কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৭ জানুয়ারি ২০২৫, ০৮:১৩ পিএম
আপডেট : ১৭ জানুয়ারি ২০২৫, ০৮:৫২ পিএম
অনলাইন সংস্করণ

ছাত্র আন্দোলনই ইসলামী আন্দোলনের বীজতলা : রেজাউল করিম

বক্তব্য রাখছেন ড. মুহাম্মদ রেজাউল করিম। ছবি কালবেলা
বক্তব্য রাখছেন ড. মুহাম্মদ রেজাউল করিম। ছবি কালবেলা

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম বলেছেন, ছাত্র আন্দোলনই ইসলামী আন্দোলনের বীজতলা। মূলত, ছাত্র আন্দোলনকেই মূল আন্দোলনের ‘পাওয়ার হাউস’ বলা হয়ে থাকে। বীজতলা যত সমৃদ্ধ ও উর্বর হবে উৎপাদনও ততই গতিশীল ও সমৃদ্ধ হবে। তাই ইসলামী আন্দোলনকে মজবুত ভিত্তির ওপর প্রতিষ্ঠিত করতে হলে ইসলামী ছাত্র আন্দোলনকেই প্রাণবন্ত ও কার্যকারী করে তুলতে হবে।

শুক্রবার (১৭ জানুয়ারি) সকালে রাজধানীর মোহাম্মদপুরস্থ বসিলা কমিউনিটি সেন্টারে মোহাম্মদপুর পশ্চিম থানা জামায়াত আয়োজিত ইসলামী ছাত্রশিবিরের সদ্য বিদায়ী ও সাবেক সাথী সদস্যদের নিয়ে প্রীতি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আজকের তরুণরাই আগামী দিনের ভবিষ্যৎ, তাই তারুণ্যনির্ভর ন্যায়-ইনসাফভিত্তিক সুখী-সমৃদ্ধ নতুন বাংলাদেশ গড়তে যুব সমাজকে ময়দানে অকুতোভয় সৈনিকের ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন তিনি।

ড. মুহাম্মদ রেজাউল করিম বলেন, ইসলামের দাওয়াত প্রতিটি ঘরে ঘরে পৌঁছানোর জন্য দেশের তরুণ সমাজকেই প্রতিটি মানুষের ঘরে ঘরে পৌঁছতে হবে। মানুষের সমস্যা চিহ্নিত করে তা সমাধানের জন্য সাধ্যমতো প্রচেষ্টা চালাতে হবে। মূলত, তারুণ্যনির্ভর দাওয়াতি কার্যক্রম সম্প্রসারণ করতে পারলেই আগামী দিনে ইসলামের বিজয় অনিবার্য হয়ে উঠবে। তিনি একবিংশ শতাব্দীর বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় নতুন প্রজন্মকে প্রস্তুত হওয়ার আহ্বান জানান।

তিনি বলেন, ইসলামী আন্দোলনে অবসর গ্রহণের কোনো সুযোগ নেই বরং জীবনের শেষদিন পর্যন্ত দ্বীনকে বিজয়ী করার জন্য প্রাণান্তকর প্রচেষ্টা চালানো প্রত্যেকের জন্যই অত্যাবশ্যকীয় কর্তব্য। সব নবী-রাসুলগণকেই আল্লাহ তায়ালা এই দায়িত্ব দিয়ে দুনিয়াতে প্রেরণ করেছিলেন। বিশ্বনবি (সা.)-ও একই দায়িত্ব নিয়ে এসেছিলেন। তাঁর আসহাবগণও ইকামাতে দ্বীনের মিশন নিয়ে কাজ করে গেছেন। সে ধারাবাহিকতায় তা এখন আমাদের ওপর অত্যাবশ্যকীয় হয়ে গেছে। তাই কারো পক্ষেই এই আন্দোলন থেকে পিছপা হওয়ার সুযোগ নেই বরং জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত সবাইকে দ্বীনে হক প্রতিষ্ঠার আন্দোলনে অবিচল ও আপোষহীন থাকতে হবে।

তিনি দেশকে ইসলামী কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে নতুন প্রজন্মকে যেকোনো ত্যাগ স্বীকারে প্রস্তুত থাকার আহ্বান জানান।

থানা আমির মুহাম্মদ মাসুদুজ্জামানের সভাপতিত্বে ও সেক্রেটারি মো. রবিউল ইসলাম রুবেলের পরিচালনায় প্রীতি সমাবেশে বিশেষ অতিথি ছিলেন ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি মাওলানা মুহাম্মদ ইয়াসিন আরাফাত। উপস্থিত ছিলেন জোনের টিম সদস্য প্রিন্সিপাল সিরাজুল ইসলাম, থানা শূরা ও কর্মপরিষদ সদস্য নূরে আলম সিদ্দিকী, মো. রুহুল আমিন, মো. আশরাফুল আলম, মো. আবুল কালাম আজাদ, মো. সাইফুর রহমান, মো. তাইয়্যেবুর রহমান, মুফতি মারুফ বিল্লাহ ও আলী আহমেদ মজুমদার প্রমুখ।

এদিকে দারুসসালাম থানা জামায়াতের উদ্যোগে প্রান্তিক জনগোষ্ঠী ও শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

থানা আমির হাকিম আব্দুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি মাহফুজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন ঢাকা মহানগরী উত্তরের ওলামা বিভাগের সেক্রেটারি মাওলানা হাবিবুল্লাহ রুমি। উপস্থিত ছিলেন থানা ও স্থানীয় নেতারা।

এছাড়াও শেরেবাংলা নগর থানা জামায়াতের উদ্যোগে রাজধানীর আগারগাঁওয়ের ন্যাশনাল আর্কাইভ অডিটরিয়াম ইউনিট প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

থানা আমির আব্দুল আউয়াল আজমের সভাপতিত্বে ও সেক্রেটারি মনজুরুল ইসলামের পরিচালনায় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য দেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম। বিশেষ অতিথি ছিলেন ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি নাজিমুদ্দিন মোল্লা। উপস্থিত ছিলেন জোন টিম সদস্য ডা. শফিউর রহমান, থানা নায়েব আমির শাহ আজিজুর রহমান তরুণ, বায়তুলমাল সম্পাদক অ্যাডভোকেট আব্দুল হালিম, থানা কর্মপরিষদ সদস্য হুমায়ুন কবির, অ্যাডভোকেট তাওহীদুর রহমান, হাফেজ শাহজাহান, হাফেজ সাইফুল ইসলাম, ইঞ্জিনিয়ার ইফতেখার সুজন খান ও মাস্টার সাইফুল আলম প্রমুখ।

তা ছাড়া আজ মোহাম্মদপুর পূর্ব থানার সদস্য (রুকন) শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়েছে।

থানা আমির মশিউর রহমানের সভাপতিত্বে ও সেক্রেটারি আনিসুর রহমানের সঞ্চালনায় দিনব্যাপী শিক্ষা শিবিরে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম। বিশেষ অতিথি ছিলেন ঢাকা শের-ই বাংলা নগর উত্তর থানা আমির আব্দুল আউয়াল আজম, মোহাম্মদপুর জোনের অফিস সম্পাদক আব্দুল ওয়াজেদ কিরণ ও জোন টিমের সদস্য অধ্যক্ষ সিরাজুল ইসলাম প্রমুখ।

এ ছাড়া বাংলাদেশ জামায়াতে ইসলামী শিল্পাঞ্চল থানার উদ্যোগে অগ্রসর কর্মীদের নিয়ে শিক্ষা বৈঠক থানা আমির কলিম উল্লাহর পরিচালনায় ও থানা সেক্রেটারি নুর উদ্দিন জাহিদের পরিচালনায় অনুষ্ঠিত হয়েছে।

এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী উত্তরের প্রচার-মিডিয়া সম্পাদক আতাউর রহমান সরকার। বিষয়ভিত্তিক আলোচনা করেন থানা জামায়াতের নায়েবে আমির মোহাম্মদ উল্লাহ ভূইয়া হারুন, কর্মপরিষদ সদস্য আসাদুজ্জামান, আসাদুজ্জামান মুন্না প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এবার চাঁদাবাজির অভিযোগে জনতার হাতে আটক পুলিশ সদস্য

এবার শেফালীকে নিয়ে মুখ খুললেন স্বামী পরাগ

আওয়ামী দুঃশাসনে নেতাকর্মীদের পাশে ছিলেন জাতীয়তাবাদী চিকিৎসকরা: ডা. রফিক

ভারতের নজরদারিতে ১১ কোটি ডলারের ব্রিটিশ যুদ্ধবিমান

ক্রিস্টাল আইসসহ কুয়াকাটায় ৪ যুবক আটক

ছবিতে প্রথমে কী দেখছেন, উত্তরই বলে দেবে আপনার ব্যক্তিত্ব কেমন

শ্বশুরবাড়িতে অবৈধভাবে চাল মজুত, ধরা খেলেন জামাই

বিজিবিতে বড় নিয়োগ, অষ্টম শ্রেণি পাসেও করা যাবে আবেদন

ঢাকায় বৃষ্টি নিয়ে আবহাওয়ার পূর্বাভাস

সাতসকালে ঝরল ৩ প্রাণ

১০

সিসা কারখানায় অভিযান, ৬ জনের কারাদণ্ড 

১১

জাতীয় উদ্যানে হাতির হামলায় প্রাণ গেল দুই নারী পর্যটকের

১২

দুপুরের মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায় 

১৩

বিশ্বের প্রথম দেশ হিসেবে আফগানিস্তান সরকারের পাশে রাশিয়া

১৪

নাতি-নাতিকে দুনিয়াছাড়া ও ছেলের বউকে গণধর্ষণের হুমকি দিয়ে ডাকাতের চিঠি

১৫

‘গাজায় ৮৫ হাজার টন বিস্ফোরক নিক্ষেপ করেছে ইসরায়েল’

১৬

এসএসসি পাস না করা শামীম পরিচয় দিতেন ব্যারিস্টার

১৭

গাজায় ৪৮ ঘণ্টার নারকীয় তাণ্ডব, নিহত ৩০০

১৮

০৪ জুলাই : কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৯

০৪ জুলাই : আজকের নামাজের সময়সূচি

২০
X