কালবেলা ডেস্ক
প্রকাশ : ২০ জানুয়ারি ২০২৬, ০৬:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

কুয়েতে প্রতি ৩৪ মিনিটে এক বিয়ে, ৭৫ মিনিটে বিচ্ছেদ

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

মধ্যপ্রাচ্যের দেশ কুয়েতে প্রতি ৩৪ মিনিটে একটি বিয়ে এবং প্রতি ৭৫ মিনিটে একটি বিবাহবিচ্ছেদ বা তালাকের ঘটনা ঘটছে। দেশটির শরিয়া নোটারাইজেশন বিভাগের ২০২৫ সালের নভেম্বর মাসের তথ্যের ভিত্তিতে এ পরিসংখ্যান প্রকাশ করেছে কুয়েতের বিচার মন্ত্রণালয়ের পরিসংখ্যান ও গবেষণা দপ্তর।

মঙ্গলবার (২০ জানুয়ারি) কুয়েত টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, গত নভেম্বর মাসে কুয়েতে শরিয়া নোটারাইজেশন সেবার চাহিদা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ওই মাসে বিয়ে, বিয়ের সত্যায়ন, তালাক, পুনর্মিলন, সরকারি নোটিশ ও ইসলাম গ্রহণসংক্রান্ত মোট ১০ হাজারের বেশি লেনদেন নথিভুক্ত করা হয়।

পরিসংখ্যান অনুযায়ী, নভেম্বর মাসে বিয়ে ও পুনর্মিলনসংক্রান্ত মোট ১ হাজার ২৫২টি লেনদেন নিবন্ধিত হয়েছে। এতে গড়ে প্রতিদিন ৪২টি লেনদেন হয়েছে, যা হিসাবে প্রতি ৩৪ মিনিটে একটি বিয়ে বা পুনর্মিলনের ঘটনা নথিভুক্ত হয়েছে।

অন্যদিকে, একই মাসে ৫৯৫টি বিবাহবিচ্ছেদ বা তালাক নিবন্ধিত হয়েছে। গড়ে প্রতিদিন প্রায় ২০টি তালাকের ঘটনা ঘটেছে, অর্থাৎ প্রতি ১ ঘণ্টা ১৫ মিনিটে একটি তালাক নথিভুক্ত হয়েছে।

তথ্য অনুযায়ী, বিয়ে চুক্তির সংখ্যা ছিল ১ হাজার ১৪৩টি, যা গড়ে প্রতিদিন ৩৮টি। বিয়ের ক্ষেত্রে ৭৩ শতাংশের বেশি চুক্তি কুয়েতি নাগরিকদের মধ্যে হয়েছে। আর কুয়েতি নন; এমন ব্যক্তিদের অংশগ্রহণ ছিল ১৬ শতাংশের বেশি।

এ ছাড়া কুয়েতি পুরুষ ও কুয়েতি নন এমন নারীর মধ্যে বিয়ের হার ছিল ৮ দশমিক ২ শতাংশ। কুয়েতি নন এমন পুরুষ ও কুয়েতি নারীর মধ্যে বিয়ের হার ছিল ২ দশমিক ৩ শতাংশ।

ওই মাসে ১০৯টি বিয়ে সত্যায়ন চুক্তি নিবন্ধিত হয়েছে, যা গড়ে প্রতিদিন ৩ দশমিক ৬টি। এসব চুক্তির মধ্যে কুয়েতি স্বামী ও কুয়েতি নন এমন স্ত্রীর মধ্যে বিয়ে সত্যায়নের হার ছিল সর্বাধিক, প্রায় ৫৪ শতাংশ। তবে কুয়েতি দম্পতিদের মধ্যে কোনো বিয়ে সত্যায়ন চুক্তি নথিভুক্ত হয়নি।

প্রতিবেদনে আরও বলা হয়, বিয়েসংক্রান্ত লেনদেনের প্রায় ৭৪ শতাংশ আদালতের রায়ের ভিত্তিতে সম্পন্ন হয়েছে। এ ছাড়া বিয়ে চুক্তির প্রায় ৮২ শতাংশ বিদেশে নথিভুক্ত হলেও শরিয়া নোটারাইজেশন বিভাগের মাধ্যমে সম্পন্ন হয়েছে মাত্র ১৮ শতাংশ।

তালাকসংক্রান্ত তথ্যে দেখা গেছে, গত বছরের নভেম্বর মাসে নথিভুক্ত ৫৯৫টি তালাকের মামলার মধ্যে কুয়েতি দম্পতিদের তালাকের হার ছিল ৫৮ দশমিক ৭ শতাংশ।

এ সময় ৯২টি পুনর্মিলন মামলা নথিভুক্ত হয়েছে, যা গড়ে প্রতিদিন প্রায় তিনটি। এসব মামলার প্রায় ৮৬ শতাংশ পুনর্মিলন সনদপত্রের মাধ্যমে সম্পন্ন হয়েছে।

সরকারি মাধ্যম এবং ইসলাম গ্রহণসংক্রান্ত লেনদেনের ক্ষেত্রে নভেম্বর মাসে মোট ৫২ হাজার ৩৫৯টি লেনদেন সম্পন্ন হয়েছে। গড়ে প্রতিদিন এসব লেনদেনের সংখ্যা ছিল ১ হাজার ৭৪৫টি। এর মধ্যে ৯৯ দশমিক ৯ শতাংশ লেনদেন সরকারি মাধ্যমে সম্পন্ন হয়েছে। অনলাইনে ইসলাম ধর্ম গ্রহণসংক্রান্ত কার্যক্রম ছিল মাত্র ৫৮টি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অর্ধশতাধিক আসনে মনোনয়নপত্র প্রত্যাহার, কারণ জানাল খেলাফত মজলিস 

মোটরসাইকেলে ভারতীয় সেনাদের ব্যতিক্রমী কসরত

আগামী দিনে জাতির নেতৃত্ব দেবেন তারেক রহমান : মান্নান

এবার ভারত মহাসাগরে বিতর্কিত চাগোস দ্বীপপুঞ্জে নজর ট্রাম্পের

চেতনানাশক মিশ্রিত জুস খাইয়ে লুট, গ্রেপ্তার ৫

এভাবেই তো নায়ক হতে হয়!

জঙ্গল সলিমপুরে শিগগিরই অভিযান : র‍্যাব ডিজি

সমর্থকরা আটকে রাখলেন প্রার্থীকে, ভিডিও কলে প্রার্থিতা প্রত্যাহার

জুলাই বিপ্লবের চেতনা রক্ষায় গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিন : উপদেষ্টা রিজওয়ানা

ইইউ প্রতিনিধিদের সঙ্গে জমিয়তের বৈঠক

১০

আইসিসি থেকে মিলল সুখবর

১১

যে নিয়মে বাড়িভাড়া বাড়াতে হবে মালিককে

১২

কড়াইল বস্তিবাসীর জন্য ফ্ল্যাট ও ক্লিনিক স্থাপনের আশ্বাস তারেক রহমানের

১৩

আমরা বুড়ো হয়ে গেছি—চঞ্চলকে বললেন পরী

১৪

রূপায়ণ সিটির বার্ষিক বিক্রয় সম্মেলন ২০২৫ অনুষ্ঠিত

১৫

যে কারণে পদ হারালেন বিএনপির ২ নেতা

১৬

শিশু শিক্ষায় মানদণ্ড, রাষ্ট্র পরিচালনায় নৈতিক পতন

১৭

সৌদিতে কমছে প্রবাসীদের কাজের সুযোগ, নতুন নির্দেশনা জারি

১৮

জামায়াতের ৭ নেতা পাচ্ছেন নিরাপত্তা

১৯

মাঠ ছেড়ে শুনানিতে? হাজিরা দিয়ে কী বললেন ভারতের এই তারকা ক্রিকেটার?

২০
X