আওয়ামী লীগ সরকার বিরোধী কণ্ঠ রোধ করতেই ডিজিটাল নিরাপত্তা আইন করেছে উল্লেখ করে চলতি সংসদেই এ আইন বাতিলের দাবি জানিয়েছে যুগপৎ আন্দোলনের শরিক বাংলাদেশ লেবার পার্টি। বৃহস্পতিবার (৮ জুন) এক বিবৃতিতে দলটির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান এ দাবি জানান।
তিনি বলেন, ডিজিটাল নিরাপত্তা আইনের অপব্যবহার কোনোভাবেই বন্ধ হচ্ছে না। বরং বিরোধী মতকে নিয়ন্ত্রণ করতে এ আইনের অপব্যবহার দিন দিন জ্যামিতিক হারে বাড়ছে। এ আইন রাষ্ট্রের নিরাপত্তার জন্য ব্যবহৃত হচ্ছে না। ব্যবহৃত হচ্ছে সরকারের ও সরকার সমর্থকদের নিরাপত্তার জন্য।
ডা. ইরান বলেন, ডিজিটাল নিরাপত্তা আইনে মধ্যরাতে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হচ্ছে। তাতেই প্রমাণ হয়, এ আইন কোনো স্বাধীন দেশের বা সভ্য সমাজের প্রতিনিধিত্ব করে না। এ আইন সংশোধনের অযোগ্য এবং এটাকে স্থগিত রাখারও কোনো সুযোগ নেই। তাই ডিজিটাল নিরাপত্তা আইন দ্রুত বাতিল করতে হবে।
মন্তব্য করুন