মালয়েশিয়ার একটি হাসপাতালে এক সপ্তাহের চিকিৎসা শেষে দেশে ফেরেন বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইচ চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। আর দেশে ফেরার খবর পেয়ে কায়কোবাদের সঙ্গে দেখা করতে কুমিল্লা মুরাদনগর থেকে আগত ৪/৫শ নেতাকর্মীরা বুধবার (১৭ সেপ্টেম্বর) রাতে খিলগাঁওয়ের বাসভবনের সামনে ভিড় করেন। এ সময় অনেক সিনিয়র নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এসময় নেতাকর্মীদের উদ্দেশ্যে কায়কোবাদ বলেন, মুরাদনগরের গরিব মানুষের যে ভালোবাসা আমি পেয়েছি তা আমি কোনো দিন ভুলতে পারব না।
তিনি আরও বলেন আল্লাহ পাকের শুকরিয়া আদায় করে ও শেষ করতে পারব না আল্লাহ যদি আমাকে তৌফিক দেন সারা জীবন সেজদায় পড়ে থাকব।
এত বড় কঠিন মামলা থেকে আল্লাহ আমাকে বাঁচিয়েছেন যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছিল সেই মামলা থেকে মুক্তি পেতে আমাকে কোর্টে যেতে হয়নি আল্লাহপাক আমাকে সব মুসিবত থেকে রক্ষা করেছেন।
যেমনিভাবে বাংলাদেশ থেকে যাওয়ার রাস্তা আল্লাহ পাক আমাকে করে দিয়েছিলেন তেমনিভাবে বাংলাদেশে আসার রাস্তাও আল্লাহপাক আমাকে করে দিয়েছেন। দেশের বর্তমান অবস্থা বেশি ভালো না, একমাত্র আল্লাহর রহমত দয়া ছাড়া এই অবস্থা থেকে মুক্তি পাওয়া সম্ভব নয়,তাই বেশি বেশি আল্লাহ কাছে শুকরিয়া আদায় করবেন। বাংলাদেশের রাজনৈতিক অবস্থান এভাবেই পরিবর্তন হবে কেউ চিন্তা করতে পারেনি মানুষ যা চিন্তা করতে পারে না আল্লাহ পাক তাই করেন।
তিনি আরও বলেন, ভাইয়েরা আমার আপনারা কখনো চিন্তা করতে পেরেছিলেন যে আমি বাংলাদেশে এসে আপনাদের সাথে মন ভরে কথা বলতে পারব এই তৌফিক কে দিয়েছেন, আল্লাহ। তাই আল্লাহর শুকরিয়া আদায় করি সবসময়। আগামী নির্বাচন যেন সুষ্ঠু সুন্দরভাবে হয়, এমন একটা নির্বাচন যেন হয় যা বাংলাদেশের মানুষ মনে রাখবে।
এসময় মুরাদনগর উপজেলা বিএনপির আহ্বায়ক মহিউদ্দিন অঞ্জন, সাবেক কুমিল্লা জেলা ছাত্রদলের সভাপতি চৌধুরী রকিবুল হক শিপন, যুগ্ম আহ্বায়ক মুরাদনগর উপজেলা বিএনপির ফারুক সরকার মজিব, আব্দুল আজিজ মোল্লা, মুরাদনগর বিএনপি উপজেলা আহ্বায়ক কমিটি সদস্য সোহেল আহমেদ বাবু, যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা, স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ন আহ্বায়ক ফারুক আহমেদ বাদশা, ১০ নং যাত্রাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি হাবিব মাষ্টার, ১৪ নং নবীপুর ইউনিয়নের সভাপতি রুহুল আমিন তুহিন, যাত্রাপুরের সাধারণ সম্পাদক মির্জা আবুল হাসেম, ১৫ নং নবীপুর পশ্চিম ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হেদায়েত হোসেন, কুমিল্লা উত্তর জেলা পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক বাবু দুলাল দেবনাথসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন