কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১০ এপ্রিল ২০২৫, ০৮:১৬ পিএম
অনলাইন সংস্করণ

বিশ্বের কোথাও মুসলমানদের ওপরে অত্যাচার হলে প্রতিবাদ করবে বিএনপি

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের লোগো। ছবি : কালবেলা গ্রাফিক্স
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের লোগো। ছবি : কালবেলা গ্রাফিক্স

বিশ্বের কোথাও মুসলমানদের ওপরে অত্যাচার হলে বিএনপি প্রতিবাদের পাশাপাশি প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করবে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। এ সময় ফিলিস্তিনের মতো প্রতিবেশি দেশেও মুসলিমদের প্রতি নির্যাতন হচ্ছে বলে জানান তিনি।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) বিকালে নয়াপল্টনস্থ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক র‍্যালিপূর্ব প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে আব্বাস এ কথা বলেন। ফিলিস্তিনের গাজা ও রাফায় ইসরায়েলের নৃশংস গণহত্যার প্রতিবাদ এবং নির্যাতনের শিকার ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে ঢাকা মহানগর বিএনপি দক্ষিণ ও উত্তর শাখা যৌথভাবে এই প্রতিবাদ ও সংহতি র‌্যালি করে।

মির্জা আব্বাস বলেন, ওরা ( ইসরায়েল) ফিলিস্তিন মুসলমানদের ওপর নির্যাতন করছে, এক এক করে সকল মুসলমানদের ওপর নির্যাতন করবে, ধ্বংস করার চেষ্টা করবে। আজ যারা বিশ্বের মুসলিম মোড়ল আছে, তারা তাদের রাজত্ব টিকিয়ে রাখতে নেতৃত্বে আসছে না। এই হত্যাকাণ্ডের বিরুদ্ধে যারা রুখে দাঁড়াচ্ছে না, তাদের প্রতি ধ্বংস নেমে আসবে।

তিনি আরও বলেন, সুযোগ থাকলে আমরা যুদ্ধ করে নিতাম। আমরা যদি কার্যকর পদক্ষেপ না নিতে পারি, একে একে সকল মুসলিম রাষ্ট্রকে তারা ধ্বংস করবে। আমাদের পার্শ্ববর্তী দেশেও মুসলমানদের ওপর নির্যাতন করা হচ্ছে। আমরাও প্রতিহত করার চেষ্টা করব।

প্রতিবাদ সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ফিলিস্তিনের রাফা ও গাজায় ইসরায়েল হামলা, গণহত্যা চালালেও অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো প্রতিবাদ চোখে পড়েনি। এমনকি সুশীল সমাজেরও কোনো প্রতিবাদ চোখে পড়েনি। বিএনপি বরাবরই মানবতার পক্ষে, অন্যায়ের বিপক্ষে।

ফিলিস্তিনের স্বাধীনতা এবং তাদের ওপর নির্যাতন বন্ধের প্রশ্নে মুসলিম বিশ্ব মোড়লদের ভূমিকা প্রশ্নবিদ্ধ বলে মন্তব্য করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। তিনি বলেন, আওয়ামী লীগ ইসরায়েলকে পরোক্ষভাবে মদদ দিয়েছিল। এমনি ওই রাষ্ট্র থেকে আড়িপাতার যন্ত্র কিনে এ দেশের বিরোধীদলীয় নেতাকর্মীদের ওপর নিপীড়ন-নির্যাতন চালিয়েছে।

তিনি আরও বলেন, মুসলিম বিশ্বের নেতারা ও ইসলামী বিশ্বের ভূমিকা আজ প্রশ্নবিদ্ধ। সারা বিশ্বের মুসলমানদের আমরা ফিলিস্তিনের প্রতি সংহতি প্রকাশ করতে দেখি; কিন্তু ইসলামী বিশ্বের মোড়লরা কখনো সক্রিয়ভাবে ইসরায়েলের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেয়নি। ইসরায়েলের কারণে ফিলিস্তিনের জনগণ গণহত্যার শিকার হচ্ছে যুগের পর যুগ, দশকের পর দশক; কিন্তু তার কোনো প্রতিকার আমরা দেখছি না।

সালাহউদ্দিন আহমেদ বলেন, সারা পৃথিবীতে নির্যাতিত মানুষের নাম ফিলিস্তিনের জনগণ। মুসলিম বিশ্বের নিরবতার কারণে সারা পৃথিবীতে মুসলিম জনগণ গণহত্যার শিকার হচ্ছে; সেটা আরাকান থেকে ফিলিস্তিন পর্যন্ত সারা বিশ্ব বিস্তৃত।

ফিলিস্তিনি জনগণ নিজ দেশে পরবাসী হয়ে গেছে উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, ফিলিস্তিনের জনগণ ১৯৪৮ সালের পর থেকে তীব্রভাবে ইসরায়েলি হামলার শিকারে পরিণত হয়েছে। তারা এখন আপন দেশে পরবাসী হয়ে গেছে। বিশ্বের কিছু পরাশক্তির সমর্থনে ফিলিস্তিনের নিরীহ জনগণের ওপর ইসরায়েল যে গণহত্যা শুরু করেছে, তা আজকে নয়- বহুদিন আগে থেকে।

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনুর সভাপতিত্বে এবং কেন্দ্রীয় প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুর সঞ্চালনায় র‌্যালিপূর্বক সংক্ষিপ্ত সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক।

এছাড়া বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানও বক্তব্য রাখেন। কর্মসূচিতে দলটির ভাইস চেয়ারম্যান আহমেদ আযম খান, আব্দুস সালাম পিন্টু, চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, হাবিবুর রহমান হাবিব, যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, আব্দুস সালাম আজাদ, ছাত্রবিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু, সহ-সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম, মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল ইসলাম নীরব, বর্তমান সদস্য সচিব মোস্তফা জামান, মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব তানভীর আহমেদ রবিন, জাতীয়তাবাদী যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন, মহানগর উত্তরের আহ্বায়ক শরিফ উদ্দীন জুয়েল, দক্ষিণের সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন, স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের লাখো নেতাকর্মী অংশ নেন।

সমাবেশ শেষে র‍্যালি শুরু হয়। র‌্যালিটি নয়াপল্টন থেকে কাকরাইল, মালিবাগ মোড়, মৌচাক, মগবাজার হয়ে বাংলামোটর সড়ক প্রদক্ষিণ করে কাওরানবাজার মোড়ে এসে শেষ হয়। এতে ফিলিস্তিনের পতাকা, ফিলিস্তিনি শিশুদের কাফন মোড়ানো প্রতিকী মরদেহসহ নানা সজ্জায় সজ্জিত হয়ে নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। তারা ইসরায়েলি পণ্য বয়কটের আহ্বান জানান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তারেক রহমানকে কটূক্তির অভিযোগে কনটেন্ট ক্রিয়েটরের নামে মামলা

যে কথা বলতে গিয়ে আল্লাহ ৭ বার শপথ করেছেন!

জাতিসংঘ প্রতিবেদনকে ঐতিহাসিক ঘোষণা দিয়ে পূর্ণাঙ্গ রায় প্রকাশ

গারো পাহাড়ের জঙ্গলে অজ্ঞাত নারীর অর্ধগলিত মরদেহ

জুলাই যোদ্ধা ও শহীদদের কাছে আমি আজীবন কৃতজ্ঞ : নুরুদ্দিন আহাম্মেদ অপু

বিশ্বমঞ্চে জামদানিতে মিথিলার চমক

গণতন্ত্র চাইলে ‘মব ভায়োলেন্স’ থেকে সরে আসতে হবে : ফখরুল

মঞ্চে মোদিকে পা ছুঁয়ে প্রণাম করলেন ঐশ্বরিয়া

হেফাজতে থাকা আসামির বক্তব্য প্রচারের ব্যাখ্যা দিলেন আরএমপি কমিশনার

ফের বাড়ল স্বর্ণের দাম, বিক্রিও চড়া

১০

মুশফিককে প্রশংসায় ভাসিয়ে যা বললেন দুবারের বিশ্বকাপজয়ী পন্টিং

১১

জকসু নির্বাচন / শহীদ সাজিদের কবর জিয়ারত করল ছাত্রদল সমর্থিত প্যানেল

১২

জকসু উপলক্ষে ৯ ডিসেম্বর থেকে বন্ধ থাকবে উন্মুক্ত লাইব্রেরি

১৩

ভাঙল শতরানের জুটি, শততম টেস্টে হাসল মুশফিকের ব্যাট

১৪

যে কারণে বাংলাদেশের পরবর্তী ম্যাচ খেলতে পারবেন না রাকিব-তপু

১৫

আজ বিশ্ব পুরুষ দিবস

১৬

দীনেশ চন্দ্র পালের আত্মার চিরশান্তি কামনায় প্রার্থনা সভা

১৭

একটানে জালে উঠল ২০০ মণ ইলিশ

১৮

এত বড় তারকা হয়েও হামজার মধ্যে বিন্দুমাত্র অহংকার নেই : পাপ্পু

১৯

ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন যেভাবে

২০
X