এই প্রথম দেশে দেশে পালিত হচ্ছে প্রবাসী দিবস। এরই ধারাবাহিকতায় কুয়েতে প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণে পালিত হয়েছে জাতীয় প্রবাসী দিবস।
বুধবার (৩ জানুয়ারি) স্থানীয় সময় সন্ধ্যায় বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে আনন্দমুখর পরিবেশে দিবসটি পালিত হয়।
অনুষ্ঠানে প্রবাসীরা ভিসার মূল্য কমানোর দাবি করেন। দেশটিতে অবস্থানরত কর্মহীন প্রবাসীদের কর্মসংস্থান যোগাতে নতুন ভিসা অনুমোদনের ক্ষেত্র বিবেচনা করার অনুরোধ করেন। এছাড়া হুন্ডি বন্ধে দূতাবাসকে কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি জানান উপস্থিত প্রবাসীরা।
কুয়েতে দক্ষ জনশক্তির চাহিদা রয়েছে উল্লেখ করে অনুষ্ঠানে বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল (অব:) মোহাম্মদ আশিকুজ্জামান বলেন, প্রবাসীদের ভিসার ফি কমানো, কর্মহীনদের চাকরির ব্যবস্থাসহ বিভিন্ন বিষয়ে কাজ করছে দূতাবাস। সে সময় তিনি প্রবাসীদের বিভিন্ন প্রশ্নের উত্তরসহ বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়নমুলক কাজের চিত্র তুলে ধরেন।
দিবসটি উপলক্ষে কুয়েত থেকে সর্বোচ্চ রেমিট্যান্স প্রেরণকারী ব্যক্তি হাজী আবুল কাশেম ও মো. জামাল উদ্দিন এবং প্রতিষ্ঠান জনতা গ্রুপকে সম্মাননা প্রদান করা হয়। তাদের হাতে এই সম্মাননা তুলে দেন রাষ্ট্রদুত মেজর জেনারেল (অব:) মোহাম্মদ আশিকুজ্জামানসহ দূতাবাসের অন্য কর্মকর্তারা।
মন্তব্য করুন