কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৬ ফেব্রুয়ারি ২০২৪, ১১:২৫ পিএম
অনলাইন সংস্করণ

পায়রায় বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়তে চায় সৌদি : সালমান এফ রহমান

সালমান এফ রহমান। ছবি : সংগৃহীত
সালমান এফ রহমান। ছবি : সংগৃহীত

পায়রায় বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তুলতে সৌদি আরবের বিনিয়োগকারীরা আগ্রহ প্রকাশ করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান।

মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) রাজধানীর বিডা ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।

সালমান এফ রহমান বলেন, প্রধানমন্ত্রী সৌদি আরবকে একটি অর্থনৈতিক অঞ্চল দিতে চান। সেই প্রস্তাব আমরা করেছি। তারা বলেছে, তারা আগ্রহী আছে। সৌদি আরবের একটি বেসরকারি খাত আমাদের আগেই প্রস্তাব দিয়েছিল। সেটি যে কোনো কারণে আগাচ্ছে না। ফলে তাদের বিনিয়োগমন্ত্রী বলেছেন, ওই কোম্পানি না এগোলে, উনি পায়রাতে করার বিষয়ে আগ্রহী।

তিনি বলেন, গত মার্চে আমরা সৌদি আরবকে একটা প্রস্তাব দিয়েছিলাম। সৌদিতে জয়েন্ট ভেঞ্চারে আমরা একটি ইউরিয়া সার কারখানা করব, তারা সেখানে গ্যাস দেবে। উৎপাদিত ইউরিয়ার শতভাগ আমরাই আমদানি করে নিয়ে আসব। আগামী ২৫ থেকে ৩০ বছর পর্যন্ত এভাবে উৎপাদন হবে। তারা এটার সম্ভাব্যতা যাচাই করবে। আমাদের বলেছে, তারা প্রস্তাবটি নিয়ে আগাতে চায়।

সালমান এফ রহমান বলেন, ইস্টার্ন রিফাইনারির সেকেন্ড ইউনিট করার জন্য আমরা সৌদির আরামকোকে একটা প্রস্তাব দিয়েছিলাম। সেটা তারা স্টাডি করে বলেছে, শুধু রিফাইনারি করতে চায় না। তাদের বিজনেস স্টাডিটা হয়েছে, রিফাইনারির সঙ্গে আপস্ট্রিম আর ডাউন স্ট্রিম দুটোই করতে চায়। তারা আরও ভ্যালু-অ্যাডিশন করতে চায়। আমরা এই প্রস্তাবে একমত হয়েছি। তাহলে এখন একটা পেট্রোকেমিক্যাল ইন্ডাস্ট্রি হবে। এতে আমাদের পোশাক খাতেরও উপকার আছে। আমরা এখন প্রায় ৯০ শতাংশ কটন রপ্তানি করি। কিন্তু শতভাগ ম্যানমেইড ফাইবারের আমাদের রপ্তানি খুবই কম। কিন্তু আন্তর্জাতিক বাজারের ৮০ শতাংশই ম্যানমেইড। এখন আমরা ৫০ বিলিয়ন ডলার রপ্তানি করেছি শুধু কটনের সেগমেন্ট থেকে। এই খাত আমরা ভালোভাবে দখল করতে পেরেছি। ম্যানমেইড কটন চায়নার ডমিনেশনে ছিল। চায়না থেকে অনেক বিনিয়োগ বাংলাদেশে চলে আসছে। এখন আরামকো এখানে যদি পেট্রোকেমিক্যাল ইন্ডাস্ট্রি করে তাহলে আমাদের পোশাকের জন্য ব্যাকওয়ার্ড লিংকেজের অনেক বড় সুবিধা হবে। তারা খুবই আগ্রহী। এখন তারা নতুন করে পুরো প্রস্তাবটা চেয়েছে।

তিনি আরও বলেন, ফুড সিকিউরিটির বিষয়েও সৌদি আরব বিনিয়োগ করতে আগ্রহী। মূলত তারা বাংলাদেশে সবজি, মাছ বা অন্য কোনো খাদ্যদ্রব্য উৎপাদন করবে, তারা সেটি তাদের দেশে নিয়ে যাবে। তারা ফিজিবল স্টাডি করে দেখবে, বাংলাদেশে কোন ক্ষেত্রে তাদের বিনিয়োগ করা সম্ভব হবে। বাংলাদেশের ও সৌদি আরবের ধান গবেষণা প্রতিষ্ঠান যৌথভাবে গবেষণা করে লং গ্রেড রাইস উৎপাদনের বিষয়েও আলোচনা হয়েছে।

ইসলামিক মিলিটারি কাউন্টার টেরোরিজম কোয়ালিশনে (আইএমসিটিসি) বাংলাদেশের প্রতিরক্ষামন্ত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে প্রতিনিধি হিসেবে যোগ দেন সালমান এফ রহমান। সভায় জঙ্গিবাদ প্রতিরোধে সমন্বিত করণীয় বিষয়ে সদস্য দেশের প্রতিরক্ষা মন্ত্রীদের দ্বিতীয় সভা অনুষ্ঠিত হয়। এ ছাড়া সৌদি আরবে বিনিয়োগ সংক্রান্ত বিষয়ে সে দেশের জ্বালানিমন্ত্রী, বিনিয়োগমন্ত্রী, শিল্পমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন সালমান এফ রহমান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদ্রাসায় যাওয়ার পথে অটোরিকশাচাপায় প্রাণ গেল শিশুর

নতুন জীবনে শেখ ইশতিয়াক

ইরানে হামলার পরিকল্পনা যেভাবে সাজাচ্ছেন ট্রাম্প

মেঘনায় ট্রলারডুবিতে নিখোঁজ ৪

নির্দিষ্ট সময়ের আগেই কর্ণফুলী পেপার মিলের ৯১৪ টন কাগজ ইসিতে

নিজের চেহারা সুন্দর করতে ৩৮৮ বার প্লাস্টিক সার্জারি

কুলাউড়া সরকারি কলেজ / পাঁচ দশক পর প্রথম পুনর্মিলনীতে নবীন-প্রবীণদের মিলনমেলা

হাতিরঝিলে অনুষ্ঠিত হলো ঢাকা মর্নিং ফেস্ট ২০২৬

মেন্টরস স্টাডি এব্রোডের আয়োজনে “স্টাডি ইন অস্ট্রেলিয়া অ্যান্ড নিউজিল্যান্ড : ওপেন ডে”

স্কুলব্যাগের মধ্যে ছিল শক্তিশালী বোমা, অতঃপর...

১০

খালের চরে পুঁতে রাখা হয় যুবকের লাশ

১১

যেসব খাবার কখনোই ফ্রিজে রাখবেন না

১২

পাসপোর্ট ছাড়া ঘরে বসেই যেভাবে পাবেন ডুয়েল কারেন্সি কার্ড

১৩

শীতের রাতে গাজায় ফের হামলা শুরু করল ইসরায়েল

১৪

রাজধানীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৩৯

১৫

ফিলিস্তিনিদের নতুন দেশে পাঠানোর গোপন নীলনকশা

১৬

আর্জেন্টিনায় ভয়াবহ দাবানলে বনভূমি পুড়ে ছাই

১৭

প্রস্তাব পেলে বাংলাদেশের কোচ হবেন কি না জানালেন মিকি আর্থার

১৮

রোলার চাপায় খেলার বয়সেই থেমে গেল শিশু আজিমের জীবন

১৯

জাপা-এনডিএফের প্রার্থীদের প্রার্থিতা কেন অবৈধ ঘোষণা করা হবে না: হাইকোর্টের রুল

২০
X