কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২০ জুলাই ২০২৩, ০৬:২৬ পিএম
আপডেট : ২০ জুলাই ২০২৩, ০৬:৫৯ পিএম
অনলাইন সংস্করণ
জাতীয়করণ আন্দোলন

প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত পেলে বাড়ি ফিরবেন শিক্ষকরা

কর্মসূচিতে বক্তব্য দেন বিটিএ সাধারণ সম্পাদক শেখ কাওছার আহমদ। ছবি : কালবেলা
কর্মসূচিতে বক্তব্য দেন বিটিএ সাধারণ সম্পাদক শেখ কাওছার আহমদ। ছবি : কালবেলা

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির সঙ্গে বৈঠক করেও প্রতিশ্রুত দাবি আদায় না হওয়ায় মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের আন্দোলন চলমান রেখেছেন শিক্ষকরা। তারা এখন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাক্ষাতের অপেক্ষায় রয়েছেন। প্রধানমন্ত্রীর কাছে তাদের দাবি জানানোর পর তিনি যে সিদ্ধান্ত দিবেন তা মেনে আন্দোলনের সমাপ্তি টানতে সম্মত হয়েছেন শিক্ষকরা।

এ বিষয়ে বাংলাদেশ শিক্ষক সমিতির (বিটিএ) সাধারণ সম্পাদক শেখ কাওছার আহমদ বলেন, আমরা প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চাই। তিনি আমাদের যে সিদ্ধান্ত দিবেন তা মেনে আমরা আন্দোলন শেষ করে বাড়ি চলে যাব। মাধ্যমিক শিক্ষাব্যবস্থা জাতীয়করণের দাবিতে বাংলাদেশ শিক্ষক সমিতির ব্যানারে গত ১১ জুলাই থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনের রাস্তা বন্ধ করে অবস্থান করছেন দেশের বিভিন্ন অঞ্চলের কয়েক হাজার শিক্ষক। আন্দোলনের নবম দিনে গতকাল বুধবার শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির সঙ্গে বৈঠক করেন শিক্ষক সমিতির নেতারা। তবে, জাতীয়করণের সুস্পষ্ট ঘোষণা না পাওয়ায় বিটিএ নেতারা প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।

শিক্ষামন্ত্রী জাতীয়করণের বিষয়ে দুটি কমিটি গঠনের বিষয়ে জানালেও আন্দোলনরত শিক্ষকদের শঙ্কা, এ কমিটি আমলাদের মাধ্যমে গঠিত হবে।

এ বিষয়ে শেখ কাওছার আহমদ কালবেলাকে বলেন, আমাদের আন্দোলনের বিষয়ে ইতিবাচক না হলে প্রধানমন্ত্রী দুটি কমিটি করতে বলতেন না। তাহলে সেই কমিটিতে আমাদেরকে অন্তর্ভুক্ত রাখবে না কেন? এখানে অবশ্যই কোনো কৌশল রয়েছে। শিক্ষানীতি ও আইন প্রণয়নের কমিটিতে আমাদের সংগঠনের নেতৃবৃন্দকে রাখা হয়েছে। জাতীয়করণের বিষয়ে গঠিত কমিটিতেও শিক্ষকদের প্রতিনিধিত্ব অবশ্যই প্রয়োজন এবং এটা রাখাও যৌক্তিক।

তিনি বলেন, ২০১৮ সালের নির্বাচনের ঠিক আগ মুহূর্তে শিক্ষকদের ৫ শতাংশ ইনক্রিমেন্ট ও বৈশাখী ভাতা দেওয়ার ঘোষণা দিয়েছিলেন প্রধানমন্ত্রী। যা ছিল কল্পনাতীত। সেই বিশ্বাস থেকে আমরা প্রধানমন্ত্রীর সাথে ৫ মিনিটের জন্য দেখা করতে চাই। জাতীয়করণ ছাড়াও আমাদের ছোট কিছু দাবি রয়েছে যা আমরা প্রধানমন্ত্রীর কাছে জানাতে চাই। এরপর তিনি আমাদের যে সিদ্ধান্ত দিবেন তা মেনে আমরা চলে যাব।

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পরেও জাতীয়করণের ঘোষণা না এলে কি করবেন জানতে চাইলে বিটিএ সাধারণ সম্পাদক বলেন, জাতীয়করণ প্রক্রিয়া যতদিন শেষ না হবে ততদিন উৎসব ভাতা ২৫ শতাংশ থেকে বাড়িয়ে দেওয়া এবং জাতীয়করণ সংশ্লিষ্ট দুই কমিটিতে শিক্ষক নেতাদের যুক্ত করার দাবি জানাব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আওয়ামী লীগকে নিয়ে জরিপ চালানোয় প্রশ্ন তুললেন প্রেস সচিব

বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতে সিইসিসহ কমিশনাররা 

বাগেরহাট ও গাজীপুরের সীমানা নিয়ে হাইকোর্টের রায় বহাল

খালেদা জিয়ার আসনে প্রার্থী দিল এনসিপি

কাজের সন্ধানে এসে লাশ হয়ে ফিরলেন শুক্কুর

বিএনপির যে প্রার্থীর বিপক্ষে লড়বেন নাহিদ ইসলাম

কোচকে পিটিয়ে হাসপাতালে পাঠাল ৩ ক্রিকেটার, জানা গেল কারণ

আগুনে পুড়ল ঝুট গুদামসহ ১৩টি দোকান 

এনসিপির প্রার্থী ঘোষণা / নির্বাচনে যে আসন থেকে লড়ছেন হান্নান মাসউদ-সারোয়ার তুষার    

এই ৬ অভ্যাস নীরবে ক্ষতিগ্রস্ত করছে আপনার মেরুদণ্ডকে

১০

বিপিএল: স্বস্তির বার্তা দিল বিসিবি

১১

মাটি খননে আনা ভেকুসহ মোটরসাইকেলে আগুন

১২

এনসিপির প্রার্থী ঘোষণা / নির্বাচনে যে আসন থেকে লড়ছেন জারা-আখতার-পাটওয়ারী    

১৩

গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ এড়াতে যেসব বিষয় খেয়াল রাখবেন

১৪

দিঘিতে ভেসে উঠল মরদেহ

১৫

এনসিপির প্রার্থী ঘোষণা / নির্বাচনে যে আসন থেকে লড়ছেন নাহিদ, সারজিস ও হাসনাত

১৬

বিপিএল কাঁপাতে আসছেন দুই সুন্দরী, কারা তারা

১৭

নখ কাটার ছোট পিনের তিনটি গুরুত্বপূর্ণ কাজ

১৮

এনসিপির প্রাথমিক প্রার্থী তালিকা ঘোষণা, কে কোন আসনে

১৯

আজ বাংলা একাডেমিতে শুরু হচ্ছে ‘বিজয় বইমেলা’

২০
X