কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ৩০ আগস্ট ২০২৩, ১০:১৫ পিএম
অনলাইন সংস্করণ

সরকারের পতনের মধ্য দিয়ে গুম-খুনের বিচার হবে : টুকু

রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ‘আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস’ উপলক্ষে এক মানববন্ধন কর্মসূচিতে কথা বলেন যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু। ছবি : কালবেলা
রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ‘আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস’ উপলক্ষে এক মানববন্ধন কর্মসূচিতে কথা বলেন যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু। ছবি : কালবেলা

আওয়ামী লীগ সরকারের পতনের মধ্য দিয়ে গুম-খুনের বিচার হবে বলে মন্তব্য করেছেন জাতীয়তাবাদী যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু।

বুধবার (৩০ আগস্ট) বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ‘আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস’ উপলক্ষে এক মানববন্ধন কর্মসূচিতে এ মন্তব্য করেন তিনি। গুম হওয়া নেতা-কর্মীদের সন্ধান দাবিতে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির যৌথ উদ্যোগে এই মানববন্ধন হয়।

যুবদল সভাপতি বলেন, রাষ্ট্রীয় বাহিনী দিয়ে বিএনপির নেতা-কর্মীদের গুম করা হচ্ছে, খুন করা হচ্ছে। আমরা বলতে চাই, এই রাষ্ট্রীয় বাহিনী দিয়ে যারা রাষ্ট্রের জনগণের সাথে অন্যায় করছে, তাদের বিচার এই বাংলার মাটিতে হবে।

তিনি বলেন, বাংলাদেশের জনগণকে সাথে নিয়ে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে একদফার আন্দোলন চলছে। এই অনাচার-অবিচার, গুম-খুনের বিচার এই সরকারের পতনের মধ্যে দিয়ে হবে ইনশাআল্লাহ।

ক্ষমতাসীনদের উদ্দেশে টুকু বলেন, আমাদের নেতাকর্মীদের ওপর অন্যায়-অবিচার-অত্যাচার করছেন, গ্রেপ্তার করছেন। এসব করে কোনো কাজ হবে না, আন্দোলন চলবেই। আন্দোলনের মাধ্যমেই আপনাদের পতন ঘটবে।

ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমানের সভাপতিত্বে এবং সদস্য সচিব আমিনুল হকের সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য দেন দলের স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। মানববন্ধনে আরও বক্তব্য দেন- বিএনপির বরকতউল্লাহ বুলু, আবদুস সালাম, রুহুল কবির রিজভী, আবদুস সালাম আজাদ, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, মীর সরফত আলী সপু, আনিসুর রহমান তালুকদার খোকন, স্বেচ্ছাসেবক দলের এসএম জিলানি, কৃষক দলের হাসান জাফির তুহিন, ছাত্রদলের রাশেদ ইকবাল খান প্রমুখ নেতৃবৃন্দ।

কর্মসূচিতে বিএনপির কেন্দ্রীয় নেতা মফিকুল হাসান তৃপ্তি, বজলুল করিম চৌধুরী আবেদ, আবু সাঈদ, হাসান মামুন, আকরামুল হাসান, ইকবাল হোসেন শ্যামল, ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ম আহবায়ক আব্দুস সাত্তার, সাইফুল ইসলাম, সম্মিলিত পেশাজীবী পরিষদের অধ্যাপক ডা. জাহিদ হোসেন, কাদের গণি চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম, অধ্যাপক লুৎফর রহমান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের অধ্যাপক মো. শামসুল আলম, অধ্যাপক মো. নুরুল ইসলাম, কৃষক দল নেতা ইঞ্জিনিয়ার টিএস আইয়ুব, স্বেচ্ছাসেবক দলের রাজিব আহসান, নাজমুল হাসান, ডা. জাহেদুল কবির জাহিদ, সরদার মো. নুরুজ্জামান, হারুনুর রশিদ, সাবেক স্বেচ্ছাসেবক দল নেতা আনু মো. শামীম আজাদ, মোকছেদ আলম, যুবদলের মামুন হাসান, নুরুল ইসলাম নয়ন, জাভেদ হাসান স্বাধীন, মিয়া মোহাম্মদ রাসেল, শাহ নাসিরুদ্দীন রুমন, করিম সরকার, গিয়াস উদ্দীন মামুন, ছাত্রদলের সাইফ মাহমুদ জুয়েল, রাকিবুল ইসলাম রাকিবসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

ঘটনাপ্রবাহ: বিএনপির আন্দোলন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ম্যানসিটি ছাড়ছেন আর্জেন্টিনার ‘নতুন মেসি’

‘৫১ লাখ টাকার স্টেডিয়াম ১৪ কোটিতে করার অনুমোদন’, কী ব্যাখ্যা দিলেন সচিব

জনপ্রিয় ব্রিটিশ পত্রিকায় বাংলাদেশ নারী দলের প্রশংসা

ইউআরপি ও ডিএলআর মডিউল প্রস্তুত / মালয়েশিয়ায় শ্রমিক যাবে শূন্য অভিবাসন ব্যয়ে

রাশিয়া শক্তিশালী, এটা মেনে নিতেই হবে : ট্রাম্প

ময়মনসিংহ থেকে বাস চলাচল শুরু, ভাঙচুরের ঘটনায় কমিটি

আইপিএলে ভালো করলেও ভারত দলে জায়গা নিশ্চিত নয়

ফেব্রুয়ারির কত তারিখে রোজা শুরু হতে পারে 

দুই শিক্ষককে প্রাণনাশের হুমকি প্রদানের ঘটনায় আহমাদুল্লাহর উদ্বেগ

সরকারি কর্মচারীরা দাফনের জন্য পাবেন টাকা

১০

দেড় যুগেও নির্মাণ হয়নি জহির রায়হান মিলনায়তন

১১

দুই সাংবাদিকের বিরুদ্ধে মামলা, দুই উপদেষ্টাকে স্মারকলিপি

১২

৫ অভ্যাসে বার্ধক্যেও ভালো থাকবে হৎপিণ্ড

১৩

অনশন প্রত্যাহার করল বেরোবি শিক্ষার্থীরা

১৪

‘ভুল চিকিৎসায়’ একদিনে দুই শিশুর মৃত্যু

১৫

সরকারি কর্মচারীদের জন্য সুখবর

১৬

কাভার্ডভ্যানের চাপায় মা-মেয়ের মৃত্যু

১৭

মাস্ক পরে হাসপাতালে দীপু মনি

১৮

ছাত্র সংসদের দাবিতে ‘আমরণ অনশন’ ঘিরে বিভক্ত বেরোবির শিক্ষার্থীরা

১৯

বন্ধুত্ব চাইলে সীমান্ত হত্যা বন্ধ করুন : লায়ন ফারুক

২০
X