প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপ-প্রেস সচিব হিসেবে নিয়োগ পেলেন এম এম ইমরুল কায়েস। তাকে নিয়োগ দিয়ে বুধবার (৩১ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে তার পদোন্নতির প্রজ্ঞাপন জারি করা হয়।
জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনে প্রথম সচিব (প্রেস) হিসেবে তার নিয়োগের ২০২৩ সালের আদেশ বাতিল করা হয়েছে।
ইমরুল কায়েস আগে প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব ছিলেন। এ ছাড়াও বিসিএস ক্যাডারের এই কর্মকর্তা বেতারের উপ-বার্তা নিয়ন্ত্রক ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের উপ-নিয়ন্ত্রক (মনিটরিং অফিসার) ছিলেন।
১৯৭৮ সালে নড়াইলের নড়াগাতী থানার কামশিয়া গ্রামে জন্মগ্রহণ করেন ইমরুল কায়েস। তিনি শৈশব ও কৈশোর কাটিয়েছেন খুলনা শহরে। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) থেকে ইংরেজি ভাষা ও সাহিত্যে স্নাতকসহ (সম্মান) স্নাতকোত্তর শেষ করেন।
মন্তব্য করুন