

যশোর জেলা আওয়ামী লীগের উপ-প্রচার ও প্রকাশনাবিষয়ক সম্পাদক লুৎফর কবীর বিজুকে গ্রেপ্তার করেছে যশোর কোতোয়ালি থানা পুলিশ।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) রাত ৩টার দিকে শহরের আরএন রোড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে শুক্রবার দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে যশোর কোতোয়ালি থানার ইন্সপেক্টর (তদন্ত) কাজী বাবুল জানান, বিএনপির গাড়ি পোড়ানোর ঘটনার সঙ্গে লুৎফর কবীর বিজুর সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। প্রাথমিক তদন্তে তার সংশ্লিষ্টতার বিষয়টি উঠে আসায় তাকে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়।
মন্তব্য করুন