কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৯ ডিসেম্বর ২০২৪, ১০:০১ পিএম
আপডেট : ০৯ ডিসেম্বর ২০২৪, ১০:২৯ পিএম
অনলাইন সংস্করণ

বিএনপিতে অনুপ্রবেশকারী ঢুকানোর জিরো পারসেন্টও সুযোগ নেই : আমিনুল হক 

বিএনপি আয়োজিত কর্মিসভায় বক্তব্য রাখছেন আমিনুল হক। ছবি : কালবেলা
বিএনপি আয়োজিত কর্মিসভায় বক্তব্য রাখছেন আমিনুল হক। ছবি : কালবেলা

বিএনপিতে কোনো অনুপ্রবেশকারী ঢুকানোর জিরো পারসেন্টও সুযোগ নেই বলে দাবি করেছেন দলটির কেন্দ্রীয় ক্রীড়াবিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমিনুল হক। দলীয় নেতাকর্মীদের কঠোরভাবে সতর্ক করে তিনি বলেন, আপনাদের কারো হাত ধরে যদি এই অনুপ্রবেশকারীরা সহযোগিতা পায়, আমাদের কাছে কারো বিরুদ্ধে যদি তথ্য-উপাত্তসহ প্রমাণ আসে- তাহলে তাদের কোনো ছাড় দেওয়া হবে না, তারা বিএনপি করার যোগ্যতা হারিয়ে ফেলবেন।

সোমবার (০৯ ডিসেম্বর) বিকেলে রাজধানীর উত্তরখান থানাধীন শাহ কবির মাজার প্রাঙ্গণে থানা বিএনপি আয়োজিত এক কর্মিসভা ও কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে আমিনুল হক এসব কথা বলেন।

দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তিনি আরও বলেন, আপনাকে দল থেকে অব্যাহতি দেওয়া হলে- আপনি গত ১৭ বছর ধরে যে কষ্ট করেছেন, তা এক নিমিষেই শেষ হয়ে যাবে। কিন্তু আমরা সেটা চাই না। এ ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে। যে কোনো মূল্যে সাংগঠনিক শৃঙ্খলা বজায় রাখতে হবে।

আমিনুল হক নেতাকর্মীদের বলেন, গত বছরের ২৮ অক্টোবরের পূর্বে ও পরবর্তীতে এবং গত ৫ আগস্ট পর্যন্ত কারা রাজপথে ছিলেন, আর কারা ছিলেন না- আমরা কিন্তু সবাইকে চিনি। রাজপথে থেকে যারা সাহসী ভূমিকা রেখেছিলেন, তাদের দল থেকে সর্বোচ্চ মূল্যায়ন করা হবে। আর যারা নামেমাত্র ছিলেন, তাদের দলে কোনো স্থান নেই।

বিএনপির এই কেন্দ্রীয় নেতা বলেন, আন্দোলন-সংগ্রাম যারা করেছেন তাদের অনেকেই বলেন- আমরা কি নতুনদের, হাইব্রিডদের ভিড়ে হারিয়ে যাব? ত্যাগীদের দৃঢ়ভাবে বলতে চাই, আপনাদের হারিয়ে যাবার কোনো সুযোগ নেই। কারণ আপনারা দলের পক্ষে, দেশের পক্ষে, এ দেশের সাধারণ মানুষের পক্ষে সাহসিকতার সহিত রাজপথে আন্দোলন করছেন। আপনাদেরক সরানোর মতো ক্ষমতা কারও নেই।

তিনি বলেন, স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের পতনের জন্য গত ১৭ বছর ধরে আমরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আন্দোলন করেছি। সেই আন্দোলন-সংগ্রামের সফলতা হিসেবে গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণআন্দোলনে বাংলাদেশ স্বৈরাচারমুক্ত হয়েছে এই বাংলাদেশকে স্বৈরাচারমুক্ত করতে গিয়ে গত ১৭ বছরে আমাদের বহু ভাইকে খুন করা হয়েছে, গুম করা হয়েছে, হত্যা করা হয়েছে এবং অনেকে পঙ্গুত্ববরণ করে অসহায় জীবনযাপন করছেন।

কর্মশালায় বিএনপি ঘোষিত ৩১ দফার বিভিন্ন দিকগুলো পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে বিস্তারিতভাবে নেতাকর্মীদের সামনে উপস্থাপন করেন দলের ঢাকা মহানগর উত্তরের এই আহ্বায়ক।

কর্মশালায় নেতাকর্মীদের উদ্দেশে মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মোস্তফা জামান বলেন, বিএনপির ক্ষমতার কেন্দ্রবিন্দু হচ্ছে বাংলাদেশের জনগণ। সুতরাং আপনারা জনগণের পাশে থেকে জনকল্যাণমুখী কাজে অংশগ্রহণ করুন। জনদুর্ভোগের সৃষ্টি হয়, এমন কোনো কাজ করবেন না।

উত্তরখান থানা বিএনপির নেতাকর্মীদের নিয়ে দুপুর আড়াইটায় পবিত্র কোরআন তেলওয়াতের মধ্য দিয়ে এবং দেশাত্মবোধক গান গেয়ে এই কর্মশালা শুরু হয়। এরপর দলের নেতাদের বক্তব্যের মধ্য দিয়ে যা চলে রাত সাড়ে ৭টা পর্যন্ত। কর্মশালায় ৩১ দফা নিয়ে নেতাকর্মীদের বিভিন্ন প্রশ্নের জবাবও দেন আমিনুল হক।

উত্তরখান থানা বিএনপির আহ্বায়ক ও ঢাকা মহানগর উত্তরের সদস্য রফিকুল ইসলাম খানের (মেম্বার) সভাপতিত্বে এতে আরও বক্তব্য রাখেন-ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান সেগুন, এস এম জাহাঙ্গীর হোসেন, ফেরদৌসী আহমেদ মিষ্টি, এবিএমএ রাজ্জাক (দপ্তরের দায়িত্বে), মো. আক্তার হোসেন, আতাউর রহমান চেয়ারম্যান, গাজী রেজাউনুল হোসেন রিয়াজ, এম কফিল উদ্দিন আহমেদ, আফাজ উদ্দিন, হাজি মো. ইউসুফ, শাহ আলম, মাহাবুবুল আলম মন্টু।

এ ছাড়া মহানগর সদস্য আনোয়ারুজ্জামান আনোয়ার, আলী আকবর আলী, ডা. এ কে এম কবির আহমেদ রিয়াজ, সালাম সরকার, নুরুল হুদা ভূঁইয়া, ইব্রাহিম খলিল (সহদপ্তর), তাসলিমা রিতা, জাসাস ঢাকা মহানগর উত্তররের আহ্বায়ক শরিফুল ইসলাম স্বপন, শ্রমিক দল ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক কাজী শাহ আলম রাজা, সদস্য সচিব কামরুল জামান, মহানগর উত্তর মহিলা দল সদস্য সচিব অ্যাড. রুনা লায়লা, স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক শেখ ফরিদ, সদস্যসচিব মহসিন সিদ্দিকী রনি, কৃষক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি আরশাদুল আরিস ডল, ছাত্রদল ঢাকা মহানগর পশ্চিমের সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক জুয়েল হাসান রাজ, ছাত্রদল মহানগর উত্তর এর সাধারণ সম্পাদক রাসেল বাবু, তাঁতী দল ঢাকা মহানগর উত্তরের আহবায়ক শামসুন্নাহার বেগম প্রমুখ।

এর আগে দুপুরে মিরপুর ১১ নম্বরে পল্লবী থানার ৫ নং ওয়ার্ড যুবদলের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন আমিনুল হক। ওয়ার্ড যুবদলের আহ্বায়ক ইব্রাহিম খলিলের সভাপতিত্বে সম্মেলনের উদ্বোধক ছিলেন যুবদল ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক শরীফ উদ্দিন জুয়েল। প্রধান বক্তা ছিলেন মহানগর উত্তর যুবদলের সদস্যসচিব সাজ্জাদুল মিরাজ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আ.লীগের সঙ্গে দ্বন্দ্ব নেই, যারা অন্যায়কারী তাদের বিচার চাই : মিন্টু

একাত্তরের ভূমিকা নিয়ে মন্তব্য বিএনপি নেতার, কড়া প্রতিবাদ জামায়াতের

ইলিশের দাম কমাতে চায় সরকার : মৎস্য উপদেষ্টা

সীমান্তবর্তী অঞ্চলে মোবাইল টাওয়ার স্থাপনে নতুন নীতিমালা

যাত্রা শুরু করল ‘ট্রেইনারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ’

রাজনৈতিক ধারাকে পাল্টাতে চাই : জামায়াতের কেন্দ্রীয় নেতা

১৮ দিনে রেমিট্যান্স এলো প্রায় ১৫ হাজার কোটি টাকা

আরও ঘনিষ্ঠ হচ্ছে বাংলাদেশ-চীন সম্পর্ক

‘আমলাদের প্রভাবে একের পর এক জনস্বার্থবিরোধী সিদ্ধান্ত নেওয়া হচ্ছে’

নসরুল হামিদের স্ত্রীর আয়কর নথি জব্দের আদেশ

১০

‘পাহাড় কাটা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার’

১১

বিয়েতে কর বাতিল চেয়ে ৭ দিনের আলটিমেটাম

১২

প্রেম করতে গিয়ে ধরা ১৬ কিশোর-কিশোরী, বিয়ের আয়োজন এলাকাবাসীর

১৩

বিষের বোতল নিয়ে প্রেমিকার বাড়িতে হাজির যুবক

১৪

অপহরণের পর একই পরিবারের ৬ জনকে কুপিয়ে জখম

১৫

ভারত চিঠির জবাব না দিলেও হাসিনার বিচার চলবে : তাজুল ইসলাম

১৬

এমবিবিএস ভর্তি পরীক্ষায় পাসের হারে এগিয়ে মেয়েরা

১৭

সাতক্ষীরায় বিপুল মাদক ধ্বংস করল বিজিবি

১৮

কোরআন শিখে বাইসাইকেল পেল ৫ শিশু

১৯

জবিতে বোরকা পরে গিয়েও ধরা পড়লেন ছাত্রলীগ কর্মী

২০
X