কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৮ মে ২০২৫, ০৪:০৪ পিএম
আপডেট : ১৮ মে ২০২৫, ০৪:০৮ পিএম
অনলাইন সংস্করণ

সময়মতো নির্বাচন দেওয়া না হলে মাঠে নামবোই : ফারুক

জাতীয় প্রেস ক্লাবে নবীন দলের উদ্যোগে দ্রুত জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবিতে এক আলোচনা সভায় কথা বলেন জয়নুল আবদিন ফারুক। ছবি : কালবেলা
জাতীয় প্রেস ক্লাবে নবীন দলের উদ্যোগে দ্রুত জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবিতে এক আলোচনা সভায় কথা বলেন জয়নুল আবদিন ফারুক। ছবি : কালবেলা

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য জয়নুল আবদিন ফারুক বলেছেন, নির্বাচনের জন্য আমরা মাঠে নামবোই, যদি সময়মতো নির্বাচন দেওয়া না হয়।

রোববার (১৮ মে) জাতীয় প্রেস ক্লাবে নবীন দলের উদ্যোগে দ্রুত জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবিতে এক আলোচনা সভায় এ কথা বলেন তিনি।

ফারুক বলেন, এদেশে একটা জিনিস স্পষ্ট হয়ে গেছে, এই সরকার নয় মাসে পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেনি। যে অধিকার, দাবির জন্য আমরা রাজপথে লড়াই করেছি শেখ হাসিনার বিরুদ্ধে, সবাই ঐক্যবদ্ধভাবে আন্দোলন করে জুলাই গণঅভ্যুত্থান ঘটিয়েছি, সফলতা অর্জন করেছি, সেই সফলতাকে ম্লান করে দিয়েছে সরকার।

সরকারের উদ্দেশে তিনি বলেন, আপনার কাছে পাওয়ার কিছুই নেই। সংসদ সদস্য, ঠিকাদারি, লুটের টাকার ভাগ চাই না। আমরা একটা জিনিসই চেয়েছি, দ্রুততম সময়ে একটি অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন। যারা শেখ হাসিনার আমলে রক্ত দিয়েছে, জেল খেটেছে, বেগম খালেদা জিয়া বিনা অপরাধে জেল খেটেছেন, আমাদের সবার দাবি- এ দেশের মানুষের জন্য সুষ্ঠু ও গ্রহণযোগ্য একটি নির্বাচন। এ জন্য দেশের জনগণ আপনাকে (ড. ইউনূস) সরকারে বসিয়েছে।

তিনি বলেন, কোন দিন নির্বাচন দিবেন তা বলে দিতে অসুবিধা কোথায়? আমার মনে হয়, সরকার নির্বাচন দিতে বিলম্ব করছে কারও কারও শক্তি-সমর্থন জোগাড় করার জন্য। এসব টালবাহানা এদেশে চলবে না। আমরা ভেসে আসি নাই।

সাবেক বিরোধীদলীয় এই চিপ হুইপ বলেন, আমাদের নেতা তারেক রহমান আমাদের ধৈর্য ধরতে বলেছেন, তাই আমরা ধৈর্য ধরে আছি। কিন্তু এই ধৈর্যের ফল যদি হয় নির্বাচন বিলম্বিত, তাহলে সেই ধৈর্যের বাঁধ আমরা ভেঙে ফেলব। মহাসচিবসহ স্থায়ী কমিটির সদস্যরা তখন যদি আমাদের থামতে বলেন, আমরা থামব না। নির্বাচনের জন্য আমরা মাঠে নামবোই, যদি সময়মতো নির্বাচন দেওয়া না হয়।

তিনি বলেন, গতকাল মিডিয়াতে দেখলাম দেশ থেকে ৯০ হাজার কোটি টাকা বিদেশে পাচার হয়েছে। এখনতো হাসিনা নাই এগুলো কে পাচার করল। আমরা তো প্রতিদিনই বলি হাসিনার দোসরদের আইনের আওতায় হোক।

প্রধান উপদেষ্টার উদ্দেশে জয়নুল আবদিন ফারুক বলেন, আপনি একজন সম্মানিত ব্যক্তি। বিশ্বের দরবারে সম্মান অর্জন করেছেন। বাংলাদেশের মানুষ আপনাকে আপনজন ভেবে সরকারে বসিয়েছে। দেশের জনগণের সম্মানের ক্ষেত্রে আপনাকে এখনই এই মুহূর্তে নির্বাচনের তপশিল ঘোষণা করতে হবে।

সংগঠনের সভাপতি হুমায়ূন আহমেদ তালুকদার এর সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য দেন বিএনপির যুগ্ম মহাসচিব আব্দুস সালাম আজাদ, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহবায়ক কমিটির সদস্য আরিফা সুলতানা রুমা প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্থলপথে বাংলাদেশি পণ্যে ভারতের নিষেধাজ্ঞা কেন? যা বলছে জিটিআরআই

টাঙ্গাইলে কৃষক হত্যায় মা-মেয়ের যাবজ্জীবন

স্বাধীন সাংবাদিকতা নিশ্চিতে সুরক্ষা দরকার : প্রেস কাউন্সিল চেয়ারম্যান

দাবি আদায়ে বড়পুকুরিয়া কয়লা খনি শ্রমিকদের ব্যতিক্রমী প্রতিবাদ

রাত ১টার মধ্যে ১০ জেলায় ঝড়ের শঙ্কা

রাজনীতিতে আর কামব্যাক করব না : হিরো আলম

কৃষক দল নেতা জসিমের অব্যাহতি আদেশ প্রত্যাহার

শাহবাগ মোড় অবরোধ ছাত্রদলের

সন্তানকে পুলিশে দিয়ে বিএনপি নেতার আবেগঘন পোস্ট

এবার পর্দার ফজিলাতুন্নেছা মুজিবকে গ্রেপ্তারের ট্রল

১০

আম পাড়াকে কেন্দ্র প্রতিপক্ষের হামলায় মাদ্রাসার শিক্ষক নিহত

১১

যে কারণে থাইল্যান্ড যাচ্ছিলেন নুসরাত ফারিয়া

১২

‘জগত মঞ্চ’ নিয়ে ফিরেছে পিয়ালে আহত ‘অড সিগনেচার’

১৩

শাহজালাল মাজারে ওরস শুরু, বন্ধ নাচ-গান

১৪

সমকামিতা-ট্রান্সজেন্ডার প্রশ্রয়ের প্রশ্নই আসে না : সারজিস আলম

১৫

প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে আয়মান সাদিকের অনুপ্রেরণামূলক সেশন

১৬

দেশীয় ইলেকট্রনিক্স শিল্পে এক নতুন মাত্রা যোগ করেছে মিনিস্টার ইলেকট্রনিক্স

১৭

নুসরাত ফারিয়াকে গ্রেপ্তারের ‘যৌক্তিকতা’ নিয়ে প্রশ্ন এনসিপি নেতার

১৮

যমুনা ঘেরাওয়ের হুঁশিয়ারি ছাত্রদলের 

১৯

খালেদা জিয়াকে হয়রানিতে দুদকের সাবেক ৩ চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা

২০
X