সোমবার, ১২ জানুয়ারি ২০২৬, ২৮ পৌষ ১৪৩২
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০১ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:২৯ পিএম
আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২৪, ১০:১৯ পিএম
অনলাইন সংস্করণ

‘বাংলা একাডেমি সংলগ্ন স্থানে পরিকল্পিতভাবে বইমেলার উদ্যোগ নেওয়া যেতে পারে’

মুহম্মদ নূরুল হুদা। ছবি : সংগৃহীত
মুহম্মদ নূরুল হুদা। ছবি : সংগৃহীত

বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদা বলেছেন, বাংলা একাডেমির সাথে অমর একুশে বইমেলার যে ঐতিহাসিক সম্পর্ক তা কোনোভাবেই বিচ্ছিন্ন হবে না তা আমরা বিশ্বাস করি। প্রয়োজনে বাংলা একাডেমি সংলগ্ন স্থানে পরিকল্পিতভাবে বইমেলার উদ্যোগ নেওয়া যেতে পারে।

বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) বিকেল বাংলা একাডেমি প্রাঙ্গণে ১৬ লেখককে বাংলা একাডেমি পুরস্কার প্রদান অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ১৯৭২ সালে বাংলা একাডেমি প্রাঙ্গণে অমর একুশে বইমেলা অনানুষ্ঠানিকভাবে হলেও নীতিমালাভুক্ত বইমেলা শুরু হয় ১৯৮৪ সাল থেকে। বইমেলা পরিণত হয়েছে এক বুদ্ধিবৃত্তিক ও সাংস্কৃতিক উৎসবে।

বাংলা একাডেমির সভাপতি সেলিনা হোসেন বলেন, প্রধানমন্ত্রী ২১ বারের মতো অমর একুশে বইমেলা উদ্বোধন করেছেন। ২০ বার অমর একুশে বেইমেলায় উদ্বোধন অনুষ্ঠানে ভাষণ দিয়েছেন। তার ভাষণগুলো নিয়ে বাংলা একাডেমি ‘প্রাণের মেলায় শেখ হাসিনা’ শীর্ষক গ্রন্থ প্রকাশ করেছে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী তার ভাষণে বাংলা ভাষা সাহিত্য সংস্কৃতি, অমর একুশে ও মুক্তিযুদ্ধের চেতনা বিকাশে যে প্রত্যয় ও আকাঙ্ক্ষার কথা ব্যতয় করেছেন ধারাবাহিকভাবে আমরা তার সফল বাস্তবায়ন প্রত্যক্ষ করেছি। বাংলা একাডেমির একুশে ভবন এবং সোনার বাংলার সংস্কৃতি বলয়ের সফল বাস্তবায়নও প্রধানমন্ত্রীর নেতৃত্বে সম্পন্ন হবে।

সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিব খলিল আহমদ বলেন, প্রতিষ্ঠাকাল থেকেই বাংলা একাডেমি বাঙালির বুদ্ধিদীপ্তিক উৎকর্ষের প্রতীক। বাংলা ভাষা, সাহিত্য ও সাংস্কৃতিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

এ সময় তিনি প্রধানমন্ত্রীকে ৫৩৮টি প্রত্নসম্পদ এলাকা সংস্কার, জাতীয় আর্কাইভ ও জাতীয় গ্রন্থাগারের অধিদপ্তরের ডিজিটাইশেন করার প্রস্তাব দেন। সেসঙ্গে বইমেলার জন্য ঢাকায় একটি স্থায়ী জায়গা প্রদানের জন্য সুপারিশ করেন।

বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সভাপতি মো. আরিফ হোসেন ছোটন বলেন, বইমেলাকে অন্যত্র নিয়ে যাওয়ার অঙ্গহানি বলে মনে করি। এই এলাকা ও বইমেলা একই ব্যক্তির শরীর ও আত্মার সাথে তুলনীয়। একুশে বইমেলা ও প্রয়োজনীয় অবকাঠামোকে অন্তর্ভুক্ত করে পুরো বাংলার সংস্কৃতির বলয় করার আহ্বান জানান।

তিনি বলেন, বই প্রকাশের কাঁচামালের দাম দ্বিগুণে থেকে ত্রিগুণ বৃদ্ধির পরও সেই অনুযায়ী বইয়ের দাম বৃদ্ধি না করায় প্রকাশকরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। প্রয়োজনে সাময়িক সময়ের জন্য হলেও কর আরোপ দিয়ে কাগজসহ আনুসঙ্গিক কাঁচামালের মূল্য আগের দামে নামিয়ে আনার সুপারিশ করেন তিনি।

পরে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার বিজয়ীদের হাতে তুলে দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবার ১১ ক্যাটাগরিতে ১৬ জনকে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার দেয়াও হয়েছে। এর আগে বিকেলে ৩টার দিকে তিনি বাংলা একাডেমি প্রাঙ্গণে পৌঁছান প্রধানমন্ত্রী।

বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পেলেন যারা:

শামীম আজাদ (কবিতা), ঔপন্যাসিক নুরুদ্দিন জাহাঙ্গীর ও সালমা বাণী (যৌথভাবে কথাসাহিত্যে), জুলফিকার মতিন (প্রবন্ধ/গবেষণা), সালেহা চৌধুরী (অনুবাদ), নাট্যকার মৃত্তিকা চাকমা ও মাসুদ পথিক (যৌথভাবে নাটক), তপঙ্কর চক্রবর্তী (শিশু সাহিত্য), আফরোজা পারভিন এবং আসাদুজ্জামান আসাদ (মুক্তিযুদ্ধের উপর গবেষণা), সাইফুল্লাহ মাহমুদ দুলাল এবং মো. মজিবুর রহমান (বঙ্গবন্ধুর উপর গবেষণা), পক্ষীবিদ ইনাম আল হক (পরিবেশ/বিজ্ঞান ক্ষেত্র), ইসহাক খান (জীবনী) এবং তপন বাগচী ও সুমন কুমার দাস (যৌথভাবে লোক কাহিনী)।

এবারের বইমেলার প্রতিপাদ্য হচ্ছে ‘পড়ো বই, গড়ো দেশ : বঙ্গবন্ধুর বাংলাদেশ (বই পড়ো, দেশ গড়ো : বঙ্গবন্ধুর বাংলাদেশ)।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডিএনসিসি’র নাগরিক পদক পেলেন যারা

কেশবপুরে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া 

ফ্যাসিবাদবিরোধী লড়াইয়ে খালেদা জিয়া ছিলেন অনুপ্রেরণার উৎস : সাইফুল হক

জনগণের অধিকার রক্ষায় আজীবন লড়াইয়ের অঙ্গীকার ইশরাকের

ঢাকায় তিনশ’ অসহায় মানুষের মাঝে বুদ্ধিস্ট ফেডারেশনের শীতবস্ত্র বিতরণ

লেক থেকে ফুটপাত নিয়মের শাসনের অঙ্গীকার রবিউলের

জুলাই হত্যাকাণ্ডের মামলায় হুমায়ুন কবির জামিন পেলেন যেভাবে

খালেদা জিয়ার আদর্শে জনগণের অধিকার ও ন্যায়ভিত্তিক ঢাকা গড়ব : রবিন

জেদ্দায় উপদেষ্টা তৌহিদ-ইসহাক দারের সাক্ষাৎ, যে বিষয়ে আলোচনা

টেকনাফে গুলিবিদ্ধ স্কুলছাত্রীর অবস্থা সংকটাপন্ন

১০

পাকিস্তানে বিয়েবাড়িতে ভয়াবহ বিস্ফোরণ, নবদম্পতিসহ নিহত ৮

১১

যুবদল নেতাকে বহিষ্কার

১২

বিয়ের অনুষ্ঠানে ছবি তোলাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ

১৩

এরফান চিনিগুড়া এরোমেটিক চালের ব্র্যান্ড অ্যাম্বাসেডর তাসনিয়া ফারিণ

১৪

তারেক রহমানকে দেশ গঠনের সুযোগ দিন : সেলিমুজ্জামান

১৫

চট্টগ্রামে পিতার আসন পুনরুদ্ধারে মাঠে চার মন্ত্রীপুত্র

১৬

ইঙ্গিতপূর্ণ বার্তা তাসনূভা জাবীনের

১৭

নীতির প্রশ্নে আপস করেননি খালেদা জিয়া : খায়রুল কবির

১৮

ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার

১৯

জুলাই সনদের আলোচনা হারিয়ে গেছে : চরমোনাই পীর

২০
X