বাংলাদেশের জাতীয় শোক দিবস পালনে জার্মানিতে প্রস্তুতি নেওয়া হচ্ছে।
আগামী ১৫ আগস্ট বাংলাদেশ দূতাবাস ও প্রবাসী বাংলাদেশিরা বিভিন্ন কর্মসূচি পালন করবেন।
শোক দিবসের কর্মসূচির বিষয়ে জানা গেছে, ওই দিন রাষ্ট্রদূত মোশাররফ হোসেন ভূঁইয়ার তত্ত্বাবধানে বার্লিনে অবস্থিত দূতাবাসে বাংলাদেশের পতাকা অর্ধনমিত রাখা হবে।
দুপুর ১২টার দিকে পাঁচ তারকা এক হোটেলে আলোচনা সভা ও দোয়ার আয়োজন করেছে দূতাবাস। এ শোকসভায় জার্মানিতে বসবাসরত সব শ্রেণিপেশার প্রবাসী বাংলাদেশিরা অংশ নিতে পারবেন।
দিবস পালনে উদ্যোগ গ্রহণ করায় জার্মান আওয়ামী লীগের সভাপতি মিজানুর হক খান ও সাধারণ সম্পাদক মোবারক আলী ভূঁইয়া বকুল রাষ্ট্রদূত মোশাররফ হোসেন ভূঁইয়াকে ধন্যবাদ জানিয়েছেন।
অপরদিকে জার্মানির ফ্রাঙ্কফুর্টে ১৫ আগষ্ট বিকেল ৫টার দিকে শোকযাত্রার আয়োজন করা হয়েছে।
এতে বীর মুক্তিযোদ্ধা, কবি, সাহিত্যিক, সাংবাদিক, রাজনৈতিক এবং সামাজিক সংগঠনের নেতারা অংশ নেবেন।
মন্তব্য করুন