

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সাক্ষাৎ করেছেন মঙ্গোলিয়ার অনাবাসিক রাষ্ট্রদূত গ্যানবোল্ট তামবাযাও।
শুক্রবার (১২ ডিসেম্বর) সকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কারযালয়ে বেলা ১১টায় রাষ্ট্রদূতের পতাকাবাহী গাড়ি প্রবেশ করে। এ সময় বিএনপি মহাসচিব রাষ্ট্রদূতকে স্বাগত জানান।
বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রাশেদুল হক ও মঙ্গোলিয়া বাংলাদেশের অনারারি কনসাল জেনারেল নাসরিন ফাতেমা আউয়াল উপস্থিত ছিলেন।
সাক্ষাতে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয়াদি নিয়ে খোলামেলা আলোচনা হয়েছে বলে জানিয়েছেন নেতারা।
মন্তব্য করুন