কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৮ জুন ২০২৫, ১০:৩৮ এএম
আপডেট : ০৮ জুন ২০২৫, ১০:৪১ এএম
অনলাইন সংস্করণ

নামের প্রথমে ‘হাজি’ বা ‘আলহাজ’ উপাধি নেওয়া যাবে কী

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

হজ হলো মুসলমানদের জন্য পবিত্রতম শহর সৌদি আরবের মক্কায় অনুষ্ঠিত একটি বার্ষিক ইসলামি সফর। এটি ইসলামের পঞ্চস্তম্ভের মধ্যে অন্যতম। শারীরিক ও আর্থিকভাবে সক্ষম এবং সফরকারীর অনুপস্থিতিতে তার পরিবার নিজেদের ভরণপোষণ করতে সক্ষম হলে সব প্রাপ্তবয়স্ক মুসলমানদের জন্য জীবনে একবার হজ ফরজ।

হজ আরবি শব্দ। এর শাব্দিক অর্থ হলো, সংকল্প করা। পরিভাষায়- নির্ধারিত সময়ে নির্দিষ্ট কার্যাবলির মাধ্যমে বাইতুল্লাহ শরিফ জেয়ারত করা অথবা নির্দিষ্ট পদ্ধতিতে নির্দিষ্ট শর্তসাপেক্ষে বাইতুল্লাহ যাওয়ার সংকল্প করাকে হজ বলা হয়। (কাওয়াঈদুল ফিকহ : ২৫)।

পৃথিবীর অনেক সামর্থ্যবান মানুষ জীবনে কয়েকবার হজ করে থাকেন। অনেকেই আছেন হজ পালন শেষে নিজের নামের আগে হাজি বা আলহাজ শব্দটি যোগ করেন।

আবার অনেকের ধারণা, একবার হজ করলে হাজি এবং একাধিকবার হজ করলে নামের সঙ্গে আলহাজ যোগ করতে হয়। অনেকে আবার নামের সঙ্গে হাজি বা আলহাজ শব্দ না বললে অসন্তুষ্ট হন। ইসলামি শরিয়তের দৃষ্টিতে এসবের ব্যাখ্যা কী, চলুন জেনে নেওয়া যাক :

ফতোয়া গবেষক মুফতি আবু সওবান নামের আগে হাজি বা আলহাজ যুক্ত করা প্রসঙ্গে বলেন, হজ একটি ইবাদত। এটি শুধু আল্লাহতায়ালার সন্তুষ্টির জন্যই আদায় করতে হয়। পার্থিব কোনো স্বার্থ এর সঙ্গে জড়িত থাকলে তার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জিত হয় না। নাম-যশ-খ্যাতির জন্য বা মানুষের সামনে ভালো সাজার জন্য হজ করা ইসলামসম্মত নয়। মহানবী (সা.) হজের সময় দোয়া করতেন, ‘হে আল্লাহ, তোমার জন্য হজ করতে শুরু করলাম, যশ-খ্যাতি যেন আমাদের উদ্দেশ্য না হয়।’ (ইবনে মাজাহ)

তিনি বলেন, মূলত উর্দু ও বাংলা ভাষায় হজ আদায়কারীকে হাজি বলা হয়। শব্দটি আরবি হাজ্জ বা আলহাজ থেকে এসেছে। সাধারণত আরবি ভাষায় আলহাজ শব্দই ব্যবহার করা হয়। এর অর্থ হজ আদায়কারী। হাজি অর্থও একই। তাই হাজি বা আলহাজ শব্দের অর্থগত কোনো পার্থক্য নেই। একবার হজ করলে তার জন্য যেমন হাজি বা আলহাজ শব্দ প্রযোজ্য, তেমনি একাধিকবার হজ করলেও দুটোই প্রযোজ্য।

মুফতি আবু সওবান আরও বলেন, তবে হজ করার পর হাজি বা আলহাজ উপাধি গ্রহণ করা এবং তা রীতিমতো প্রচার করে বেড়ানো অহংকার ও রিয়ার অন্তর্ভুক্ত, যা ইবাদতের উদ্দেশ্য ও উপকারিতা নষ্ট করে দেয়। তাই ইসলামের দৃষ্টিতে হাজি বা আলহাজ উপাধি গ্রহণ করা উচিত হবে না। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘ওই ব্যক্তি কখনো জান্নাতে প্রবেশ করবে না, যার অন্তরে সরিষার দানা পরিমাণ অহংকার রয়েছে।’ (মুসলিম : ৯১; মিশকাত : ৫১০৮)। এ ছাড়া একাধিক হাদিসে রিয়াকে ছোট শিরক বলা হয়েছে। (বোখারি : ৬৪৯৯; মুসলিম : ২৯৮৬; মিশকাত : ৫৩১৬)

পবিত্র কোরআনে মহান আল্লাহ লোক দেখানো ইবাদত থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছেন। মহান আল্লাহ বলেন, ‘যে ব্যক্তি তার প্রভুর সঙ্গে সাক্ষাতের আশা রাখে, সে যেন সৎ কাজ করে এবং তার প্রভুর ইবাদতে কাউকে অংশীদার না করে।’ (সুরা কাহাফ : ১১০)

হজ ইসলামের পাঁচটি স্তম্ভের মধ্যে একটি। হজের চেয়েও গুরুত্বপূর্ণ স্তম্ভ হলো প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করা। যে ব্যক্তি নিয়মিত নামাজ পড়েন তাকে ‘মুসল্লি’ বলা হয়। যিনি হজের ফরজ আদায় করেছেন তাকে বলা হয় ‘হাজি’। জীবনে একবার হজ করে ‘হাজি’ বা ‘আলহাজ’ হয়ে যায়। কিন্তু প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার পর কেউ নিজের নামের প্রথমে ‘মুসল্লি’ বা ‘আলমুসল্লি’ যোগ করে না।

তাই হজ আদায়কারীর নামের সঙ্গে হাজি বা আলহাজ যুক্ত না করলে তাতে অসন্তুষ্টি প্রকাশ করা শরিয়তসম্মত নয়। তবে কেউ যদি শ্রদ্ধা করে কাউকে আলহাজ বা হাজি সাহেব বলে ডাকেন, তাতে কোনো অসুবিধা নেই। বরং তা ইসলামে প্রশংসিত বিষয়। মহানবী (সা.) সাহাবিদের বিভিন্ন ভালো কাজের দিকে সম্বন্ধ করে উপাধি দিতেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এলপি গ্যাসের দাম বাড়বে কি না জানা যাবে আজ

রাশিয়া-ইউক্রেন সমঝোতার ‘গতি বাড়ছে’

চাকরির সুযোগ দিচ্ছে এসএমসি, ৪২ বছরেও আবেদন

মোটরসাইকেল-অটোরিকশা সংঘর্ষে ২ বন্ধু নিহত

নির্বাচনে অংশগ্রহণ করবেন কি না, জানালেন সড়ক উপদেষ্টা

সিরিয়ায় চাপ কমাতে ইসরায়েলকে থামতে বললেন ট্রাম্প

পরোপকারী সঞ্জীবের এমন মৃত্যু কেউ মানতে পারছে না

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকার মার্কেট বন্ধ

২ ডিসেম্বর : আজকের নামাজের সময়সূচি

ভারতের অনুমতি মিলল দুদিন পর, ভুটানের পথে ট্রানশিপমেন্ট

১০

মোংলা বন্দরের ৭৫ বছর পূর্তি উদযাপন

১১

বরিশালে ৮ দলের বিভাগীয় সমাবেশ মঙ্গলবার

১২

টঙ্গীতে জোড় ইজতেমায় আরও এক মুসল্লির মৃত্যু

১৩

দেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতির আশানুরূপ উন্নতি হয়নি : বাবুল

১৪

পরবর্তী সরকারের প্রতি আসিফ নজরুলের আহ্বান

১৫

পাসপোর্ট অফিস থেকে রোহিঙ্গা যুবক আটক

১৬

দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য খালেদা জিয়ার সুস্থতা প্রয়োজন : মান্নান

১৭

এভারকেয়ারে নিরাপত্তা জোরদার, পুলিশের ব্যারিকেড

১৮

কাশিমপুর হাইসিকিউরিটি কারাগারে কয়েদির মৃত্যু

১৯

খালেদা জিয়া কাঁদলে বাংলাদেশ কাঁদে : আমান

২০
X