রংপুর প্রতিনিধি
প্রকাশ : ১৩ এপ্রিল ২০২৫, ০৬:১৮ পিএম
অনলাইন সংস্করণ

বেরোবিতে শিক্ষকদের হাজিরা শিটে মুজিববর্ষের লোগো

বেরোবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয় ও কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষায় দায়িত্বরত শিক্ষকদের হাজিরা শিটে মুজিববর্ষের লোগো ব্যবহার (বামে)। ছবি : কালবেলা
বেরোবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয় ও কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষায় দায়িত্বরত শিক্ষকদের হাজিরা শিটে মুজিববর্ষের লোগো ব্যবহার (বামে)। ছবি : কালবেলা

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) অনুষ্ঠিত রাজশাহী বিশ্ববিদ্যালয় ও কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষায় দায়িত্বরত শিক্ষকদের হাজিরা শিটে মুজিববর্ষের লোগো ব্যবহার করা হয়েছে। এ নিয়ে ক্ষোভ জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকরা।

শনিবার (১২ এপ্রিল) বিকেলে বিশ্ববিদ্যালয়ের কবি হেয়াত মাহমুদ ভবনে কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষা চলাকালীন দায়িত্বে থাকা রিজার্ভ শিক্ষকদের হাজিরা শিটে মুজিব বর্ষের লোগো দেখা যায়। এ শিটে রিজার্ভ ডিউটির তালিকায় আওয়ামীপন্থি শিক্ষক ড. পরিমল চন্দ্র বর্মন ও নীল দলের প্রতিষ্ঠাতা ড. আপেল মাহমুদসহ পাচঁজন শিক্ষকের নাম ছিল। এর মধ্যে তিন শিক্ষক এতে স্বাক্ষরও করেন। বিষয়টি শিক্ষকদের নজরে এলে হলে তারা ওই হাজিরা শিটসহ বাকি তিনটি ভবনের দায়িত্বরত শিক্ষকদের হাজিরা শিটেও বঙ্গবন্ধুর লোগো থাকায় সেগুলোও সরিয়ে ফেলেন।

খোঁজ নিয়ে জানা যায়, পরীক্ষা সমন্বয়ের দায়িত্বে ছিলেন অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশনস্ সিস্টেমস বিভাগের অধ্যাপক ও আওয়ামীপন্থি নীল দলের প্রতিষ্ঠাতা সভাপতি ড. আপেল মাহমুদ। এর আগে তিনি আবু সাঈদ বই মেলা কমিটিতে থেকেও বিতর্কের মুখে পদত্যাগ করেন।

জানা যায়, বিশ্ববিদ্যালয়ে কট্টর আওয়ামীপন্থি শিক্ষক হিসেবে পরিচিত ড. আপেল মাহমুদ ছাত্রজীবনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মহসীন হল শাখা ছাত্রলীগের রাজনীতিতে সক্রিয় ছিলেন। ক্যাম্পাসে শিক্ষক হিসেবে নিয়োগ পেয়েই ২০১৪ সালে নীলদল প্রতিষ্ঠা করে নিজেই সভাপতি হন। এরপর হয়েছেন দলের সাধারণ সম্পাদক, বর্তমানে রয়েছেন কার্যকরী সদস্য পদে। এছাড়াও নীল দলের প্যানেলে থেকে শিক্ষক সমিতির নির্বাচনে ২০২৩ সালে জয়লাভও করেন তিনি।

এ বিষয়ে জানতে চাইলে ড. আপেল মাহমুদ বলেন, আমার দায়িত্ব ছিল শুধু যোগাযোগ করা এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে যে টিম আসছে তাদের সঙ্গে থাকা। রাজশাহী টিমের যাবতীয় সব কিছু আমি দেখাশোনা করছি।

বিশ্ববিদ্যালয়ের দাপ্তরিক কাগজপত্রে এখনো মুজিববর্ষের লোগো থাকায় ক্ষোভ জানিয়েছেন শিক্ষক ও শিক্ষার্থীরা।

কোটা আন্দোলনের বেরোবির সমন্বয়ক শামসুর রহমান সুমন বলেন, ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ সাধনের জন্য যখন দল-মত নির্বিশেষে কাজ করছে তখনও পরাজিত শক্তি বিভিন্নভাবে সেটিকে প্রতীয়মান করে যাচ্ছে এটি তারই বহিঃপ্রকাশ । এ ঘটনার সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিকে সঠিক তদন্ত সাপেক্ষে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি।

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শওকাত আলী কালবেলাকে বলেন, একজন শিক্ষক এটি ভুলবশত করেছিলেন। তাকে ডেকে জানানো হয়েছে। পরে সংশোধন করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আ.লীগের সময়ে পাচারের ২.৫ লাখ কোটি টাকার সন্ধান মিলেছে

বন্দি-বিনিময় চুক্তির আওতায় পিকে হালদারকে ফেরাবে দুদক : মহাপরিচালক 

নাম্বার ওয়ান ওয়ালটন ব্র্যান্ডের এসিতে সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়

ঈদুল আজহায় তৌসিফ-কেয়া পায়েলকে নিয়ে ‘চাঁদের হাট-২’

পরকীয়ার জেরে ১০ টুকরো করে হত্যা, দেবর-ভাবির মৃত্যুদণ্ড

পরিবহন মাফিয়ারা দুদককে আমার বিরুদ্ধে ব্যবহার করছে : মোজাম্মেল 

‘দ্রুত নির্বাচনের রোডম্যাপই পারে রাজনৈতিক সংকট দূর করতে’

জোভান-তটিনীর নাটকের আইটেম গানে টয়া!

ফারুককে জোরপূর্বক সরালে নিষিদ্ধ হবে বিসিবি!

অন্তর্বর্তী সরকার আদালত অবমাননা করছে : ইশরাক

১০

কুড়িগ্রাম সীমান্ত দিয়ে ৯ জনকে পুশইন বিএসএফের

১১

চীনের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নতুন পদক্ষেপ, বিপাকে লাখো শিক্ষার্থী

১২

দয়া করে থামুন, আপনি দেশের ক্ষতি করছেন : তাসনিম জারা

১৩

ঈদুল আজহায় পুলিশের একগুচ্ছ পরামর্শ

১৪

দিনাজপুর সীমান্ত দিয়ে ১৩ ব্যক্তিকে ভারতের পুশইন

১৫

চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ, মাথা ফাটল রাবি শিক্ষার্থীর

১৬

জোয়ারের পানিতে ডুবে ১ জনের মৃত্যু

১৭

উপকূলে ৪ ফুট জলোচ্ছ্বাসের আশঙ্কা

১৮

তরুণদের ভোটাধিকার হরণ আজও একটি জাতীয় সংকট : যুবদল সভাপতি

১৯

আমাকে প্রস্তাব দেওয়া হয়েছে, আমি গ্রহণ করেছি: বুলবুল

২০
X