কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৭ জুন ২০২৫, ০৫:৩০ এএম
অনলাইন সংস্করণ

ভোটের জন্য মানুষ মুখিয়ে আছে : মোস্তফা জামান 

রাজধানীতে দোয়া ও খাবার বিতরণ অনুষ্ঠানে বক্তব্য দেন মো. মোস্তফা জামান। ছবি : কালবেলা
রাজধানীতে দোয়া ও খাবার বিতরণ অনুষ্ঠানে বক্তব্য দেন মো. মোস্তফা জামান। ছবি : কালবেলা

ভোটের জন্য দেশের মানুষ মুখিয়ে আছে বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মো. মোস্তফা জামান।

সোমবার (১৬ জুন) সন্ধ্যায় রাজধানীর দক্ষিণখানের আজমপুর কাঁচা বাজার মাজার রোডে বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় এক দোয়া ও খাবার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

এসময় মোস্তফা জামান বলেন, বাংলাদেশের মানুষ গত ১৫ বছর স্বৈরাচার সরকারের সময়ে ভোট দিতে পারেনি। পরিবর্তিত পরিস্থিতিতে মানুষ এখন একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে ভোট দেওয়ার প্রহর গুনছে।

তিনি বলেন, গণতন্ত্রের স্বার্থে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। কারণ, আমাদের টার্গেট একটি সুন্দর বাংলাদেশ গড়া। বিএনপি জনগণের ভোটে রাষ্ট্রীয় ক্ষমতায় এলে শেখ হাসিনাসহ তাদের দোসরদের বিচার করা হবে।

এ সময় দলীয় নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে ঢাকা মহানগর উত্তর বিএনপির এই সদস্য সচিব বলেন, দলে কোনো অনুপ্রবেশকারীর স্থান নেই। বিএনপির নাম নিয়ে কেউ যেন চাঁদাবাজি করতে না পারে, সেদিকে সবাইকে খেয়াল রাখতে হবে।

মোস্তফা জামান বলেন, দলীয় মনোনয়ন পেলে এবং এমপি নির্বাচিত হলে ইনশাআল্লাহ ঢাকা- ১৮ আসনে কোনো চাঁদাবাজি ও দখলবাজি থাকবে না। জনগণের ভোটে বিএনপি ক্ষমতায় এলে তারেক রহমানের নেতৃত্বে আগামীর বাংলাদেশকে আধুনিক বাংলাদেশ হিসেবে গড়ে তোলা হবে। যেখানে কোনো সন্ত্রাস থাকবে না, চাঁদাবাজ থাকবে না, বিশেষ করে মাদকের কোনো দৌরাত্ম্য থাকবে না।

তিনি বলেন, জাতিকে অধিকার আদায় ও আলোর পথ দেখিয়েছেন শহীদ জিয়া। মাথা উঁচু করে জাতিকে নিজের অধিকার আদায় করতে শিখিয়েছেন। সমগ্র জাতিকে নিয়ে এসেছিলেন উন্নয়ন ও উৎপাদনের রাজনীতিতে, দেখিয়েছেন আলোর পথ। সে কারণে দল-মতের ঊর্ধ্বে সবার কাছেই জনপ্রিয় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান।

তিনি আরও বলেন, জিয়াউর রহমান দেশের ক্রান্তিকালে জাতিকে নেতৃত্ব দিয়েছিলেন এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। তার আদর্শকে ধারণ করে দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের অঙ্গীকার ব্যক্ত করেন মহানগর উত্তর বিএনপির এই শীর্ষ নেতা।

দক্ষিণখান থানা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক হেলাল তালুকদারের সভাপতিত্বে ও থানা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম এর আয়োজনে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক এবিএমএ রাজ্জাক, মুহাম্মদ আফাজ উদ্দিন প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে ইসির বৈঠক অনুষ্ঠিত

পল্লবীতে শহীদ মিরাজ ও শুভর পরিবারের পাশে আমিনুল হক

ইরানে সরকারবিরোধী বিক্ষোভ, শতাধিক কর্মকর্তাকে হত্যা

‘হলফনামা ঠিকমতো যাচাই হলে শেখ হাসিনার প্রার্থিতা বাতিল হতো’

গোল্ডেন গ্লোবসের মনোনয়ন ঘোষণা

গণভোটের ব্যাপক প্রচারণা চালাতে নানা পদক্ষেপ ইসির

গণভোটে ‘হ্যাঁ’র পক্ষে প্রচারণা চালাবে সরকার : প্রেস সচিব

৫৭ জনকে নিয়োগে দেবে বিমান বাংলাদেশ

এইচএসসি পাসেই চাকরি দিচ্ছে লাজ ফার্মা

মনোনয়ন বৈধ হওয়ার খবরে যা বলেলন মান্না

১০

মিনিস্টার গ্রুপের কর্মকর্তার মৃত্যুতে ২০ কোটি টাকা ক্ষতিপূরণ কেন নয় : হাইকোর্টের রুল

১১

জোহরান মামদানির ওপর চড়াও ভারত সরকার

১২

বহিষ্কৃত ৮ নেতাকে ফেরাল বিএনপি

১৩

ফসলি জমি কেটে খাল খনন

১৪

ফুসফুসের স্বাস্থ্য ভালো রাখার জন্য যেসব খাবার খাবেন

১৫

বিএনপির এক নেতা বহিষ্কার

১৬

শান্ত-ওয়াসিমের ব্যাটে রাজশাহীর কাছে পাত্তাই পেল না রংপুর

১৭

পরিবারসহ ইরানি পররাষ্ট্রমন্ত্রীর পালানোর গুঞ্জন, বিক্ষোভে নতুন মাত্রা

১৮

সরকার কোনো দলকে বাড়তি সুবিধা দিচ্ছে না : প্রেস সচিব

১৯

বিক্ষোভে উত্তাল ইরান, ইসরায়েলে হাই অ্যালার্ট জারি

২০
X