কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১২ জানুয়ারি ২০২৪, ০৭:৪৭ পিএম
আপডেট : ১২ জানুয়ারি ২০২৪, ০৮:০৬ পিএম
অনলাইন সংস্করণ

সরকার দেশকে গভীর সংকটে নিমজ্জিত করেছে : জামায়াত

বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে ছাত্রশিবিরের সাবেক সাথী ও সদস্যদের নিয়ে আয়োজিত শিক্ষাশিবিরে কথা বলেন জামায়াত নেতারা। ছবি : কালবেলা
বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে ছাত্রশিবিরের সাবেক সাথী ও সদস্যদের নিয়ে আয়োজিত শিক্ষাশিবিরে কথা বলেন জামায়াত নেতারা। ছবি : কালবেলা

সরকার দেশকে গভীর সংকটে নিমজ্জিত করেছে। আওয়ামী লীগ দেশের মানুষের ভোট ও ভাতের অধিকার হরণ করেছে। দেশের জনগণ প্রহসনের নির্বাচনে ভোট বর্জন করে আওয়ামী লীগকে চরম তিরস্কার জানিয়েছে। অথচ সরকার জোর করে, একগুয়েমী করে নির্বাচনের নামে তামাশা করে রাষ্ট্র ক্ষমতাকে কুক্ষিগত করে রেখেছে।

শুক্রবার (১২ জানুয়ারি) বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে আয়োজিত ছাত্রশিবিরের সাবেক সাথী ও সদস্যদের নিয়ে শিক্ষাশিবিরে জামায়াত নেতারা এসব কথা বলেন।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম বলেন, নিজ স্বার্থ হাসিলের জন্য সরকার দেশের কর্মকর্তা ও তাদের পরিবারকে বিপদে ফেলছেন। অন্যদিকে গণমাধ্যমে যারা একপেশে সংবাদ পরিবেশন করে তারাও আজ বিদেশিদের স্যাংশনের ভয়ে আছে। এবার চতুর্থদিক থেকে এ অবৈধ সরকারের উপর নিষেধাজ্ঞা আসবে। দায়িত্বপ্রাপ্ত যে কোনো ব্যক্তি ও প্রতিষ্ঠান এবার জবাব দিতে বাধ্য থাকবে।

প্রজাতন্ত্রের কর্মকর্তা ও কর্মচারীদের হুঁশিয়ার করে এ জামায়াত নেতা বলেন, এমতাবস্থায় প্রজাতন্ত্রের কর্মকর্তা ও কর্মচারীদের সচেতন থাকতে হবে। সরকারকে বলবো অবিলম্বে কেয়ারটেকার সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করুন। অন্যথায় জনগণ রাজপথে আন্দোলনের মাধ্যমে আপনাদের ক্ষমতা থেকে নামতে বাধ্য করবে।

মাওলানা আব্দুল হালিম বলেন, ইসলামী আন্দোলনের একজন কর্মী হিসেবে আমাদেরকে আনুগত্যের সর্বোচ্চ নজির স্থাপন করতে হবে। যে কোনো কঠিন পরিস্থিতেও ইকামাতে দ্বীনের কাজে সক্রিয় থেকে ইসলামের বিজয়কে ত্বরান্বিত করতে হবে। জামায়াতে ইসলামীর শীর্ষ নেতৃবৃন্দ ফাঁসির মঞ্চে দাঁড়িয়েও কোনো অপশক্তির সাথে আপস করেননি। জালিমের সকল জুলুমকে উপেক্ষা করে তারা এ দেশে ইসলামের বিজয়কে এগিয়ে নিতে আপ্রাণ প্রচেষ্টা চালিয়েছেন। আমাদেরও কৌশল ও বিনয়ের মাধ্যমে সকল স্থানে সংগঠনকে তুলে ধরতে হবে।

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ বলেন, একজন ঈমানদার হিসেবে দুনিয়ার সুযোগ সুবিধা আমাদের জন্য অগ্রগণ্য না। আমাদের মূল লক্ষ্য হবে আখেরাতে চূড়ান্ত সফলতা। আল্লাহর দেওয়া বিধানের সাথে আমাদের সম্পর্ক যতো মজবুত হবে ইকামতে দ্বীন বিজয়ের কাজ ততো সহজ হয়ে উঠবে। ইসলামী আন্দোলনকে বিজয়ী করতে আমাদের নিজ নিজ কর্মক্ষেত্রেও যোগ্যতার স্বাক্ষর রাখতে হবে। দ্বীনের বিজয়ের জন্য আমাদের দাওয়াতি কাজকে প্রাধান্য দিতে হবে।

সভাপতির বক্তব্যে কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর মো. নূরুল ইসলাম বুলবুল বলেন, ইসলামী আন্দোলনের কর্মী হিসেবে নিজেদের জান্নাতের উপযোগী করার পাশাপাশি এ দেশে ইসলামকে বিজয়ী করার জন্য আল্লাহর শর্তগুলো পূরণে আমাকে ব্যাকুল থাকতে হবে। সংগঠনকে শক্তিশালী ও বিজয়ী আন্দোলনে পরিণত করতে নিজেদের গণমুখি চরিত্রকে উদ্ভাসিত করতে হবে। ঢাকা মহানগরী দক্ষিণকে ইসলামী আন্দোলনের রাজধানীতে পরিণত করতে সামাজিকভাবে প্রতিষ্ঠিতসহ সমাজের সকল শ্রেণি ও পেশার মানুষের কাছে জামায়াতের দাওয়াত পৌঁছাতে হবে।

কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদের সঞ্চালনায় সম্মেলনে আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমীর আবদুস সবুর ফকির ও অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি যথাক্রমে মুহা. দেলাওয়ার হোসেন ও ড. আ মান্নান।

উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্যবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জীবনের দ্বিতীয় অধ্যায় শুরু করলেন তামিম

পেছনের পকেটে মানিব্যাগ রাখেন? অজান্তেই ডেকে আনছেন যে অসুখ

দিনাজপুরে পরিবেশবান্ধব উদ্ভাবন নিয়ে কর্মশালা

মাকে ক্ষুদে বার্তা পাঠিয়ে ধরা পড়লেন চীনা গুপ্তচর

নদীসংলগ্ন নিম্নাঞ্চল প্লাবিত ও ৬ বিভাগে ভারী বৃষ্টির শঙ্কা

সাদাপাথর লুট, এবার তদন্তে মন্ত্রীপরিষদ বিভাগ

মালয়েশিয়া যাচ্ছেন নাহিদ ইসলাম

ছাত্র হত্যা মামলার আসামি ইউএনও রাহুল চন্দ ওএসডি 

ইবনে সিনায় চাকরি, বেতন ছাড়া পাবেন আরও বিভিন্ন সুবিধা

চট্টগ্রামের চকবাজারে ট্রান্সকম ডিজিটালের নতুন শোরুম উদ্বোধন

১০

পুরুষদের নয়, পিতৃতন্ত্রকে অপছন্দ করি : বাঁধন

১১

অনুভূতিহীন তথাকথিত কবি-শিল্পীরা ১৫ আগস্ট শোক জানিয়েছে : রিজভী

১২

সুখবর পেলেন নারীঘটিত কেলেঙ্কারিতে ফেঁসে যাওয়া ক্রিকেটার

১৩

অডিশনের সময়ে বিদ্যা আমাকে গালাগাল করেছিল : বিধু বিনোদ 

১৪

দ্বিতীয় আন্তর্জাতিক ফাইবার ও পলিমার সম্মেলন ২৬ ও ২৭ আগস্ট

১৫

দুধ দিয়ে কফি খাচ্ছেন, এই অভ্যাস ভালো নাকি ক্ষতিকর জানাল গবেষণা

১৬

পর্যটক বাড়াতে বিনামূল্যে বিমানের টিকিট দেবে থাইল্যান্ড

১৭

দুর্নীতির মামলায় খালাস পেলেন বিএনপি নেতা সেলিম ভূঁইয়া

১৮

সারা দেশে বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৭২৭

১৯

দ্বিতীয় পাকিস্তানি হিসেবে ইতিহাস গড়লেন আমির

২০
X