা গ্রহণের নির্দেশনা জারি করা হবে। পরিবেশদূষণ রোধে প্রতি বিভাগে দুটি করে ‘সিঙ্গেল ইউস প্লাস্টিক’ ফ্রি স্কুল ক্যাম্পাস বাস্তবায়ন এবং উন্নত বর্জ্য ব্যবস্থাপনার লক্ষ্যে প্রতি বিভাগে দুটি করে জিরো ওয়েস্ট ভিলেজ চালুর উদ্যোগ নেওয়া হবে। বর্জ্য ব্যবস্থাপনার উপলক্ষ্যে ‘ন্যাশনাল ওয়েস্ট ম্যানেজমেন্ট ফ্রেমওয়ার্ক’ প্রণয়নের উদ্যোগ গ্রহণ এবং ‘সিঙ্গেল ইউস প্লাস্টিক’-এর উৎপাদন ও ব্যবহার হ্রাসে কর্মপরিকল্পনা প্রণয়ন করা হবে। বর্জ্য সুষ্ঠুভাবে ব্যবস্থাপনার লক্ষ্যে 'এক্সেন্টেড প্রডিউসার রেসপনসিবিলিটির খসড়া চূড়ান্ত করা হবে।

সাবের হোসেন চৌধুরী বলেন, পানিদূষণ রোধে শিল্প কারখানার ইটিপি কার্যকরভাবে চালু রাখতে স্মার্ট প্রযুক্তির মাধ্যমে অনলাইন মনিটরিং চালুর উদ্যোগ নেওয়া হবে। সবুজ ক্যাটাগরিভুক্ত ছাড়পত্র ‘সেল্‌ফ অ্যাসেসমেন্ট’-এর আওতায় আনার কার্যক্রম গ্রহণ করা হবে। দেশের বিভিন্ন স্থানে অবস্থিত পাহাড়, টিলা ও প্রাকৃতিক জলাধারের ম্যাপিং এবং পরিবেশ ছাড়পত্র প্রদান প্রক্রিয়া সহজ করার কথাও বলেন তিনি।

বনমন্ত্রী জানান, দুই লাখ ৫৭ হাজার একর বনভূমি অবৈধ দখলে চলে গেছে। ২৭ হাজার একর বনভূমি ইতোমধ্যে উদ্ধার করা হয়েছে। আগামী ১০০ কার্যদিবসের মধ্যে ৫০ হাজার একর বনভূমির উচ্ছেদ প্রস্তাব প্রস্তুত করে জেলা প্রশাসনের কাছে পাঠানো হবে। বাকি ১ লাখ ৮৭ হাজার একর জবরদখলকৃত বনভূমি উদ্ধারের প্রস্তাব বাস্তবায়নে উদ্যোগ গ্রহণ করা হবে।

স্কুল-কলেজের সিলেবাস বা পাঠ্যবইকে সবুজায়নের কর্মপরিকল্পনা প্রণয়নের উদ্যোগ নেওয়ার কথা জানিয়ে মন্ত্রী বলেন, বায়ুদূষণ নিয়ন্ত্রণ এবং কৃষিজমি রক্ষার্থে সরকারি নির্মাণে শতভাগ ব্লক ব্যবহারে সংশোধিত রোডম্যাপ অনুমোদন এবং দেশব্যাপী ন্যূনতম ৫০০ অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান পরিচালনা করার দিকেই আমরা হাঁটছি। শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা ২০০৬ হালনাগাদ করার ইঙ্গিত দিয়ে সাবের বলেন, শিল্প প্রতিষ্ঠান বা প্রকল্পের কার্যক্রমের ব্যাপ্তি ও সৃষ্ট সম্ভাব্য দূষণের পরিধি, মাত্রা এবং পরিবেশ ও মানবস্বাস্থ্যের ওপর সম্ভাব্য ক্ষতিকর প্রভাব বিবেচনা করে শিল্প প্রতিষ্ঠান ও প্রকল্পের ক্যাটাগরি হালনাগাদ করবে মন্ত্রণালয়।

তিনি আরও বলেন, পরিবেশ ও জলবায়ুর অভিঘাত মোকাবিলার লক্ষ্যে ‘বাংলাদেশ ক্লাইমেট ডেভেলপমেন্ট পার্টনারশিপ’ চূড়ান্তকরণ এবং আগামী এপ্রিলে ঢাকায় অনুষ্ঠেয় ‘ন্যাশনাল এডাপটেশন প্ল্যান এক্সপো’ আয়োজনের লক্ষ্যে যাবতীয় প্রস্তুতি গ্রহণ করা হবে। ‘মুজিব ক্লাইমেট প্রসপারিটি প্ল্যান’ বাস্তবায়নের উদ্দেশ্যে কর্মকৌশল প্রণয়ন, জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ডের আওতায় প্রস্তাবিত প্রস্তাবসমূহ যাচাইবাছাইয়ের নিমিত্ত গাইডলাইন প্রণয়ন এবং আন্তর্জাতিক ‘লস অ্যান্ড ড্যামেজ ফান্ড’ থেকে অর্থায়ন প্রাপ্তির লক্ষ্যে উদ্যোগ নেওয়ার কথা ঘোষণা করেন তিনি। তবে তার এ পরিকল্পনা বাস্তবায়নের বিষয়টি অন্যান্য মন্ত্রণালয়-দপ্তর সংস্থার সঙ্গে যুক্ত বলেও জানান তিনি। এক্ষেত্রে অন্যান্য দপ্তর সংস্থার সঙ্গে সমন্বয় করে তার ১০০ দিনের কর্মসূচি বাস্তবায়ন করতে হবে বলে জানান পরিবেশমন্ত্রী সাবের হোসেন চৌধুরী।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিসিবিএল ও ‘এফসিডি-সিএবি’র সমঝোতা স্মারক

দালালসহ বাংলাদেশি ৪০ যুবক লিবিয়ায় আটক

রূপগঞ্জে বিএনপি চেয়ারপার্সনের সুস্থতা কামনায় দোয়া-মোনাজাত

বিপিএলে ফিক্সিং রোধে যে পদক্ষেপ নিল বিসিবি

নির্বাচনের জন্য আরও বেশি সমঝোতা-ঐক্য প্রয়োজন : ডা. তাহের

ছাত্রদলের কর্মসূচি ঘোষণা

দাবি পূরণ না হওয়া পর্যন্ত রাজপথের লড়াই অব্যাহত থাকবে : ডা. শফিকুর রহমান

তদন্ত কমিটি গঠন / ‘মিনিস্ট্রি অডিটে ঘুষের রেট এক মাসের বেতন’ প্রতিবেদনে তোলপাড়

জুয়ার টাকার জন্য স্ত্রীকে নির্যাতনের অভিযোগ স্বামীর বিরুদ্ধে

জোড় ইজতেমার আখেরি মোনাজাত মঙ্গলবার

১০

কর্মবিরতির কারণে প্রাথমিকের বার্ষিক পরীক্ষা স্থগিত

১১

ডায়মন্ড ওয়ার্ল্ডের দিলীপের ফ্ল্যাট-দোকানসহ সম্পদ ফ্রিজ

১২

উত্তরা ইউনিভার্সিটিতে এডুকেশন অ্যান্ড অ্যাডমিশন ফেয়ার শুরু

১৩

আগুনে ক্ষতিগ্রস্ত কড়াইলবাসীর পাশে দেশবন্ধু গ্রুপ

১৪

বস্তায় ভরে পুকুরে ডুবিয়ে ৮ কুকুর ছানা হত্যা

১৫

জোটবদ্ধ নির্বাচনে দলীয় প্রতীকের বিধান কেন অবৈধ নয়, হাইকোর্টের রুল

১৬

চলতি মাসে আসছে টানা ৩ দিনের ছুটি

১৭

নেতানিয়াহুকে দুঃসংবাদ দিলেন তার সাবেক আইনজীবী

১৮

বাংলাদেশে কারাদণ্ডের রায়ে টিউলিপের প্রতিক্রিয়া

১৯

যে ৫ লক্ষণে বুঝবেন আপনার শরীরে কোলেস্টেরল বাড়ছে

২০
X