শুক্রবার, ০৯ জানুয়ারি ২০২৬, ২৫ পৌষ ১৪৩২
হাসান আজাদ, সিলেট থেকে
প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি ২০২৪, ০৩:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

সারা দেশে মডেল পাম্প করা হবে : নসরুল হামিদ 

সকালে ঢাকা-সিলেট মহাসড়কে মেসার্স হাজি মাসহুদ আলী মডেল পেট্রোলপাম্প উদ্বোধন করা হয়। ছবি : কালবেলা
সকালে ঢাকা-সিলেট মহাসড়কে মেসার্স হাজি মাসহুদ আলী মডেল পেট্রোলপাম্প উদ্বোধন করা হয়। ছবি : কালবেলা

বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, সারা দেশে জ্বালানি তেলের মডেল পাম্প করা হবে। পুরোনোগুলো এখনই বন্ধ করা হচ্ছে না, আমরা চাই তারাও এগিয়ে আসুক।

রোববার (১৮ ফেব্রুয়ারি) সকালে ঢাকা-সিলেট মহাসড়কে (ওসমানী নগরের দয়ামির) মেসার্স হাজি মাসহুদ আলী মডেল পেট্রোলপাম্প উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন।

বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) মুজিববর্ষ উপলক্ষে কয়েকটি মডেল পেট্রোলপাম্প প্রতিষ্ঠার উদ্যোগ নেয়। দেশের প্রচলিত পেট্রোলপাম্পে বিশ্বের অন্য দেশগুলোর মতো গ্রাহকসেবার ব্যবস্থা থাকে না। কিন্তু মডেল পেট্রোলপাম্পগুলোতে সেবার সব আয়োজন থাকবে। যাত্রীরা লম্বা রাস্তা ভ্রমণ করতে গিয়ে যাতে ক্লান্ত লাগলে বিশ্রাম নিতে পারেন সে ব্যবস্থাও থাকছে এতে। সাধারণত ইউরোপ ও আমেরিকার স্টেশনগুলোতে এ ধরনের ব্যবস্থা বিদ্যমান।

পাম্পের সব কাঠামো উন্নত বিশ্বের সঙ্গে মেলানো হলেও মহাসড়ক ঘেঁষে স্থাপন করায় এর প্রকৃত সফলতা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। উন্নত বিশ্বে সাধারণ মহাসড়ক থেকে খানিকটা দূরে অ্যাপোচ রোড দিয়ে প্রবেশ করতে হয়।

প্রতিমন্ত্রী বলেন, ২০১৮ সালে বাংলাদেশের পেট্রোলপাম্পের নীতিমালা করা হয়েছে। শহরে কেমন হবে, হাইওয়ের পাশে কেমন হবে, গ্রামীণ এলাকায় কেমন হবে। এ জন্য আলাদা নকশা করা হয়েছে। প্রথমধাপে হাইওয়ে সড়কের পাশে ৮টি মডেল পাম্প করা হচ্ছে, তার মধ্যে ৬টি চালু হয়েছে। আমরা অনুমোদন দিয়েছি প্রাইভেট প্রতিষ্ঠান নির্মাণ করেছে।

তিনি বলেন, মডেল পেট্রোলপাম্পে অনেক সুবিধা থাকবে। তেল নেওয়ার পাশাপাশি এখানে বিদ্যুতের চার্জিং স্টেশন থাকবে। দীর্ঘযাত্রার পর গাড়ির চালকরা এখানে বিশ্রাম নিতে পারবে। তাদের গোসলের জন্য ব্যবস্থা থাকবে।

নতুন নীতিমালায় সারা দেশে কতগুলো পেট্রোলপাম্প দরকার, একটি থেকে আরেকটির দূরত্ব কতো হবে তাও নির্ধারণ করা হয়েছে বলে জানান তিনি।

জ্বালানি ও খনিজসম্পদ বিভাগ সূত্র জানিয়েছে, মডেল পাম্পের জন্য জমি প্রয়োজন হবে সোয়া দুই একর থেকে আড়াই একর। এর মধ্যে হাইওয়ে ব্যবহারকারীদের সুযোগ সুবিধার জন্য বরাদ্দ থাকবে ১০ হাজার ২৫৮ বর্গফুট জায়গা। রেস্টুরেন্টের আয়তন হবে ২ হাজার ৯০৬ বর্গফুট। যার আসন সংখ্যা কমপক্ষে ৮২টি থাকতে হবে। শিশুদের খেলার জন্য ১৫০ বর্গফুট, বেবি ফিডিং এরিয়া ১০০ বর্গফুট। নামাজের জন্য ২৪০ বর্গফুট, রান্নাঘর ১ হাজার ৪৮৫ বর্গফুট, পাম্প মালিকের কেবিন ৩০০ বর্গফুট। ওয়াশরুম কক্ষের আয়তন ৬৫ বর্গফুট।

এটিএম বুথ ২২৫ বর্গফুট। টয়লেট জোন হবে ১ হাজার ১৫৫ বর্গফুটের। পুরুষদের জন্য নির্ধারিত টয়লেটের আয়তন ৫৪৮ বর্গফুট (একসঙ্গে ২০ জনের ব্যবহারযোগ্য), নারীদের টয়লেট হবে ২৭০ বর্গফুটের (একসঙ্গে ৯ জন ব্যবহারযোগ্য)। প্রতিবন্ধীদের জন্য ৬৭ বর্গফুট এলাকা। পাম্পের কাউন্টার এবং লুব্রিকেন্ট স্টোরেজের জন্য জায়গা, আটজনের অফিস কক্ষ, স্টাফ বিশ্রামের জায়গা, পাম্প ব্যবহারকারীদের জন্য মোবাইল ফোন চার্জিং পয়েন্ট ও মেডিকেল ইউনিট।

পাম্প শেডের আয়তন থাকতে হবে ১০ হাজার বর্গফুটের। যাতে একসঙ্গে ২২টি গাড়ি তেল ও গ্যাস নিতে পারবে। সার্ভিস এরিয়ায় থাকবে বাস ও গাড়ি ওয়াশিং জোন। ২২৬ বর্গফুটের টুলস রুমে রয়েছে ব্যাটারি পরিবর্তন-চার্জিং ও টায়ার পাম্পিং সুবিধ। রয়েছে নিজস্ব অগ্নিনির্বাপন ব্যবস্থাও। ড্রাইভার জোনের আয়তন হবে ২ হাজার ২৫৩ বর্গফুট। সেখানে ৯৪৩ বর্গফুটের রেস্টুরেন্ট, ৪৯০ বর্গফুটের কিচেন, ৩৮০ বর্গফুটের টয়লেট থাকছে। থাকছে চালকদের গোসলের ব্যবস্থা। পাম্পে ১৩ টি ব্যক্তিগত গাড়ি, ২০টি বাস ও ট্রাক পার্কিং ব্যবস্থা থাকবে। ফুয়েল আনলোডিং ক্যাপাসিটি থাকবে একটি।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানবিষয়ক প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী, সিটি করপোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী, হাবিবুর রহমান হাবিব প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাস উল্টে নিহত ২

প্রাথমিকের শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিত চেয়ে আইনি নোটিশ

রিটার্নিং কর্মকর্তার কাছে বিএনপি নেতার আবেদন

এশিয়ার সর্বপ্রথম মেডিকেল অ্যানাটমি লার্নিং অ্যাপ ভার্চুকেয়ারের উদ্বোধন করলেন সাকিফ শামীম

ছাত্রদল ভবিষ্যৎ নেতৃত্ব তৈরির আঁতুড়ঘর : মান্নান

মনোনয়নপত্র নিয়ে যে বার্তা দিলেন বিএনপি প্রার্থী মঞ্জুরুল

গাইবান্ধায় ১৪৪ ধারা জারি

খালেদা জিয়া কখনো জোর করে ক্ষমতায় থাকেননি : খায়রুল কবির

জামায়াতের প্রার্থীকে শোকজ

সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন হলে বিএনপি ক্ষমতায় আসবে : সেলিমুজ্জামান

১০

নির্বাচন সুষ্ঠু হবে কি না, সন্দেহ রয়ে গেছে : মঞ্জু

১১

ঢাবির ৪ শিক্ষককে স্থায়ী বহিষ্কারের জন্য চার্জ গঠন

১২

নবম পে-স্কেলে সর্বোচ্চ বেতন নিয়ে যা জানাল কমিশন

১৩

ইউজিসি কর্মচারী ইউনিয়নের নতুন কমিটির অভিষেক

১৪

গ্যাস যেন সোনার হরিণ, এলপিজি সংকটে নাভিশ্বাস

১৫

খালেদা জিয়া ছিলেন গণতান্ত্রিক আন্দোলনের বহ্নিশিখা : কবীর ভূঁইয়া

১৬

মুসাব্বির হত্যা নিয়ে মির্জা ফখরুলের প্রতিক্রিয়া

১৭

ছাত্রলীগ পুনর্বাসিত হচ্ছে শিবিরের দ্বারা : ডা. আউয়াল

১৮

আইসিসিকে পাঠানোর বিসিবির নতুন চিঠিতে যা আছে

১৯

জবির ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুক্রবার

২০
X