কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৬ আগস্ট ২০২৫, ০৪:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

‘জুলাই ঘোষণাপত্র’ নতুন গণতান্ত্রিক বাংলাদেশ উপহার দেবে, প্রত্যাশা লায়ন ফারুকের

লায়ন মো. ফারুক রহমান। ছবি : সংগৃহীত
লায়ন মো. ফারুক রহমান। ছবি : সংগৃহীত

জুলাই ঘোষণাপত্রকে স্বাগত জানিয়ে ন্যাশনাল লেবার পার্টির চেয়ারম্যান ও ১২ দলীয় জোটের অন্যতম শীর্ষ নেতা লায়ন মো. ফারুক রহমান বলেছেন, ‘আমরা বিশ্বাস করি, এই ঘোষণাপত্রে রাজনৈতিক দলগুলো যে অঙ্গীকার করেছে, তা পালনের মধ্য দিয়ে রাষ্ট্র এক নতুন গণতান্ত্রিক বাংলাদেশে রূপান্তরের কাজ শুরু হবে। সুযোগ সৃষ্টি হবে একটি সাম্য, মানবিক মূল্যবোধ ও ন্যায়বিচারের ভিত্তিতে সত্যিকারের প্রগতিশীল সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের।’

বুধবার (৬ আগস্ট) দুপুরে এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন। অন্তর্বর্তী সরকারের ‘জুলাই ঘোষণাপত্র’ প্রকাশের বিষয়ে প্রতিক্রিয়া জানাতে গণমাধ্যমে এই বিবৃতি দেন তিনি।

ন্যাশনাল লেবার পার্টির দলীয় মুখপাত্র শরীফুল আলমের পাঠানো বিবৃতিতে দলটির চেয়ারম্যান লায়ন ফারুক বলেন, ‘২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার স্বতঃস্ফূর্ত আন্দোলনের মধ্যে ফ্যাসিস্ট হাসিনা ৫ আগস্ট পালিয়ে যেতে বাধ্য হন। এই অভ্যুত্থানের ফলে মানুষের মনে নতুন আশার সঞ্চার হয়, আবারও সৃষ্টি হয় এক নতুন গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের সুযোগ।’

তিনি বলেন, ‘স্বৈরাচারের পতনের পর ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার ধ্বংসপ্রাপ্ত রাজনৈতিক কাঠামো ও অর্থনৈতিক কাঠামোকে নতুন করে গড়ে তোলার লক্ষ্যে সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে রাষ্ট্র ব্যবস্থা সংস্কারের কাজ শুরু করে। এরই ধারাবাহিকতায় গতকাল (৫ আগস্ট) প্রফেসর ইউনূস জুলাই ঘোষণাপত্র ঘোষণা করেন।’

গণঅভ্যুত্থানে যেসব রাজনৈতিক দল, ছাত্র, কৃষক, শ্রমিক অংশ নিয়েছেন, যারা শহীদ হয়েছেন, আহত হয়েছেন, পঙ্গু হয়েছেন, তাদের সবার প্রতি সহানুভূতি ও আন্তরিক কৃতজ্ঞতা জানান লায়ন ফারুক। একইসঙ্গে শহীদ পরিবারের পুনর্বাসন ও আহতদের সুচিকিৎসার ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি। প্রধান উপদেষ্টা ২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে অর্থাৎ রমজান মাস শুরুর আগে নির্বাচন অনুষ্ঠানের জন্য নির্বাচন কমিশনকে চিঠি দেওয়ার যে ঘোষণা দিয়েছেন, তাকে স্বাগত জানান লায়ন ফারুক। তিনি বলেন, ‘ন্যাশনাল লেবার পার্টি মনে করে, এই ঐতিহাসিক ঘোষণা বাংলাদেশে রাজনৈতিক অচলাবস্থা কাটিয়ে উঠতে এবং গণতন্ত্রে উত্তরণের পথকে সুগম করবে।’

লায়ন ফারুক আরও বলেন, ‘ন্যাশনাল লেবার পার্টি আরও মনে করে, এই নির্বাচন সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ ও সবার কাছে গ্রহণযোগ্য করার জন্য সরকার ও নির্বাচন কমিশন সব ব্যবস্থা গ্রহণ করবেন।’

নির্বাচনকে সফল করে গণতন্ত্রকে প্রতিষ্ঠানিক রূপ দেওয়া এবং একটি কার্যকরী জাতীয় সংসদ গঠনের জন্য সব রাজনৈতিক দল ও জনগণের প্রতি উদাত্ত আহ্বান জানান লায়ন ফারুক।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আলভারেজ নৈপুন্যে অ্যাথলেটিকোর মাঠে বিধ্বস্ত রিয়াল

বিইউবিটিতে বিএপিএস ন্যাশনাল প্রোগ্রামিং ক্যাম্প সম্পন্ন

প্রিমিয়ার লিগে সিটির বড় জয়, চেলসি-লিভারপুলের হার

ময়লা ছিটিয়ে পরিষ্কার অভিযান, ভিডিও ভাইরাল

নেছারাবাদে স্বেচ্ছাসেবক দলের আয়োজনে ফ্রি মেডিকেল ক্যাম্প

ভ্যাপসা গরমসহ ১২০ ঘণ্টার পূর্বাভাস দিল আবহাওয়া অফিস

শিক্ষার মানোন্নয়নে ইউসিটিসির সিন্ডিকেট সভা অনুষ্ঠিত

সৌদির কাছে পরমাণু অস্ত্র বিক্রি করছে পাকিস্তান?

বরিশাল বিভাগে বাড়ছে ডেঙ্গু আক্রান্ত, হটস্পট বরগুনা

তিন উপজেলার ৪৬ পূজামণ্ডপে খালেদা জিয়ার অনুদান

১০

ভারতের কাছে হেরে শিরোপা হাতছাড়া বাংলাদেশের

১১

মনিরামপুরে বিশ্ব পর্যটন দিবস উদযাপন

১২

নিজেদেরই এক অঙ্গরাজ্যে সেনা পাঠানোর ঘোষণা দিলেন ট্রাম্প

১৩

এস আলমের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই : ফখরুল 

১৪

কত পর্যবেক্ষক সংস্থাকে নিবন্ধন দেওয়া হচ্ছে, জানাল ইসি

১৫

ডাকসুতে অনিয়মের অভিযোগ, যা বলছেন সাদা দলের রিটার্নিং অফিসাররা

১৬

৮ দফা দাবিতে ট্রেন আটকে দিল আন্দোলনকারীরা

১৭

জুবিনের মৃত্যুর রহস্য ঘিরে ধোঁয়াশা, সরকারের কাছে যে দাবি জানালেন পাপন

১৮

পূজার ডিউটি শেষে বাড়ি ফেরার পথে ভিডিপি সদস্য খুন

১৯

আবারও ম্যানইউর ভরাডুবি

২০
X