এম এম মাহবুব হাসান
প্রকাশ : ১৩ ডিসেম্বর ২০২৫, ০৭:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

প্রতিষ্ঠানে লাইন ম্যানেজাররা যেভাবে সাফল্যের অদৃশ্য শক্তিতে পরিণত হতে পারেন

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

প্রতিষ্ঠানে লাইন ম্যানেজাররা যেভাবে সাফল্যের অদৃশ্য শক্তিতে পরিণত হতে পারেনএকটি প্রতিষ্ঠানের প্রকৃত মেরুদণ্ড কারা? অনেকেই বলবেন, শীর্ষ ব্যবস্থাপনা। অথচ প্রতিদিন কর্মীদের পাশে থেকে হাতে-কলমে দিকনির্দেশনা প্রদান করেন যারা, সেই লাইন ম্যানেজাররাই গড়ে তোলেন একটি প্রতিষ্ঠানের বাস্তব শক্তি। প্রশাসনিক দায়িত্ব পালন যেমন তাদের কাজের অংশ, ঠিক তেমনি কর্মীদের মনোভাব গঠন, সক্ষমতা বাড়ানো, আত্মবিশ্বাস তৈরি করা এবং দলকে এগিয়ে নেওয়াই তাদের প্রকৃত ভূমিকা। তাই লাইন ম্যানেজারদের দায়িত্ব শুধুই ব্যবস্থাপনার নয়, এটি অনুপ্রেরণা, নেতৃত্ব ও মানবিক সংযোগের এক অনন্য ক্ষেত্র।

লাইন ম্যানেজাররা কীভাবে একটি প্রতিষ্ঠানের সাফল্যের অদৃশ্য শক্তিতে পরিণত হতে পারেন, আর সেই পথচলায় কোন কোন দক্ষতা ও বুদ্ধিমত্তার প্রয়োগ তাদের সত্যিকার অর্থে কাজের মানুষ হিসেবে প্রতিষ্ঠা দেয়—এসব বিষয় নিয়েই আজকের আলোচনা।

লাইন ম্যানেজাররা প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ নায়ক

প্রথম সারির ম্যানেজার, সুপারভাইজার বা টিম লিড যে নামেই ডাকুন, লাইন ম্যানেজাররা প্রতিষ্ঠান ও কর্মীদের মধ্যে কার্যকর সংযোগের সেতুবন্ধন। তারা কর্মীদের প্রতিদিনের কাজ পরিচালনা করেন, সমস্যা সমাধান করেন, দক্ষতা উন্নয়নে মনোযোগ দেন এবং শীর্ষ স্থানীয় নেতৃত্বের বৃহত্তর সিদ্ধান্তগুলো বাস্তবতায় রূপ দেন। সুতরাং তাদের অবস্থান শুধু প্রশাসনিক কাজের মধ্যেই সিমীত নয়, বরং তারা একটি প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ নায়কও বটে।

শুধু ম্যানেজার নয়—গাইড, প্রশিক্ষক ও মেন্টর

যুক্তরাজ্যভিত্তিক শীর্ষস্থানীয় ইমিগ্রেশন ও মানবসম্পদ পরামর্শদাতা প্রতিষ্ঠান ‘ডেভিডসন মরিস’ লাইন ম্যানেজারদের গুরুত্বকে মূল্যায়ন করেছে একটু ভিন্নভাবে। তাদের মতে, দক্ষ লাইন ম্যানেজারের মূল শক্তি শুধু কাজ ভাগ করা বা রিপোর্ট নেওয়াতেই নয়; বরং মানুষের সঙ্গে মানুষের সম্পর্ক গড়ে তোলার ক্ষমতাতেও। এছাড়া একজন দক্ষ লাইন ম্যানেজার হতে হলে নিজের কাজ ও দলের প্রতি মনোযোগী হতে হবে সমানভাবে।

লাইন ম্যানেজারের অপরিহার্য গুণাবলি

সক্রিয় শ্রবণক্ষমতা : কর্মীদের কথা গভীর মনোযোগ দিয়ে শোনা। তাদের আবেগ, অনুভূতি ও চাহিদা ভালোভাবে বোঝা—একজন দক্ষ লাইন ম্যানেজারের প্রথম শর্ত। মনে রাখতে হবে- ভালো নেতৃত্ব শুরু হয় মনোযোগী শ্রোতা হওয়ার মধ্য দিয়ে।

স্পষ্ট ও সহানুভূতিশীল যোগাযোগ : লাইন ম্যানেজারের কাজ শুধু নির্দেশ দেওয়া নয়; বরং স্পষ্ট, সহজবোধ্য ও সহানুভূতিশীলভাবে যোগাযোগের মাধ্যমে কাজের উদ্দেশ্যটি পরিষ্কার করে দেওয়া জরুরি। এই যোগাযোগই একটি দলকে আরো সুসংগঠিত করে।

দায়িত্ব বণ্টন ও অগ্রাধিকার নির্ধারণ : দলের প্রতিটি সদস্য যাতে স্বাধীনভাবে ও স্বাচ্ছন্দে কাজ করতে পারেন, সেই পরিবেশ তৈরি করা একজন লাইন ম্যানেজারের অন্যতম মূল দায়িত্ব। পাশাপাশি নির্দিষ্ট সময়সীমা মেনে কাজ সম্পন্ন করার জন্য পরিকল্পিতভাবে দায়িত্ব বণ্টন এবং অগ্রাধিকার ঠিক করাও সমান গুরুত্বপূর্ণ।

প্রেরণা দেওয়ার ক্ষমতা : দলকে সর্বদা উৎসাহ দেওয়া, যেকোনো চ্যালেঞ্জে সাহস যোগানো এবং দীর্ঘমেয়াদি লক্ষ্য পূরণে দিকনির্দেশনা দেওয়া—এসবই একজন দক্ষ ও অনুপ্রেরণাদায়ী লাইন ম্যানেজারের গুরুত্বপূর্ণ গুণ।

প্রতিষ্ঠানের লক্ষ্য সম্পর্কে গভীর ধারণা : সংস্থার মূল লক্ষ্য ও ভবিষ্যৎ দিকনির্দেশনা সম্পর্কে স্পষ্ট ধারণা না থাকলে নেতৃত্ব পূর্ণতা পায় না। লাইন ম্যানেজারকে এই লক্ষ্যকে অন্তরে ধারণ করে দলকে সঠিক পথে পরিচালিত করতে হয়, এটাই সফল নেতৃত্বের বড় শক্তি।

দলীয় উন্নয়ন ও সক্ষমতা বৃদ্ধি : দল সঠিক পথে পরিচালনার পাশাপাশি দলের সদস্যদের সক্ষমতা বৃদ্ধিতে মনোযোগ দেওয়া, প্রয়োজনীয় প্রশিক্ষণ ব্যবস্থা করা, মেন্টরিং করা এবং ক্যারিয়ার উন্নয়নে সহযোগিতা করা একজন লাইন ম্যানেজারের অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব। কারণ দলের উন্নয়নই শেষ পর্যন্ত প্রতিষ্ঠানের উন্নয়নে রূপ নেয়।

এর বাইরেও ডেভিডসন মরিসের মতে, ‘লাইন ম্যানেজমেন্টের আরও কিছু গুরুত্বপূর্ণ কার্যক্ষেত্র রয়েছে যেমন ঝুঁকি ব্যবস্থাপনা, মানবসম্পদ এবং অর্থ বিভাগ। এগুলো একসঙ্গে মিলেই ব্যবসার সফলতার ভিত্তি গড়ে তোলে।’

চ্যালেঞ্জ আছে, কিন্তু সুযোগ আরও বড়

একজন লাইন ম্যানেজার শুধু কাজ ভাগ করে দেওয়া ব্যক্তি নন—তিনি দলের চালিকাশক্তি। সেজন‍্য লাইন ম্যানেজারদের পথ কখনোই সহজ নয়। দায়িত্ব পালন, চাপ সামলানো, প্রত্যাশিত ফলাফল অর্জন—সব মিলিয়ে তাদের কাজ বহুমাত্রিক। ডেভিডসন মরিসের বিশ্লেষণ বলছে, এই ভূমিকাকে অবমূল্যায়ন করলে তা কর্মীদের মনোবল, কার্যকারিতা ও স্থায়িত্বের ওপর বড় ধরনের নেতিবাচক প্রভাব ফেলতে পারে। তবুও কিছু চ্যালেঞ্জ লাইন ম্যানেজারদের পথকে কঠিন করে তোলে যেগুলোর মধ্যে অন্যতম হচ্ছে—

অপ্রতুল প্রশিক্ষণ : অনেক সময়ই লাইন ম্যানেজারদের হাতে দায়িত্ব তুলে দেওয়া হয় প্রয়োজনীয় প্রস্তুতি ছাড়াই। ফলে তাঁদের সামর্থ্য থাকা সত্ত্বেও প্রতিষ্ঠানের প্রত্যাশা পূরণে ভাঙন দেখা দেয়। অথচ সঠিক প্রশিক্ষণ পেলে নেতৃত্ব আরও পরিণত, আত্মবিশ্বাসী ও ফলপ্রসূ হতে পারে।

ব্যবস্থাপনা শৈলীর বৈচিত্র্য : একই প্রতিষ্ঠানে ভিন্ন ভিন্ন নেতৃত্বশৈলী কখনো অনুপ্রেরণাদায়ক শক্তি আবার কখনো সীমাবদ্ধতা। অভিন্ন নীতি বা নির্দেশনা না থাকলে যথাযথ সিদ্ধান্ত গ্রহণে বৈপরীত্য তৈরি হয়, যা দলের মনোবল ও কাজের গুনগত মানে নেতিবাচক প্রভাব ফেলে। সেজন‍্য কার্যকর নেতৃত্বের জন্য প্রয়োজন সুস্পষ্ট নীতি ও ধারাবাহিকতা।

আইনি জ্ঞানহীনতা : শ্রম আইন, নীতিমালা, অভ‍্যন্তরীণ নিরীক্ষা জ্ঞান ও নিয়মানুবর্তিতা সম্পর্কে পর্যাপ্ত ধারণা না থাকলে ব্যবস্থাপনায় ভুল সিদ্ধান্তের ঝুঁকি বাড়ে। আইনি ও নিয়মানুবর্তিতা সচেতনতা শুধু প্রতিষ্ঠানকে সুরক্ষা দেয় না, এটি ম্যানেজারের পেশাগত দক্ষতাকেও আরও দৃঢ় করে।

প্রশিক্ষণের গুরুত্ব

যে লাইন ম্যানেজার শেখার প্রতি আগ্রহী, তিনি মূলত নিজের ভেতরেই ভবিষ্যৎ নেতৃত্বের বীজ বপন করেন। কর্মীদের সবচেয়ে কাছে থাকায় তাদের প্রতিটি সিদ্ধান্ত, প্রতিটি আচরণ প্রতিষ্ঠানকে সামনে এগিয়ে নেওয়ার পথ তৈরিতে ভূমিকা রাখে। তাই তাদের জন্য প্রয়োজন বাস্তবমুখী, সময়োপযোগী ও কাস্টমাইজড প্রশিক্ষণ—যা শুধু দক্ষতা বাড়ায় না, বরং নেতৃত্বের মানসিকতা গড়ে তোলে।

প্রশিক্ষণের মূল বিষয়গুলো হতে পারে—

কর্মী পরিচালনা ও পারস্পরিক সম্পর্ক তৈরী : মানুষের মন বোঝা ও সম্পর্ক উন্নয়নের দক্ষতা অর্জন যেকোনো নেতৃত্বের প্রথম শর্ত।

দ্বন্দ্ব ব্যবস্থাপনা : কর্মক্ষেত্রে দ্বন্দ্ব মানেই ব্যর্থতা নয়, বরং সঠিকভাবে সেগুলো সামলাতে পারলে এটি প্রতিযোগিতামূলক কর্মপরিবেশ ও উন্নতির সুযোগ তৈরী করে দেয়।

কর্মদক্ষতার মূল্যায়ন : কর্মীদের কে কীভাবে এগোচ্ছে তা ন্যায়সংগতভাবে মূল্যায়ন করতে পারার দক্ষতা দলকে উৎসাহিত করে।

কোচিং ও মেন্টরিং : নতুনদের পথ দেখানো এবং মেধা বিকাশে সহায়তা করা এক ধরনের দীর্ঘমেয়াদি বিনিয়োগ।

কর্মস্থল স্বাস্থ্য, নিরাপত্তা ও আইনগত সচেতনতা : নিরাপদ ও নিয়মসম্মত কর্মপরিবেশ প্রতিষ্ঠানকে টেকসই ও কর্মবান্ধব করে তোলে।

এটি ভুলে গেলে চলবে না যে, এসকল প্রশিক্ষণ শুধু একজন লাইন ম্যানেজারকে বর্তমান দায়িত্ব পালনে সক্ষম করে না, বরং ভবিষ্যৎ নেতৃত্বের জন্য শক্তপোক্ত করে তৈরী করে যেন তারা আত্মবিশ্বাস ও দক্ষতারসহিত পরবর্তী পর্যায়ের চ্যালেঞ্জগুলো মোকাবিলা করতে পারেন।

পরিশেষে, একটি প্রতিষ্ঠান টিকে থাকে মানুষের ওপর, আর সেই মানুষগুলোকে গড়ে তোলেন লাইন ম্যানেজাররা। নেতৃত্বের প্রয়োজনে তারা পুরোনো অভ্যাসকে আনলার্ন করেন, আর প্রতিষ্ঠানের স্বার্থে নতুন দক্ষতাকে রিলার্ন করেন।

কর্মীদের মনোযোগ দিয়ে শোনা, সত্যনিষ্ঠ প্রতিক্রিয়া ব‍্যক্ত করা এবং সঠিক নির্দেশনা প্রদান করা—এসবই একজন ম্যানেজারকে প্রকৃত নেতা হিসেবে আলাদা করে। তাই ডেভিডসন মরিস যথার্থই বলেছেন, লাইন ম্যানেজাররাই প্রতিষ্ঠানের কৌশল ও বাস্তবতার মাঝের দৃঢ় সেতুবন্ধন।

পরিশেষে, কেউ যদি লাইন ম্যানেজার হন অথবা সেই পথে এগোতে চান—তবে মনে রাখবেন, সত্যিকারের লাইন ম্যানেজাররা নিজে জ্বলে ওঠেন না, বরং অন্যদের জ্বলে ওঠার সুযোগ তৈরি করেন। ফলে একটি দলে ছোট ছোট ব্যক্তিগত সাফল্য মিলে গড়ে ওঠে দলের সম্মিলিত বিজয়ের এক দীপ্ত ইতিহাস। আর ঠিক এভাবেই লাইন ম্যানেজাররা দলের সাফল্যের অদৃশ্য কিন্তু সবচেয়ে শক্তিশালী শক্তিতে পরিণত হয়ে ওঠেন।

লেখক : ব্যাংকার ও উন্নয়ন গবেষক [email protected]

[ নিবন্ধ, সাক্ষাৎকার, প্রতিক্রিয়া প্রভৃতিতে প্রকাশিত মতামত লেখকের নিজস্ব। দৈনিক কালবেলার সম্পাদকীয় নীতির সঙ্গে নিবন্ধ ও সাক্ষাৎকারে প্রকাশিত মত সামঞ্জস্যপূর্ণ নাও হতে পারে। প্রকাশিত লেখাটির ব্যাখ্যা বা বিশ্লেষণ, তথ্য-উপাত্ত, রাজনৈতিক, আইনগতসহ যাবতীয় বিষয়ের দায়ভার লেখকের, দৈনিক কালবেলা কর্তৃপক্ষের নয়। ]
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেতারের কর্মকর্তার কাছে চাঁদা দাবির অভিযোগে দু’জন গ্রেপ্তার 

বিশ্ববিদ্যালয়ের ২ শিক্ষার্থী নিহতের ঘটনায় সেই গাড়িচালক গ্রেপ্তার

হাদির হামলাকারীদের অবস্থান নিয়ে সবশেষ যা জানা গেল

হাদিকে গুলির ঘটনায় শনাক্ত কে এই ফয়সাল করিম দাউদ

রিজভীর দুঃখ প্রকাশ

রিজভীর বক্তব্যের প্রতিবাদ জামায়াতের

শতাব্দীর সেরা নির্বাচন উপহার দিতে নিরপেক্ষতার আহ্বান খুলনা বিভাগীয় কমিশনারের

হাদির ওপর হামলা / এক ফেসবুক পেজ থেকেই শিবিরকে জড়িয়ে ৪টি ভুয়া ফটোকার্ড ভাইরাল 

বিএনপি মনোনীত প্রার্থীকে ৫০ হাজার টাকা জরিমানা

হাদির ওপর হামলাকারীর শেকড় উপড়ে ফেলা হবে : অ্যাটর্নি জেনারেল

১০

প্রতিষ্ঠানে লাইন ম্যানেজাররা যেভাবে সাফল্যের অদৃশ্য শক্তিতে পরিণত হতে পারেন

১১

রিজভীর বক্তব্যকে বোগাস বললেন ডিএমপি কমিশনার

১২

এক্সের বিরুদ্ধে ‘গুরুতর অভিযোগ’ ইমরান খানের সাবেক স্ত্রীর

১৩

‘মেধাবী’ প্রকল্পকে  জবির ‘হল’ হিসেবে বিবেচনা না করার অনুরোধ আস-সুন্নাহর

১৪

হাদির চিকিৎসায় ১১ সিদ্ধান্ত ও পর্যবেক্ষণ জানাল বিশেষ মেডিকেল টিম

১৫

প্রকাশ্যে যুবককে ছুরিকাঘাতে হত্যা

১৬

হাসপাতালে ভিন্ন ভিন্ন স্লোগান নিয়ে প্রশ্ন, রাজনৈতিক উদ্দেশের অভিযোগ ইশরাকের

১৭

উত্তর দিতে দিতে ক্লান্ত হয়ে গিয়েছিলাম : ফারিয়া

১৮

জুলাই যোদ্ধা ও বিকেএসপি

১৯

আমরা জান্নাতের টিকিট দিতে পারব না কিন্তু উন্নয়ন দিতে পারব : দুলু

২০
X