কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৭ জুন ২০২৪, ০৫:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

প্রবাসীরা বাংলাদেশের শক্তির উৎস : আমীর খসরু

নিউ ইংল্যান্ড বিএনপি আয়োজিত এক অনুষ্ঠানে ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্যে দেন আমীর খসরু মাহমুদ চৌধুরী। ছবি : সংগৃহীত
নিউ ইংল্যান্ড বিএনপি আয়োজিত এক অনুষ্ঠানে ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্যে দেন আমীর খসরু মাহমুদ চৌধুরী। ছবি : সংগৃহীত

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, প্রবাসীরা বাংলাদেশের শক্তির উৎস। স্বাধীনতা সংগ্রামের সময় যেভাবে বিদেশে জনমত তৈরি করে বাংলাদেশের স্বাধীনতা ত্বরান্বিত করা হয়েছিল আজও ঠিক একই বাস্তবতা বিরাজ করছে।

বৃহস্পতিবার (৬ জুন) এক অনুষ্ঠানে ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে যুক্তরাষ্ট্রের বোস্টন শহরে নিউ ইংল্যান্ড বিএনপি দোয়া এবং আলোচনা সভার আয়োজন করে।

তিনি বলেন, সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। দেশে বর্তমান সরকারের দুঃশাসন, দুর্নীতি, মানবতাবিরোধী এবং অগণতান্ত্রিক সকল কাজের প্রচার করতে হবে। সরকারের দুঃশাসনের বিরুদ্ধে প্রবাসীদের ঐক্যবদ্ধভাবে আন্দোলন করারও আহ্বান জানান খসরু।

আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীন বাংলাদেশ আজ বিপন্ন। দেশে-বিদেশে বাংলাদেশি যারা রয়েছেন তাদের প্রত্যেকের দায়িত্ব শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বহুদলীয় গণতন্ত্রের বাংলাদেশ পুনঃপ্রতিষ্ঠা আন্দোলনে ঐক্যবদ্ধ হওয়া। বর্তমান সরকারের দুঃশাসন, দুর্নীতি, মানবতাবিরোধী এবং অগণতান্ত্রিক সকল কাজের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ আন্দোলনে নামতে হবে।

নিউ ইংল্যান্ড বিএনপির সভাপতি সৈয়দ বদরে আলম সাইফুলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- নিউ ইংল্যান্ড বিএনপির প্রধান উপদেষ্টা সভাপতি কাজী নুরুজ্জামান, অধ্যাপক ড. জামাল খান, ব্রিস্টল কাউন্টি বিএনপির সভাপতি রাহিদুল ইসলাম, তানভির নেওয়াজ এবং মো. রেজাউল করিম।

নিউ ইংল্যান্ড বিএনপির সহসাংগঠনিক সম্পাদক মো. সাইফুল ইসলাম কাজলের সঞ্চালনায় অনুষ্ঠানে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন মো. খলিলুর রহমান। এরপর জিয়াউর রহমানের রূহের মাগফিরাত, বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য কামনা করে মোনাজাত পরিচালনা করেন ব্রিস্টল কাউন্টি বিএনপির সহসভাপতি মো. কবির হোসেন।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- গোলাম ফারুক, মোশারফ হোসেন, সাজ্জাদ হোসেন, মনিরুজ্জামান, আশিকুর রহমান, ড. সারওয়ার চৌধুরী, মুসাভি ফারদিন এবং সৈয়দ জারিফ আলম।

কাজী নূরুজ্জামান বলেন, শহীদ জিয়াউর রহমান দেশের মানুষকে ভালোবেসে নিজের জীবন উৎসর্গ করে গেছেন। আজকে দেশে-বিদেশে জিয়ার সৈনিক যারা আছেন প্রত্যেকের উচিত সেই আদর্শকে দৃঢ়ভাবে লালন করে জোরালো আন্দোলনের মাধ্যমে তার স্বপ্নের বহুদলীয় গণতন্ত্রের বাংলাদেশ পুনঃপ্রতিষ্ঠা করা।

সভাপতির বক্তব্যে সৈয়দ বদরে আলম বলেন, ভোট চুরির মাধ্যমে দখলবাজ সরকার ক্ষমতা কুক্ষিগত করেছে। দেশে আজ চোর বাটপার, লুটেরাদের আধিপত্য। তারেক জিয়ার নেতৃত্বে এ সরকারকে উৎখাতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শুধু ঢাকা নয়, ক্রিকেটকে সারা দেশে ছড়িয়ে দিতে চাই : আসিফ আকবর

তত্ত্বাবধায়ক সরকার দেশের গণতন্ত্রের জন্য সহায়ক ব্যবস্থা : অ্যাটর্নি জেনারেল

শুক্রবার সকাল পর্যন্ত গ্যাসের চাপ কম থাকবে

তত্ত্বাবধায়ক সরকারের গঠন ঠিক করবে পরবর্তী সংসদ : অ্যাটর্নি জেনারেল

জেনে নিন ২০২৬ সালে কোন মাসে কতদিন টানা ছুটি কাটাতে পারবেন

রাজশাহী-নাটোর মহাসড়ক অবরোধ

শাহরুখের ‘লাকি’ ভাই এখন কোথায়?

মুশফিক-লিটনের সেঞ্চুরিতে আরও একটি সেশন বাংলাদেশের

ফের ধানুশের নায়িকা হতে চলেছেন সাই পল্লবী

যে ১০ সহজাত অনুভূতি আপনার কখনো উপেক্ষা করা উচিত নয়

১০

তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব : আমীর খসরু

১১

ভারসাম্যহীন নারীকে সংঘবদ্ধ ধর্ষণ, ট্রাকচালকসহ ৪ জন কারাগারে

১২

কেওক্রাডংয়ে পর্যটকদের নিয়ে উল্টে গেল চাঁদের গাড়ি

১৩

সম্পর্কের নতুন অধ্যায়ে সৌদি-আমেরিকা

১৪

বিপিএলে আসছেন রাওয়ালপিন্ডি এক্সপ্রেস খ্যাত শোয়েব আখতার!

১৫

৩ হাজার টাকার রঙিন মাছে সাগর এখন লাখপতি

১৬

মূসক আইনের ইংরেজি সংস্করণের গেজেট প্রকাশ

১৭

তিন তক্ষকসহ পাচারকারী গ্রেপ্তার

১৮

পুলিশের ওপর হামলা চললে ঘরবাড়ি নিজেদেরই পাহারা দিতে হবে : ডিএমপি কমিশনার

১৯

ঢাকার সিনেমায় শয্যাদৃশ্য নিয়ে তুমুল বিতর্কে পড়েছিলেন বলিউড অভিনেত্রী

২০
X