কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ৩১ মে ২০২৪, ০১:০৩ এএম
আপডেট : ৩১ মে ২০২৪, ০২:৪১ এএম
অনলাইন সংস্করণ

ঢাকা মহানগর মহিলা আ.লীগের কমিটি ঘিরে বিতর্ক

সদ্য ঘোষিত কমিটি নিয়ে ঢাকা মহানগর দক্ষিণ মহিলা আওয়ামী লীগের নেতাকর্মীদের মাঝে ক্ষোভ বিরাজ করছে। গ্রাফিক্স : কালবেলা
সদ্য ঘোষিত কমিটি নিয়ে ঢাকা মহানগর দক্ষিণ মহিলা আওয়ামী লীগের নেতাকর্মীদের মাঝে ক্ষোভ বিরাজ করছে। গ্রাফিক্স : কালবেলা

ত্যাগী ও পরীক্ষিতদের বাদ দিয়ে বিতর্কিত ও হাইব্রিড দিয়ে পকেট কমিটি করায় ঢাকা মহানগর দক্ষিণ মহিলা আওয়ামী লীগের নেতাকর্মীদের মাঝে ক্ষোভ বিরাজ করছে। কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্ব ত্যাগীদের পূর্ণাঙ্গ কমিটিতে স্থান দেওয়ার জন্য পুনর্মূল্যায়নের নির্দেশ দিলেও গা করছেন না ঢাকা মহানগর দক্ষিণ মহিলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক।

বুধবার (২৯ মে) গভীর রাতে নগর দক্ষিণের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। সম্মেলনের দীর্ঘ দেড় বছর পর এ কমিটি ঘোষণা করা হলেও গুরুত্বপূর্ণ পদগুলোয় সভাপতি ও সাধারণ সম্পাদকের অনুগতদের স্থান দেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন পদবঞ্চিতরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে প্রকাশ্যে সভাপতি ও সাধারণ সম্পাদকের বিরুদ্ধে স্বজনপ্রীতি ও আর্থিক লেনদেনের অভিযোগ আনা হয়েছে। এমনকি অতীতে কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতা না থাকলেও অনেকে পেয়েছেন গুরুত্বপূর্ণ পদ।

২০২২ সালের ২৬ নভেম্বর মেহের আফরোজ চুমকি মহিলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক হন শবনম জাহান শিলা। একই দিন ঢাকা মহানগর উত্তরের সভাপতি হিসেবে শাহেদা তারেক দিপ্তি ও সাধারণ সম্পাদক হাসিনা বারী চৌধুরী এবং দক্ষিণের সভাপতি হিসেবে সাবেরা বেগম ও সাধারণ সম্পাদক হিসেবে পারুল আক্তারের নাম ঘোষণা করা হয়।

মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শবনম জাহান শিলা কালবেলাকে বলেন, অনিয়মের কথা শুনেছি। আমরা ইতিমধ্যে সভাপতি ও সাধারণ সম্পাদককে মৌখিক নির্দেশনা দিয়েছি বিষয়টি খতিয়ে দেখতে। এখন দেখি তারা কি ব্যবস্থা নেয়। অনিয়ম ধরা পড়লে কি ব্যবস্থা নেওয়া হবে, সে বিষয়ে কিছু বলতে পারছি না।

সূত্র জানায়, নব গঠিত কমিটির সহসভাপতি রুবি খাতুন, শেফালী মল্লিক, রাশিদা পারভিন রুমা, তৌহিদা, শেখ আখতারী বেগম কোনোদিন মহিলা লীগ তথা আওয়ামী রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন না। এ ছাড়া সাংগঠনিক সম্পাদক মুসলিমা খাতুন, শাম্মি লিয়াকতও রাজনীতিতে নবাগত। সাংগঠনিক সম্পাদক গীতা এতবর ও সাবেরা রিয়াও রাজনীতিতে তেমন সক্রিয় নয়। দপ্তর সম্পাদক পদে নুসরাত জাহান সুমিকে দায়িত্ব দেওয়ায় অতীতে মহিলা আওয়ামী লীগের রাজনীতিতে অভিজ্ঞতা না থাকায় এমন গুরুত্বপূর্ণ পদে তাকে দেওয়া নিয়েও প্রশ্ন উঠেছে। একই কমিটিতে যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবা বেগমের ভাগ্নি সারমিন আক্তার শিপ্রাকে তথ্য ও গবেষণা সম্পাদক পদে স্থান দেওয়া হয়েছে। একই কমিটিতে স্থান পেয়েছেন যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবার মেয়ে সাবরিনা হুমায়ুনও। শিপ্রার বিরুদ্ধে বিএনপির রাজনীতিতে জড়িত থাকার অভিযোগ রয়েছে।

এ ছাড়াও শিক্ষা সম্পাদক শাহানাজ পারভিন, সাংস্কৃতিক সম্পাদক দিলারা জামান, কোষাধ্যক্ষ রাহিমা ইসলাম, ধর্ম সম্পাদক নার্সিস আক্তার, বন ও পরিবেশ সম্পাদক রাহিমা আহমেদ, সদস্য আফসা আহম্মেদ সানু, রুনা বেগম হাইব্রিড বলে অভিযোগ রয়েছে। বীণা আফরোজ ও কোহিনূর বেগমের বিরুদ্ধেও নানান অভিযোগ রয়েছে। এ ছাড়া বিগত কমিটির অন্তত ডজনখানেক ত্যাগী ও পরীক্ষিত নেতা সভাপতি ও সাধারণ সম্পাদকের আক্রশের শিকার হয়েছেন।

ঢাকা মহানগর দক্ষিণ মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পারুল আক্তার কালবেলাকে বলেন, প্রকাশিত কমিটি বাতিল ও পুনর্মূল্যায়নের সুযোগ নেই। কেন্দ্র যদি কলেবর বৃদ্ধি করতে বলে, তখন দেখা যাবে। আমরা তো কমিটি কেন্দ্রের অনুমতি নিয়েই দিয়েছি, এখন কেন একথা বলবে? নবীন-প্রবীণ মিলিয়েই কমিটি করা হয়েছে। আর কমিটি দিলে এ জাতীয় অভিযোগ আসেই।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের উন্নয়নে মেধাবী শিক্ষার্থীদের এগিয়ে আসতে হবে : চসিক মেয়র

কৃষক দল সম্পাদক বাবুলের মুক্তির দাবিতে রাজধানীতে বিক্ষোভ মিছিল

চট্টগ্রামে সাংবাদিকদের সতর্কবার্তা / ‘সাংবাদিকরা চুপ থাকলে সমাজ অন্ধকারে ডুবে যাবে’

অবৈধ কার্যক্রম প্রতিরোধে সিলেট জেলা পুলিশ অঙ্গীকারবদ্ধ : পুলিশ সুপার

বগুড়ায় সাহিত্য উৎসব শুক্রবার, অংশ নিবে দুই শতাধিক কবি

বিমানবন্দরে যাত্রী হয়রানি রোধে নতুন নির্দেশনা

জুলাই শহীদদের স্মরণে জবিতে গ্রিন ভয়েসের বৃক্ষরোপণ ও সচেতনতামূলক ক্যাম্পেইন

মার্কিন বিনিয়োগকৃত প্রতিষ্ঠানে রুশ হামলা

মালয়েশিয়ার পর চীন সফরে যাবেন নাহিদ

৩১ দফাই হচ্ছে আমাদের জাতীয় সনদ : সুব্রত চৌধুরী

১০

টিসিবির নিয়ন্ত্রণ হারানো ট্রাকচাপায় বৃদ্ধ নিহত

১১

ইতালির প্রধানমন্ত্রীর ঢাকা সফর বাতিল

১২

জেলেনস্কির টার্গেট তুরস্ক, অস্ট্রিয়া ও সুইজারল্যান্ড

১৩

শিক্ষকের ওপর হামলা, ক্লাস বর্জন করে বিক্ষোভ

১৪

‘আপনাকে গভীরভাবে অনুভব করি প্রতি পদে পদে’

১৫

এইচএসসির ফল প্রকাশের তারিখ নিয়ে প্রচার, শিক্ষা বোর্ডের বক্তব্য

১৬

হাসারাঙ্গাকে ছাড়াই শ্রীলঙ্কা দল ঘোষণা

১৭

ভিক্ষুক পুনর্বাসন প্রকল্পের টাকা নিয়ে উধাও সমাজসেবা কর্মকর্তা

১৮

সিলেটে সাদাপাথর লুট / গোয়েন্দা প্রতিবেদনের সঙ্গে স্থানীয় প্রশাসনের দ্বিমত

১৯

আমাদের আদর্শগত শত্রু বিজেপি, বললেন থালাপতি বিজয়

২০
X