কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৮ অক্টোবর ২০২৩, ০৮:৫৩ পিএম
আপডেট : ১৮ অক্টোবর ২০২৩, ০৮:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

এবার আর গদি রক্ষা করা যাবে না : গণতন্ত্র মঞ্চ

জাতীয় প্রেস ক্লাবের সামনে একদফা দাবিতে গণতন্ত্র মঞ্চ আয়োজিত গণসমাবেশ পরবর্তী মিছিল। ছবি : কালবেলা
জাতীয় প্রেস ক্লাবের সামনে একদফা দাবিতে গণতন্ত্র মঞ্চ আয়োজিত গণসমাবেশ পরবর্তী মিছিল। ছবি : কালবেলা

একদফা দাবিতে যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে আগামী ২৮ অক্টোবর ঢাকায় মহাসমাবেশ করবে গণতন্ত্র মঞ্চ। এর আগেই সরকারকে পদত্যাগের আহ্বান জানিয়েছে ছয় দলীয় এই জোট।

জোট নেতারা হুঁশিয়ারি দিয়ে বলেছেন, কোনো হুমকি বা পাহারা বসিয়ে এবার আর গদি রক্ষা করা যাবে না। সম্মানজনক পথে বিদায় নিতে চাইলে অনতিবিলম্বে পদত্যাগের ঘোষণা দিন। অন্যথায় জনগণ ২৮ অক্টোবরের পর সরকারকে গলায় গামছা বেঁধে ক্ষমতা থেকে নামাবে।

বুধবার (১৮ অক্টোবর) বিকেলে জাতীয় প্রেস ক্লাবের সামনে একদফা দাবিতে গণতন্ত্র মঞ্চ আয়োজিত গণসমাবেশে এই হুঁশিয়ারি দেন তারা।

গণসমাবেশে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বিরোধী দলকে হেফাজতের মতো নিশ্চিহ্ন করার হুমকির তীব্র নিন্দা জানিয়েছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না।

তিনি বলেন, এই সরকার এত হত্যা করেছে, এত অত্যাচার করেছে যে- তাদের কারো কারোর বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা দায়ের হয়েছে। এই সরকার একা হয়ে গেছে। তারা আর ক্ষমতায় থাকতে পারবে না।

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, সরকার ক্ষমতা হারানোর আতংক থেকে বিরোধী দলের আন্দোলন দমনে হেফাজতের চেয়ে ভয়াবহ ঘটনা ঘটানোর হুমকি প্রদান করছে। এসব হুমকিতে সরকার তার অবৈধ গদি কোনভাবেই রক্ষা করতে পারবে না।

তিনি বলেন, লুটের টাকা আর অবৈধ ক্ষমতা পাহারা দিয়েও শেষ রক্ষা হবে না। সরকারকে এবার ক্ষমতা ছাড়তেই হবে। শান্তিপূর্ণ আন্দোলনে সরকারের বোধোদয় না হলে প্রয়োজনে গণতান্ত্রিক আন্দোলনের সকল ফর্ম প্রয়োগ করা হবে।

ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলাম বাবলু বলেন, এই ফ্যাসিবাদী সরকার জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে ক্ষমতায় থাকার জন্য কোর্টের দারস্থ হয়েছে। তিনি অবিলম্বে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করার দাবি জনান।

জাতীয় সমাজতান্ত্রিক দল- জেএসডির সিনিয়র সহ-সভাপতি তানিয়া রব বলেন, শেখ হাসিনা সুষ্ঠু ভোট চান না। কারণ উনি ভাল করেই জানেন, সুষ্ঠু ভোট দিলে ক্ষমতায় থাকতে পারবেন না। আওয়ামী লীগ শান্তি সমাবেশের নামে অশান্তি সৃষ্টির সমাবেশ করছে বলে অভিযোগ করেন তিনি।

রাষ্ট্র সংস্কার আন্দোলনের সাংগঠনিক সমন্বয়ক ইমরান ইমন বলেন, দেশে নাগরিক অধিকার নিয়ে বসবাস করার পরিবেশ নেই। এই অবৈধ সরকার ভোটাধিকার হরণ করে অবৈধভাবে ক্ষমতায় রয়েছে।

সভাপতির বক্তব্যে গণসমাবেশ থেকে আগামী ২৮ অক্টোবর ঢাকায় মহাসমাবেশের কর্মসূচি ঘোষণা করেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি। ক্ষমতাসীনদের উদ্দেশে তিনি বলেন, অবিলম্বে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করুন, অন্যথায় গণঅভ্যুত্থানের মুখোমুখী হতে হবে।

গণসমাবেশ শেষে সংক্ষিপ্ত মিছিল শুরু হয়ে সেগুনবাগিচায় গিয়ে শেষ হয়। এতে গণতন্ত্র মঞ্চের নেতারা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২৪-০ গোলে জিতল ঋতুপর্ণারা

ডাকসু নেতার ‘কোটা না সংস্কার’ স্লোগানের বিপরীতে শিক্ষার্থীদের ‘ইউরেনিয়াম, ইউরেনিয়াম’

বাংলাদেশের প্রস্তাবে সাড়া দিল না আয়ারল্যান্ড

জামালপুরের একমাত্র নারী প্রার্থী পূথির মনোনয়ন বৈধ

বিএনপি জনগণের ভোটাধিকার ও গণতান্ত্রিক প্রক্রিয়ায় বিশ্বাস করে : শামা ওবায়েদ

খাদ্য নিরাপত্তা নিশ্চিতে বিজ্ঞান, স্বাস্থ্য ও প্রযুক্তির সমন্বিত কাজ অপরিহার্য : উপদেষ্টা ফরিদা

খোলা জায়গায় প্রস্রাব করায় ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ : সেলিমুজ্জামান

এমপি প্রার্থীর কর্মীকে হত্যা, মরদেহ নিয়ে বিক্ষোভ

প্রাণ গেল নারী-শিশুসহ ৩ জনের

১০

ঢাকায় জার্মান রাষ্ট্রদূতের সম্মানে এএজিইউবি’র সংবর্ধনা, এজিম ও সেমিনার অনুষ্ঠিত

১১

রূপায়ণ হাউজিং এস্টেট লিমিটেডের সেলস কনফারেন্স অনুষ্ঠিত

১২

একুশ শতাব্দীতে যে কীর্তিতে দ্বিতীয় দ্রুততম এমবাপ্পে

১৩

মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল মাদ্রাসা শিক্ষার্থীর

১৪

খালেদা জিয়ার কফিন বহনের সুযোগ পেয়ে যাদের কৃতজ্ঞতা জানালেন রাষ্ট্রদূত মুশফিক

১৫

ডার্বিতে সিটিকে গুঁড়িয়ে দিল ইউনাইটেড! 

১৬

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ২ জনের

১৭

দুর্দান্ত শুরুর পরও জিততে পারল না বাংলাদেশ

১৮

থানায় আগুন, পুড়ল সাংবাদিকের মোটরসাইকেল

১৯

প্রতিবন্ধী ব্যক্তিদের অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে নীতিগত সমন্বয় ও সম্মিলিত উদ্যোগের আহ্বান 

২০
X