কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০২ জানুয়ারি ২০২৫, ১০:২৪ পিএম
অনলাইন সংস্করণ

অযোগ্যদের কারণে বিএমডিসি রেজিস্ট্রেশন বঞ্চিত ডেন্টাল টেকনোলোজিস্টরা : নুর

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ ও আহতদের স্মরণে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখছেন নুরুল হক নুর। ছবি : সংগৃহীত
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ ও আহতদের স্মরণে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখছেন নুরুল হক নুর। ছবি : সংগৃহীত

দেশের মানুষ দন্ত চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছে মন্তব্য করে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেন, বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি) এর অভিজাততন্ত্র প্রবণতার কারণে ডেন্টাল টেকনোলোজিস্টরা আজ আজ বৈষম্যের শিকার। অযোগ্য ব্যক্তিদের কারণেই ২৫ হাজার ডিপ্লোমাধারী আজ দিশেহারা।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) সকালে রাজধানীর আইডিবি ভবনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ ও আহতদের স্মরণে বাংলাদেশ ডেন্টাল হেলথ সোসাইটির (বিডিএইচএস) উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। এসময় তিনি তাদের দ্রুত রেজিস্ট্রেশন দেওয়াসহ সব দাবি মেনে নিতে সরকারকে অনুরোধ জানান নুর।

ছাত্র আন্দোলনে শহীদদের আত্মত্যাগের কথা স্মরণ করে নুর বলেন, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন দিতে হবে। আগে সংস্কার তারপর নির্বাচন, সংস্কার ছাড়া এদেশে কোনো নির্বাচন হবে না বলেও সাফ জানিয়ে দিয়েছেন নুর। তিনি বলেন, দিল্লীর দাসত্ব থেকে তরুণ প্রজন্মরাই আমাদের উদ্ধার করেছে। তাই আর যেন কেউ অবৈধভাবে ক্ষমতা দখল করতে না পারে সেদিকে সজাগ দৃষ্টি রাখতে হবে। ছাত্র আন্দোলনে যারা আহত হয়েছে তাদের আর্থিকভাবে সহায়তা করারও আহবান জানান নুর।

বিডিএইচএসের মহাসচিব মোহাম্মদ খালেদ মোছান্নাহ বলেন, ডেন্টাল টেকনোলোজিস্টরা আজ অবহেলিত, বঞ্চিত এবং শ্রেণী বৈষম্যের শিকার। ৪ বছরের ডিপ্লোমা ও বিএসসি করেও ষড়যন্ত্রের শিকার হয়ে ২৫ হাজার ডিপ্লোমাধারী বিএমডিসির রেজিস্ট্রেশন থেকে বঞ্চিত। তাই দেশের প্রত্যন্ত অঞ্চলে কম খরচে দন্ত চিকিৎসা পৌঁছে দিতে দ্রুত রেজিস্ট্রেশনের দাবি জানান তিনি।

বিডিএইচএসের সভাপতি মো. হারুন রশিদ আওরঙ্গ বলেন, ডেন্টাল টেকনোলোজিস্টরা সংখ্যালঘুর মতো ব্যবহার হচ্ছে। আমরা এখনও বৈষম্যের শিকার। আমাদের রেজিস্ট্রেশন দিতে হাইকোর্ট থেকে রায় দেওয়ার পরও এই রায়কে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে যাচ্ছে বিএমডিসি। দ্রুত আমাদের দাবিগুলো মেনে নিয়ে ২৫ হাজার ডেন্টাল টেকনোলোজিস্টদের রেজিস্ট্রেশন দেওয়া হোক। তানা হলে ন্যায্যা অধিকারের জন্য রাজপথে জীবন দিতেও প্রস্তুত বলে জানান হারুন অর রশিদ।

বিডিএইচএসের সভাপতি মো. হারুন রশিদ আওরঙ্গের সভাপতিত্বে ও মহাসচিব মোহাম্মদ খালেদ মোছান্নাহর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, আইডিবির কেন্দ্রীয় কমিটির অন্তবর্তীকালীন সদস্য সচিব প্রকৌশলী কাজী সাখাওয়াত হোসেন, বাংলাদেশ ডেন্টাল পরিষদের সভাপতি মো. মোশাররফ হোসেন মোল্লা, বাংলাদেশ ডেন্টাল পরিষদের মহাসচিব লায়ন মুহাম্মদ কামাল হোসেনসহ আরও অনেকে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আর্জেন্টিনা স্কোয়াডে জায়গা নিশ্চিত যাদের

প্রাথমিকের নিয়োগ পরীক্ষা বাতিলের দাবি আখতার হোসেনের

শরীরে দুর্গন্ধ? জেনে নিন কারণ, ঝুঁকি ও প্রতিকার

যুক্তরাষ্ট্র-ইসরায়েলকে চরম শায়েস্তার হুঁশিয়ারি ইরানের

ইংল্যান্ডের অ্যাশেজ জয়ের অপেক্ষা ঘুচবে কবে?

দ্বিতীয় দিনে প্রার্থিতা ফিরে পেলেন ৫৭, হারালেন ৭ জন

চীন ও বাংলাদেশকে নজরে রাখতে ভারতের নতুন পদক্ষেপ

অন্তঃসত্ত্বা নারীকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা

ফিল্ড ফ্যাসিলিটেটর পদে নিয়োগ দিচ্ছে ব্র্যাক

মুক্তি পেল ‘রঙবাজার’-এর ট্রেইলার

১০

স্বেচ্ছাসেবক দল নেতাকে হত্যার কারণ জানালেন ডিবি প্রধান

১১

কেয়া পায়েল-খায়রুল বাসারকে ঘিরে জল্পনা

১২

মেমোরি চিপের সংকটে দেশে স্মার্টফোনের দাম ১০-২৫ শতাংশ বেড়েছে 

১৩

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে ইসির বৈঠক অনুষ্ঠিত

১৪

পল্লবীতে শহীদ মিরাজ ও শুভর পরিবারের পাশে আমিনুল হক

১৫

ইরানে সরকারবিরোধী বিক্ষোভ, শতাধিক কর্মকর্তাকে হত্যা

১৬

‘হলফনামা ঠিকমতো যাচাই হলে শেখ হাসিনার প্রার্থিতা বাতিল হতো’

১৭

গোল্ডেন গ্লোবসের মনোনয়ন ঘোষণা

১৮

গণভোটের ব্যাপক প্রচারণা চালাতে নানা পদক্ষেপ ইসির

১৯

গণভোটে ‘হ্যাঁ’র পক্ষে প্রচারণা চালাবে সরকার : প্রেস সচিব

২০
X