কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২৫, ১২:০৩ এএম
আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২৫, ০৮:১২ এএম
অনলাইন সংস্করণ

জোটগতভাবে প্রার্থী তালিকা প্রণয়নের উদ্যোগ গণতন্ত্র মঞ্চের

রাজধানীর সেগুনবাগিচায় নাগরিক ঐক্যের কেন্দ্রীয় কার্যালয়ে মিত্র গণতন্ত্র মঞ্চের জরুরি সভা। ছবি : কালবেলা
রাজধানীর সেগুনবাগিচায় নাগরিক ঐক্যের কেন্দ্রীয় কার্যালয়ে মিত্র গণতন্ত্র মঞ্চের জরুরি সভা। ছবি : কালবেলা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে জোটের প্রার্থী তালিকা প্রণয়নের উদ্যোগ নিয়েছে ফ্যাসিবাদবিরোধী যুগপৎ আন্দোলনের মিত্র গণতন্ত্র মঞ্চ। শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর সেগুনবাগিচায় নাগরিক ঐক্যের কেন্দ্রীয় কার্যালয়ে মঞ্চের পরিচালনা পরিষদের এক জরুরি সভায় এই সিদ্ধান্ত হয়েছে।

সিদ্ধান্ত অনুযায়ী, গণতন্ত্র মঞ্চের ছয়টি দল তাদের নিজেদের প্রার্থী তালিকা তৈরি করে আগামী ৪ অক্টোবর অনুষ্ঠেয় মঞ্চের সভায় জোটগতভাবে প্রার্থীদের প্রাথমিক বাছাইপর্ব সম্পন্ন করবে।

জানা গেছে, মঞ্চের সেই প্রার্থী তালিকা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠকের মধ্য দিয়ে বিএনপিকে দিতে চায় ছয় দলীয় এই জোট। সম্প্রতি গণতন্ত্র মঞ্চের কাছে প্রার্থী তালিকা চেয়েছে বিএনপি।

ভাসানী জনশক্তি পার্টির চেয়ারম্যান শেখ রফিকুল ইসলাম বাবলুর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না ও সাধারণ সম্পাদক শহীদুল্লাহ কায়সার, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক ও রাজনৈতিক পরিষদের সদস্য আকবর খান, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি ও নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল, রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক অ্যাড. হাসনাত কাইয়ূম ও অর্থ সমন্বয়ক দিদার ভূঁইয়া, জেএসডির সিনিয়র সহসভাপতি তানিয়া রব ও সহসভাপতি সিরাজ মিয়া, ভাসানী জনশক্তি পার্টির মহাসচিব আবু ইউসুফ সেলিম প্রমুখ।

সভায় দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে আলোচনা হয়। মঞ্চের নেতারা দেশের রাজনৈতিক পরিস্থিতি যাতে কোনোভাবেই অস্থিতিশীল না হয়ে ওঠে এবং জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী যাতে সংস্কার বাস্তবায়ন করা যায়, সে বিষয়ে রাজনৈতিক দলগুলোর ভেতরে অধিকতর ঐক্য প্রতিষ্ঠায় গুরুত্ব আরোপ করেন। তারা বলেন, প্রথম পর্যায়ে এনসিপি, গণঅধিকার পরিষদ এবং এবি পার্টির সঙ্গে আলোচনা করা হয়েছে; দ্বিতীয় পর্যায়ে বাম দল ও অন্যান্য ক্রিয়াশীল দলের সঙ্গে আলোচনার মাধ্যমে সমঝোতায় পৌঁছার ব্যাপারে উদ্যোগ নেওয়া হবে।

গণতন্ত্র মঞ্চের নেতারা বলেন, যখন আলাপ-আলোচনার পথ খোলা আছে এবং বিভিন্ন ধরনের রাজনৈতিক অবস্থানের ভিন্নতা সত্ত্বেও অনেক বিষয়ে ঐকমত্যে পৌঁছানো গেছে, তখন আরও কিছু বিষয়ে ঐকমত্যে পৌঁছানো সম্ভব। এমন অবস্থায় কোনো সংঘাতের ভেতর দেশকে ঠেলে না দিয়ে বরং আলাপ-আলোচনার ভেতর দিয়ে ঐক্য প্রতিষ্ঠার মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়নের সর্বজনগ্রাহ্য পথ তৈরি করা সম্ভব।

তারা বলেন, একটি শান্তিপূর্ণ গণতান্ত্রিক উত্তরণ এ মুহূর্তে জনগণের আকাঙ্ক্ষা। তাকে বাস্তবায়ন করাই রাজনৈতিক দলগুলোর লক্ষ্য হওয়া উচিত। এই লক্ষ্যে গণতন্ত্র মঞ্চ তার প্রচেষ্টা আরও জোরদার করবে।

সভায় গণতন্ত্র মঞ্চের পক্ষ থেকে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানানো হয়। সিদ্ধান্ত হয়, গণতন্ত্র মঞ্চ আগামী ২৯ সেপ্টেম্বর বিকেলে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে পূজামণ্ডপ পরিদর্শনের মধ্য দিয়ে মন্দির-মণ্ডপ পরিদর্শন কার্যক্রম শুরু করবে এবং দেশের বিভিন্ন স্থানে পূজামণ্ডপ পরিদর্শন করবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রানার হ্যাটট্রিকও থামাতে পারল না সিলেটকে, শেষ বলে রুদ্ধশ্বাস জয়

এক উপজেলা বিএনপির সব কমিটির কার্যক্রম স্থগিত

ত্রিশাল প্রেস ক্লাবের সভাপতি মুজিব, সম্পাদক নোমান

শ্বশুরবাড়িতে ‘প্রাণিপ্রেমী তারেক রহমান’

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ

চেরকির ঝলকে নটিংহ্যাম ফরেস্টকে হারিয়ে শীর্ষে ম্যান সিটি

‘উৎসবমুখর নির্বাচনে অবৈধ অস্ত্র উদ্ধার ও পেশি শক্তির নিয়ন্ত্রণ জরুরি’

ফিলিস্তিনের পশ্চিম তীরে কারফিউ জারি

জামায়াতের সঙ্গে এনসিপির জোট নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানালেন সামান্তা শারমিন

ইসরায়েলের ওপর ক্ষেপল সোমালিয়া, সব ধরনের ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি

১০

জনতা গ্রুপ-কুয়েত প্রেস ক্লাবের শুভেচ্ছা বিনিময় সভা

১১

লক্ষ্মীপুর-২ আসনে বিএনপির প্রার্থী আবুল খায়েরকে নিয়ে ‘নির্বাচনী ভাবনা’ 

১২

২ ভাইকে কুপিয়ে হত্যা

১৩

ফান্ডের টাকা ফেরত দেওয়া নিয়ে তাসনিম জারার বক্তব্য

১৪

জামায়াতের সঙ্গে জোটে আপত্তি জানিয়ে নাহিদ ইসলামকে এনসিপির ৩০ নেতার চিঠি 

১৫

হত্যাসহ ১০ মামলার আসামি মহিলা আ.লীগ নেত্রী গ্রেপ্তার

১৬

পাগলা মসজিদে এবার পাওয়া গেল ১১ কোটি ৭৮ লাখ টাকা

১৭

বিশ্বসেরা কোচের মঞ্চে পর্তুগালের কোচের পিছনে স্কালোনি

১৮

এনসিপির ৩ শীর্ষ নেত্রীর পোস্ট, জানালেন নতুন তথ্য

১৯

ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ৮ম সমাবর্তন অনুষ্ঠিত

২০
X