শুক্রবার, ৩০ জানুয়ারি ২০২৬, ১৭ মাঘ ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৬ জানুয়ারি ২০২৬, ০৮:০১ পিএম
অনলাইন সংস্করণ

গণমানুষের স্বাস্থ্যসেবায় বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ : ডা. রফিক

বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম। ছবি : কালবেলা
বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম। ছবি : কালবেলা

বিএনপি গণমানুষের কল্যাণ এবং দেশের স্বাস্থ্যসেবা উন্নয়নে সবসময় প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন দলের স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম। তিনি বলেন, দলটি দুর্যোগ ও সংকটের সময়ে মানুষের পাশে দাঁড়াতে সবসময় তৎপর থাকে।

সোমবার (২৬ জানুয়ারি) রাজধানীর কড়াইল বস্তির টিএনটি মাঠে ঢাকা-১৭ আসনে ধানের শীষের প্রার্থী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে বিনামূল্যে বিশেষায়িত সেবা ও ওষুধ বিতরণী অনুষ্ঠানে ডা. রফিক এসব কথা বলেন।

ডা. রফিকুল ইসলাম বলেন, মানুষ যখন ক্ষতিগ্রস্ত হয় তা দুর্যোগ হোক কিংবা অন্য যে কোনো বিপর্যয় বিএনপি তখনই মানুষের পাশে থাকে। আমাদের চেয়ারম্যান সবসময় নেতাকর্মীদের নির্দেশ দেন যেন তারা মানুষের দুঃসময়ে পাশে থাকেন।

তিনি আরও জানান, আজকের মেডিকেল ক্যাম্পে সকাল ১০টা থেকে প্রায় ৫০০’র বেশি রোগীকে চিকিৎসা দেওয়া হয়েছে। বিশেষ করে বয়স্ক ও শিশুদের চিকিৎসাসেবা আন্তরিকভাবে প্রদান করা হয়েছে। রোগীরা এ ধরনের কার্যক্রমে খুবই খুশি। দলটির নেতা কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন এরকম কার্যক্রম যেন কিছুদিন পর পর করা হয় যাতে কড়াইল বস্তিবাসী বিনামূল্যে এসব স্বাস্থ্যসেবা পান।

তিনি আরও বলেন, বিএনপি দেশের উন্নয়ন পরিকল্পনায় স্বাস্থ্যসেবাকে বিশেষ গুরুত্ব দিচ্ছে। চেয়ারপারসন আগেই ঘোষণা করেছেন, জনগণের কাছে সেবা পৌঁছে দিতে বাংলাদেশে ন্যাশনাল হেলথ সার্ভিস (যুক্তরাজ্য মডেল) অনুসরণ করে স্বাস্থ্যব্যবস্থা উন্নয়ন করা হবে।

বিএনপির এই নেতা বলেন, স্বাস্থ্য খাতে যে দুর্নীতি আছে, সেই দুর্নীতিকে রোধ করতে হবে। বিএনপি ওটা নিও কাজ করবে। উপজেলা স্বাস্থ্য ব্যবস্থায় গর্ভকালীন মা ও শিশুর স্বাস্থ্যসেবা কীভাবে নিরাপদ করা যায় এবং পর্যাপ্ত স্বাস্থ্য ব্যবস্থা কীভাবে তৈরি করা যায়, যাতে অন্তত জেলা লেভেলে রেফার করতে না হয় সেই বিষয়ে আমাদের টিম কাজ করছে। এই স্বাস্থ্য ব্যবস্থা উন্নয়নের জন্য আপনাদের সকলের সহযোগিতা দরকার। এরপর সম্ভব হবে এদেশে একটি ভালো স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তোলা। আর তার জন্যে আগামী নির্বাচনে ক্ষমতায় আসাও দরকার। ক্ষমতায় আসার জন্য ধানের শীষে ভোট দিয়ে বিজয় অর্জন করতে হবে।

আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচন প্রসঙ্গে ডা. রফিকুল ইসলাম বলেন, গণতান্ত্রিক ধারাকে রক্ষা ও সুরক্ষার জন্য সকলকে সতর্ক থাকতে হবে। গত ১৭ বছরের আন্দোলনে বহু নেতাকর্মী শহীদ হয়েছেন। তাদের আত্মত্যাগের প্রতি সম্মান জানাতে হলে নির্বাচন অবশ্যই সঠিক ও গ্রহণযোগ্য পদ্ধতিতে হতে হবে।

তিনি অভিযোগ করেন, কিছু মহল বিএনপি ও দলের প্রার্থীদের বিরুদ্ধে কটূক্তি করছে এবং ব্যাকডোর রাজনীতির মাধ্যমে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে। এ ধরনের অপচেষ্টা রুখতে সাংবাদিকসহ দেশবাসীকে সজাগ থাকতে হবে। নির্বাচনে যেন কোনো কারচুপি বা অনিয়ম না হয়, তা নিশ্চিত করা আমাদের সবার দায়িত্ব।

সবাইকে ধৈর্য ও সহনশীলতার সঙ্গে নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, স্বাধীনতা বজায় রেখে সবাই যেন নির্বাচনে অংশ নেয় এবং জনগণের রায় সঠিকভাবে প্রতিফলিত হয় এটাই আমাদের প্রত্যাশা।

ছাত্রদলের সহ-সভাপতি ডা. তৌহিদুর রহমান আউয়ালের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ড্যাব নেতা ডা. তৌহিদুল ইসলাম জন, ডা. মো. ইউনুস আলী, ডা. শরীফুল ইসলাম, ডা. জাহাঙ্গীর হোসেন, ডা. সারজানা সুলতানা, ডা. সজীব, ডা. ইমরান, ডা. প্রিন্স, ডা. মুসা, ডা. সৈকত, ডা. তুষার, ডা. মাহমুদ, ডা. নাফি প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নির্বাচনী প্রচারণায় সহিংসতা বন্ধ করতেই হবে

চাকরিচ্যুত সেই মুয়াজ্জিনের পাশে তারেক রহমান

আ.লীগ থাকলে জামায়াত থাকবে, জামায়াত থাকলে আ.লীগ থাকবে : মাহফুজ আলম

জনসভায় বক্তব্য দেওয়ার সময় অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি বিএনপি প্রার্থী

বগুড়ার জনসভা মঞ্চে তারেক রহমান

বিটিভিতে শুরু হচ্ছে বিনোদনমূলক ম্যাগাজিন অনুষ্ঠান অভিনন্দন

হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ / ‘শঙ্কিত’ সংখ্যালঘুরা ভোটদানে নিরুৎসাহিত হতে পারেন

প্যারাডাইস ল্যান্ড ডেভেলপমেন্ট অ্যান্ড হাউজিং লিমিটেডের আবাসন প্রকল্প ‘আশুলিয়া আরবান সিটি’র শুভ উদ্বোধন

সড়কে ঝরল বিএনপি নেতার প্রাণ

অতীত ভুলে শরীয়তপুরকে আধুনিক জেলা গড়ার অঙ্গীকার নুরুদ্দিন অপুর

১০

মেন্টরশিপ, তৃণমূল সংযোগ ও পারিবারিক বাধা : চ্যালেঞ্জের মুখে নারীর রাজনীতি

১১

শিশির মনিরের প্রচার গাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ

১২

দলের ক্ষুদ্র স্বার্থে উত্তেজনা সৃষ্টি করা উচিত নয় : রবিউল

১৩

চট্টগ্রামে বর্জ্য সংগ্রহে ধীরগতি, ক্ষেপলেন মেয়র

১৪

সিলেটে সাবেক মেয়র গ্রেপ্তার

১৫

৩ শতাধিক স্বেচ্ছা রক্তদাতা পেলেন কোয়ান্টামের সম্মাননা

১৬

বাংলাদেশ ভ্রমণে নাগরিকদের সতর্ক করল যুক্তরাজ্য

১৭

শুটিং দলকে ভারত পাঠানোর ব্যাখাসহ সাংবাদিকদের অ্যাক্রিডিটেশনের বিষয়ে যা জানা গেল

১৮

অধ্যক্ষ-প্রধান শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি, শূন্যপদ ১৩৫৯৯

১৯

তারেক রহমানের বরিশাল সফরের নতুন তারিখ ঘোষণা

২০
X