বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করবেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট কর্নেল (অব.) অলি আহমদ।
রোববার (১৮ মে) সন্ধ্যায় রাজধানীর গুলশানে খালেদা জিয়ার বাসভবন ফিরোজায় যাবেন তিনি।
এলডিপির যুগ্ম মহাসচিব সালাহউদ্দিন রাজ্জাক কালবেলাকে এ তথ্য জানিয়েছেন।
সাক্ষাৎকালে দেশের রাজনৈতিক পরিস্থিতি ও সাম্প্রতিক নানা বিষয় নিয়ে আলোচনা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। বিভিন্ন পক্ষের নানা দাবির প্রেক্ষিতে রাজনৈতিক পরিস্থিতি বর্তমানে অস্থিতিশীল হয়ে উঠেছে।
লন্ডনে ৪ মাস চিকিৎসা শেষ গত ৬ মে দেশে ফিরেছেন খালেদা জিয়া।
মন্তব্য করুন