এক সময় এই উপমহাদেশে রাজা ও জমিদারদের পোশাক হিসেবে ব্যবহৃত মসলিন ‘ফুটি’ নামক এধরনের তুলা থেকে তৈরি হতো যা ছিল আভিজাত্যের প্রতীক। বর্তমানে দুর্লভ এই ঐতিহ্যের দেখা মিলেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি আয়োজিত আর্ট মার্কেটে।
রোববার (৩ মার্চ) দেশের ঐতিহ্যবাহী নানা মাধ্যমের বিলুপ্ত প্রায় শিল্পপণ্যের বাজার আর্ট মার্কেটের আনুষ্ঠানিক সমাপনী হয়েছে। সূক্ষ্ণ কারুকাজের ৫০ মিটার দৈর্ঘের মসলিন আঙটির মধ্যে পুরে প্রদর্শিত হয়েছে একাডেমিতে।
চারুশিল্পের সঙ্গে সম্পৃক্ত বিভিন্ন ধারার শিল্পকর্ম ও হাতে তৈরি ঐতিহ্যবাহী শিল্পপণ্য নিয়ে আর্ট মার্কেটে বসেন প্রায় ১০০ শিল্পী। রয়েছে বিলুপ্তপ্রায় শিল্প মাধ্যম বায়োস্কোপও। সুরে সুরে লোকজ এই মাধ্যমের সঙ্গে নতুন প্রজন্মকে পরিচয় করিয়ে দিচ্ছেন বায়োস্কোপ শিল্পী জলিল মণ্ডল।
একইভাবে ইউনেস্কো স্বীকৃত রিকশা পেইন্টিং থেকে শুরু করে জামদানি, পাহাড়ি বুনন, গহনা, ভাস্কর্য তৈরির হাতে খড়ি, উদ্যোক্তাসহ নানা শিল্পপণ্যের পসরা নিয়ে বসেছে শিল্পীরা। শিল্পপণ্য শুধু প্রদর্শন কিংবা কেনা-বেচা নয়, পেশাভিত্তিক শিল্প চর্চায় উদ্ধুদ্ধ করতে এবং নতুন প্রজন্মের কাছে বাংলাদেশের লোকসাংস্কৃতিক ঐতিহ্য তুলে ধরতেই বাংলাদেশ শিল্পকলা একাডেমির এ আয়োজন। আনুষ্ঠানিক সমাপনী আয়োজনে ব্যান্ড সংগীত পরিবেশন করে ব্যান্ডদল ফিডব্যাক।
মন্তব্য করুন