

এনসিপির কেন্দ্রীয় সদস্য মো. আরিফুল দাড়িয়ার গোপালগঞ্জ-০৩ (টুঙ্গিপাড়া-কোটালীপাড়া) আসনে দাখিলকৃত মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে।
শনিবার (৩ জানুয়ারি) রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্রে এ তথ্য জানা যায়।
আরিফুল গোপালগঞ্জ জেলার প্রধান সমন্বয়কারীর দায়িত্ব পালন করছেন। তিনি জামায়াতের নেতৃত্বাধীন জোটের প্রার্থী হতে পারেন বলে জানা গেছে।
এনসিপির যুগ্ম মুখ্য সংগঠক আরিফুর রহমান তুহিন জানান, আগ্রাসনবিরোধী আন্দোলনে অন্যতম ভূমিকা রেখেছেন মো. আরিফুল দাড়িয়া। তিনি সীমান্তে হত্যা বন্ধে সরকারের উদ্যোগ গ্রহণের দাবিতে টানা দুই মাস অবস্থান কর্মসূচি পালন করেছেন।
মন্তব্য করুন