মঙ্গলবার, ১৮ জুন ২০২৪, ৪ আষাঢ় ১৪৩১
হোয়াইটওয়াশ এড়ানোর ম্যাচে বাংলাদেশের সম্ভাব্য একাদশ
আর মাত্র কয়েক দিন পরই যুক্তরাষ্ট্র-ওয়েস্ট ইন্ডিজের মাটিতে মাঠে গড়াবে টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর। অচেনা যুক্তরাষ্ট্রের কন্ডিশনে নিজেদের মানিয়ে নিতে যুক্তরাষ্ট্রের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে নামে বাংলাদেশ। যে সিরিজের প্রথম দুটিতে হেরে ইতোমধ্যেই লজ্জাজনকভাবে সিরিজ খুইয়েছে বাংলাদেশ। তাই সিরিজের শেষ ম্যাচে বাংলাদেশের লক্ষ্য চরম লজ্জার হাত থেকে নিজেদের বাঁচানোর। সেই লক্ষ্যেই শনিবার (২৫ মে) রাত ৯টায় যুক্তরাষ্ট্রের হিউস্টনের প্রেইরি ভিউ কমপ্লেক্সে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে মাঠে নামবে টিম টাইগার্স।   চলতি সিরিজের প্রথম ম্যাচের মতো দ্বিতীয় ম্যাচেও ব্যাটিংয়ে ব্যর্থ টিম টাইগার্স। বিশেষ করে টপ অর্ডারের টানা ব্যর্থতা ভাবিয়ে তুলবে বাংলাদেশ দলের টিম ম্যানেজমেন্টকে। তবে শেষ ম্যাচেও সেই ব্যর্থ টপ অর্ডার নিয়েই নামার সম্ভাবনা বেশি বাংলাদেশের। সেকারণে তরুণ তানজিদ তামিমের সঙ্গে ওপেনিংয়ে দেখা যেতে পারে সৌম্য সরকারকে। তবে আরেক ব্যর্থতার বৃত্তে থাকা ওপেনার লিটনকেও দেখা যেতে পারে। তিনে নামবেন দলপতি নাজমুল হোসেন শান্ত। মিডল অর্ডারে তাওহিদ হৃদয়ের সঙ্গে থাকার কথা দুই অভিজ্ঞ ব্যাটার সাকিব ও মাহমুদউল্লার। লোয়ার মিডল অর্ডারে ফিনিশার ও উইকেটকিপারের ভূমিকায় থাকার কথা জাকের আলি অনিকের, তবে লিটনকে ‍সুযোগ দিলে আজকে টিম ম্যানেজমেন্ট বাজিয়ে দেখতে পারে অন্য কাউকে। সেক্ষেত্রে লিটনকে দেখা যেতে পারে উইকেটের পেছনে। লেগ স্পিনার রিশাদ হোসেনের জায়গায় আজ সুযোগ দেওয়া হতে পারে তানভির ইসলামকে। দুই বিশেষজ্ঞ স্পিনার সাকিব-তানভিরের সঙ্গে থাকতে পারেন ৩ পেসার তানজিম সাকিব, শরিফুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান। বাংলাদেশের সম্ভাব্য একাদশ : তানজিদ তামিম, সৌম্য সরকার/লিটন দাস, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাওহিদ হৃদয়, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলি অনিক, তানভির ইসলাম, তানজিম সাকিব, শরিফুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান।  
২৫ মে, ২০২৪

যুক্তরাষ্ট্রের বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য একাদশ
জুনের ২ তারিখ থেকে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রের মাটিতে বসতে যাচ্ছে ক্রিকেটের সংক্ষিপ্ততম ফরম্যাটের বিশ্বকাপের নবম আসর। বৈশ্বিক এই আসরকে সামনে রেখে যুক্তরাষ্ট্রের বিপক্ষে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ দিয়ে প্রস্তুতি সম্পন্ন করবে বাংলাদেশ ক্রিকেট দল। বিশ্বকাপের সহআয়োজকদের মাটিতে হওয়া এই সিরিজ শুরু হবে বাংলাদেশ সময় আজ রাত ৯টা থেকে। মঙ্গলবার (২১ মে) মার্কিন যুক্তরাষ্ট্রের ডালাসের প্রেইরি ভিউ ক্রিকেট কমপ্লেক্সে সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে মাঠে নামবে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ। আসন্ন বিশ্বকাপের প্রস্তুতির বড় অংশ এই সিরিজ। অচেনা কন্ডিশন ও উইকেটের সঙ্গে মানিয়ে নিতে টাইগারদের এই সিরিজে ভালো করার বিকল্প নেই। তাই আজকের বাংলাদেশের একাদশে থাকবে বিশ্বকাপের ছাপ। তাই প্রথম ম্যাচে আজ ওপেনিংয়ে দেখা যেতে পারে সৌম্য সরকার ও তানজিদ হাসান তামিমকে। যদিও সৌম্যর ফর্ম ভালো যাচ্ছে না তবুও আজকের ম্যাচের জন্য তার ওপরই ভরসা করার কথা বাংলাদেশের টিম ম্যানেজমেন্টের। অন্যদিকে বিশ্বকাপের আগে ফর্মে ফেরার জন্য সৌম্যরও এটি শেষ সুযোগ। ওয়ান ডাউনে নামার কথা নাজমুল হোসেন শান্তর। সাম্প্রতিক সময়ে ব্যাট হাসছে না টাইগার দলপতির। তাই এই সিরিজটা তার জন্যও গুরুত্বপূর্ণ। চারে সাম্প্রতিক সময়ে দুর্দান্ত ফর্মে থাকা হার্ডহিটার ব্যাটার তাওহিদ হৃদয়কে দেখা যাবে। পরের দুই জায়গায় থাকার কথা মাহমুদউল্লাহ রিয়াদ ও সাকিব আল হাসানের। মিডল অর্ডারে ভরসার বড় নাম এই দুজন। দুই অভিজ্ঞ টাইগারের সঙ্গে উইকেট সামলানোর দায়িত্বও পালন করার কথা জাকেরের। একাদশে বোলার থাকার কথা চার জনের। অনেকটাই জায়গা নিশ্চিত রিশাদ হোসেনের। লেগ স্পিনের সঙ্গে বড় শট খেলার সামর্থ্য তাকে এগিয়ে রাখবে। পাশাপাশি থাকবেন শেখ মেহেদি হাসান। তাদের সঙ্গে পেস বোলিং ইউনিটে থাকবেন শরিফুল ইসলাম ও মোস্তাফিজুর রহমান। বাংলাদেশের সম্ভাব্য একাদশ- তানজিদ তামিম, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, সাকিব আল হাসান, জাকের আলি, রিশাদ হোসেন, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান ও শরিফুল ইসলাম।
২১ মে, ২০২৪

ফাইনালে ভারত-অস্ট্রেলিয়ার সম্ভাব্য একাদশ
আর মাত্র এক ম্যাচের অপেক্ষা। রাত পোহালেই গুজরাটের রাজধানী আহমেদাবাদে বেজে উঠবে ১৩তম ওয়ানডে বিশ্বকাপ ফাইনালের হুইসেল। যেখানে ২০০৩ সালের পর আবারও বিশ্বমঞ্চের ফাইনালে মুখোমুখি হবে ভারত ও অস্ট্রেলিয়া। আরেকবার সোনালি ট্রফি নিজেদের করে নিতে প্রস্তুত সাবেক দুই বিশ্বচ্যাম্পিয়নরা। মূল লড়াইয়ের আগে দেখে নেওয়া যাক ফাইনাল মহারণের জন্য দুই দলের সম্ভাব্য একাদশ।  রোববার (১৯ নভেম্বর) আহমেদাবাদের ১ লাখ ৩০ হাজার দর্শক ধারণ ক্ষমতাসম্পন্ন নরেন্দ্র মোদি স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামবে ভারত। বাংলাদেশ সময় দুপুর আড়াইটায় শুরু হবে ফাইনাল ম্যাচটি। বিশ্বকাপে এখনো পর্যন্ত একমাত্র অপরাজিত দল ভারত। রাউন্ড রবিন লিগ পর্বে টানা ৯টি ম্যাচ জিতেছে স্বাগতিকরা। এরপর প্রতিযোগিতার প্রথম সেমিফাইনালেও নিউজিল্যান্ডকে পরাজিত করেছে টিম ইন্ডিয়া। অজিদের বিপক্ষে ফাইনালে ভারতের অপরিবর্তিত একাদশ নিয়ে নামার সম্ভাবনাই বেশি। টানা জয়ের কারণেই পরিবর্তনের সুযোগ কম রোহিতের দলে। তবে নিউজিল্যান্ডের বিপক্ষে দলে ষষ্ঠ বোলারের অভাব বেশ ভুগিয়েছে স্বাগতিকদের। সেক্ষেত্রে সূযকুমার যাদবের জায়গায় অশ্বিনকে দেখা যেতে পারে।    ভারত ও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে হার দিয়ে বিশ্বকাপ মিশন শুরু হয়েছিল অস্ট্রেলিয়ার। আর এখনো পর্যন্ত এই দুটি ম্যাচেই হেরেছে অজিরা। এরপর টানা ৮টি ম্যাচ জিতে ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছে প্যাট কামিন্সের নেতৃত্বাধীন দল। আগামীকাল মেগা ফাইনালে একটি পরিবর্তন আনতে পারে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। মার্নাস লাবুশেনের জায়গায় একাদশে ঢুকতে পারেন পেস অলরাউন্ডার মার্কাস স্টয়নিস।  ভারতের সম্ভাব্য একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল (উইকেটকিপার), সূর্যকুমার যাদব/রবীচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, মোহাম্মদ শামি, জাসপ্রীত বুমরাহ, কুলদীপ যাদব ও মোহাম্মদ সিরাজ। অস্ট্রেলিয়ার সম্ভাব্য একাদশ: ডেভিড ওয়ার্নার, ট্র্যাভিস হেড, মিচেল মার্শ, স্টিভেন স্মিথ, মার্নাস ল্যাবুশেন/মার্কাস স্টয়নিস, গ্লেন ম্যাক্সওয়েল, জশ ইংলিশ (উইকেটকিপার), মিচেল স্টার্ক, প্যাট কামিন্স (অধিনায়ক), অ্যাডাম জাম্পা ও জশ হ্যাজেলউড।  
১৮ নভেম্বর, ২০২৩

সেমির লড়াইয়ে ভারত-কিউইদের সম্ভাব্য একাদশ
ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপের চলতি আসরে মাত্র তিন ম্যাচ বাকি রয়েছে। প্রতিযোগিতার ১৩তম আসরে সেমিফাইনালের প্রথম ম্যাচে মুখোমুখি হচ্ছে স্বাগতিক ভারত ও নিউজিল্যান্ড। এই নিয়ে টানা দ্বিতীয়বার বিশ্ব মঞ্চে শেষ চারে প্রতিদ্বন্দ্বিতা করছে দেশ দুটি। ফাইনালে পৌঁছানোর লক্ষ্যে একাদশ নির্ধারণে খুব বেশি ভাবনায় পড়তে হচ্ছে না রোহিত-উইলিয়ামসনদের। মূল লড়াইয়ে নামার আগে দল দুটির একাদশ কেমন হতে যাচ্ছে তা নিয়েও ক্রিকেটপ্রেমীদের কৌতূহল চরমে। বুধবার (১৫ নভেম্বর) বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা স্বাগতিক ভারতের মুখোমুখি হবে চতুর্থ স্থানে থাকা নিউজিল্যান্ড। বাংলাদেশ সময় দুপুর আড়াইটায় শুরু হবে ম্যাচটি। নিজেদের ঘরের মাঠে বিশ্বকাপ অনুষ্ঠিত হওয়ায় রীতিমতো উড়ছে ভারত। রাউন্ড রবিন লিগ পর্বের সবগুলো ম্যাচেই প্রতিপক্ষকে উড়িয়ে দিয়েছে রোহিত বাহিনী। ৯টি ম্যাচই জিতে একমাত্র দল হিসেবে অপরাজিত রয়েছে আয়োজকরা। অন্যদিকে নিউজিল্যান্ডও প্রথম ৪টি ম্যাচ জিতে দুর্দান্ত ভাবে শুরু করেছিল। পরের ৪ ম্যাচে হেরে প্রতিযোগিতা থেকে ছিটকে যাওয়ার দিকে এগিয়ে গিয়েছিল ব্ল্যাক ক্যাপসরা। তবে শেষ ম্যাচ জিতে চতুর্থ দল হিসেবে শেষ চার নিশ্চিত করেছে উইলিয়ামসন বাহিনী।  প্রতিযোগিতায় টানা ৯টি ম্যাচে জয় পাওয়া ভারতের উইনিং কম্বিনেশন ভাঙার সম্ভাবনা কম। শেষের কয়েকটি ম্যাচে উইনিং কম্বিনেশন নিয়েই একাদশ সাজায় রাহুল দ্রাবিড় বাহিনী। এমনকি দশম স্থানে থাকা নেদারল্যান্ডসের বিপক্ষে উইনিং কম্বিনেশন ভাঙেনি ভারত টিম ম্যানেজমেন্ট। তাই সেমিফাইনালের মঞ্চে একাদশে কোনো ধরনের না আনার সম্ভাবনা খুবই বেশি। অন্যদিকে আয়োজকদের মতো নিউজিল্যান্ডও একই জায়গায় স্থির। একাদশের বেশির ভাগ খেলোয়াড় ফর্মে থাকায় ভারতের বিপক্ষে উইনিং কম্বিনেশন নিয়েই মাঠে নামতে পারে ব্ল্যাক ক্যাপসরা।  সেমিফাইনাল ম্যাচ শুরুর আগেই ভারতের বিরুদ্ধে পিচ বদলের অভিযোগ উঠেছে। ওয়াংখেড়ের অব্যবহৃত পিচে ম্যাচ আয়োজনের কথা থাকলেও, দুটি খেলা অনুষ্ঠিত হওয়া পিচে গড়াবে ভারত-নিউজিল্যান্ড ম্যাচ। এমনটায় দাবি করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম মেইল অনলাইন। তাদের দাবি সত্যি হলে, স্পিনাররা বাড়তি সহায়তা পেতে পারেন মুম্বাইয়ের পিচ থেকে। ভারতের সম্ভাব্য একাদশ : রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল (উইকেটকিপার), সূর্যকুমার যাদব, রবীন্দ্র জাদেজা, জাসপ্রিত বুমরাহ, মোহাম্মদ শামি, মোহাম্মদ সিরাজ ও কুলদীপ যাদব।  নিউজিল্যান্ডের সম্ভাব্য একাদশ : ডেভন কনওয়ে, রাচিন রবীন্দ্র, কেইন উইলিয়ামসন (অধিনায়ক), মার্ক চাপম্যান, টম ল্যাথাম (উইকেটকিপার), ড্যারিল মিচেল, গ্লেন ফিলিপস, মিচেল স্যান্টনার, ট্রেন্ট বোল্ট, টিম সাউদি ও লকি ফার্গুনসন।
১৫ নভেম্বর, ২০২৩

ভারতের বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য একাদশ
চলমান বিশ্বকাপে ভারতের বিপক্ষে দুপুরে মাঠে নামছে বাংলাদেশ। প্রতিযোগিতায় টানা দুই হারের কারণে স্বাগতিকদের বিরুদ্ধে জয়ের বিকল্প নেই টাইগার শিবিরে। আসরে নিজেদের চতুর্থ ম্যাচে পরিবর্তন নিয়ে নামতে পারে বাংলাদেশ। এমন আভাসই দিয়েছেন টাইগার কোচ চান্ডিকা হাথুরুসিংহে। বৃহস্পতিবার (১৯ অক্টোবর) পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন (এমসিএ) স্টেডিয়ামে বাংলাদেশ-ভারত হাইভোল্টেজ ম্যাচটি অনুষ্ঠিত হবে। বাংলাদেশ সময় দুপুর ২টা ৩০ মিনিটে শুরু হবে ম্যাচটি। পুনের এমসিএ স্টেডিয়ামের উইকেট অনেকটাই ব্যাটিং ফ্রেন্ডলি। তাই বাংলাদেশ-ভারত হাইভোল্টেজ ম্যাচে টপ অর্ডারদের জ্বলে ওঠার কোনো বিকল্পই দেখছেন না বিশ্লেষকরা। বিশ্বকাপের তিন ম্যাচেই চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে টাইগারদের ওপেনিং জুটি। আফগানিস্তানের বিপক্ষে সর্বোচ্চ ১৯ রান সংগ্রহ করেছিল তানজিদ হাসান তামিম ও লিটন কুমার দাস। ইংল্যান্ডের বিপক্ষে ১৪ এবং নিউজিল্যান্ডের বিপক্ষে শূন্য রানে প্রথম উইকেট হারিয়েছিল বাংলাদেশ। প্রতিযোগিতার প্রথম তিন ম্যাচে চরমভাবে ব্যর্থ হয়েছেন তরুণ ওপেনার তানজিদ তামিম। সর্বোচ্চ ১৬ রান করেছিলেন নিউজিল্যান্ডের বিপক্ষে। আরেক ওপেনার লিটন দাসও ব্যর্থ। তবে ইংল্যান্ডের বিপক্ষে ৭৬ রানের ইনিংস খেলেছিলেন ডানহাতি ওপেনার। বারবার ব্যর্থ হওয়া ওপেনিং জুটিতেই আসতে পারে পরিবর্তন। সে হিসেবে বাদ পড়তে পারেন তানজিদ তামিম। তার জায়গায় ওপেন করতে পারেন মেহেদী হাসান মিরাজ। তামিম বাদ পড়লে মিডলঅর্ডারে একটি পরিবর্তন আসতে পারে। সেক্ষেত্রে শেখ মেহেদী বা নাসুম আহমেদের একজনকে একাদশে দেখা যেতে পারে। এ ছাড়া অন্য পজিশনগুলোতে কোনো পরিবর্তন আসার সম্ভাবনা কম। তবে অধিনায়ক সাকিব পায়ের চোটে না খেলতে পারলে, একাদশে থাকতে পারেন তামিম।  গতকাল বুধবার (১৮ অক্টোবর) সংবাদ সম্মেলনে এমনটাই আভাস দিয়েছেন টাইগার কোচ চন্ডিকা হাথুরুসিংহে। তিনি বলেন, ‘ভারতের বিপক্ষে আমাদের আলাদা পরিকল্পনা আছে। উইকেট ও প্রতিপক্ষ বিবেচনায় নিয়ে আমরা ভিন্ন দলীয় সমন্বয় নিয়ে নামতে পারি।’ বাংলাদেশের সম্ভাব্য একাদশ: লিটন কুমার দাস, মেহেদী হাসান মিরাজ, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম (উইকেটকিপার), সাকিব আল হাসান (অধিনায়ক), মাহমুদউল্লাহ রিয়াদ, শেখ মেহেদী, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান।
১৯ অক্টোবর, ২০২৩

ভারতের বিপক্ষে টাইগারদের সম্ভাব্য একাদশ
এশিয়া কাপের সুপার ফোরে টানা দুই হারে বিদায় নিশ্চিত হয়ে গেছে বাংলাদেশের। প্রতিযোগিতায় নিয়মরক্ষার ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে সাকিব আল হাসানের দল। আগেই টুর্নামেন্ট থেকে ছিটকে পড়ায় এ ম্যাচে বাংলাদেশ শিবিরে একাধিক পরিবর্তন দেখা যাওয়ার সম্ভাবনাই প্রবল। শুক্রবার (১৫ আগস্ট) কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে বিকেল সাড়ে ৩টায় ভারতের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ দল। তবে নিজেদের শেষ ম্যাচটা জয় দিয়ে রাঙাতে টাইগার অধিনায়ক সাকিব। শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ শেষ করে পারিবারিক কারণে বাংলাদেশে ফিরে আসেন মুশফিকুর রহিম। বিসিবি থেকে ছুটির মেয়াদ বাড়ানোর কারণে আর দলের সঙ্গে যোগ দেননি টাইগার উইকেটকিপার। তার দলত্যাগ করায় বাংলাদেশের একাদশে পরিবর্তন আসবে। গতকাল ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে বাংলাদেশের অধিনায়ক সাকিব ভারতের বিপক্ষে একাদশ নিয়ে কথা বলেন। তিনি বলেন, ‘আসলে পিচের ওপর সবকিছু নির্ভর করছে। যদি স্পিনিং উইকেট হয় তাহলে দলের কম্বিনেশনে স্পিনারদের প্রাধান্য থাকবে। কারণ শেষম্যাচ গুলোতে স্পিনাররা সুযোগ পাচ্ছে।’ ভারতের বিপক্ষে বাংলাদেশের একাদশে ফিরতে পারেন ওপেনার এনামুল হক বিজয়। বাংলাদেশের কোচ ও অধিনায়ক নাঈম শেখের প্রতি আস্থা রাখার কথা কয়েকবার বলেছেন। সেই হিসেবে নাঈমের সঙ্গী হিসেবে দেখা যেতে পারে বিজয়কে। যথারীতি তিনে আসবেন লিটন দাস, চারে সাকিব আল হাসান, পাঁচে তাওহীদ হৃদয়। ছয় নম্বর পজিশনে শামীমকে এবং সাতে দেখা যেতে পারে মিরাজকে। আট নম্বরে ব্যাট করতে আসবেন নাসুম আহমেদ। বাকি পজিশন গুলোতে তাসকিন, মুস্তাফিজুর, শরীফুল থাকার সম্ভাবনা বেশি। হাসান মাহমুদের পরিবর্তে একাদশে ফেরার সম্ভাবনা বেশি কাটার মাস্টারের। তাছাড়া ভারতের বিপক্ষে দুর্দান্ত রেকর্ড রয়েছে ফিজের। বাংলাদেশের সম্ভাব্য একাদশ: এনামুল হক বিজয়, মোহাম্মাদ নাঈম শেখ, লিটন কুমার দাস, সাকিব আল হাসান, তাওহীদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারী, মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান।
১৫ সেপ্টেম্বর, ২০২৩

বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচের সম্ভাব্য একাদশ
নিজেদের প্রথম ম্যাচে শ্রীলংকার কাছে ৫ উইকেটের হার দিয়ে এশিয়া কাপ মিশন শুরু হয়েছে বাংলাদেশের। প্রতিযোগিতার সুপার ফোরের টিকিট পেতে হলে আফগানিস্তানকে হারাতেই হবে সাকিবদের। আর এই সুযোগে টাইগারদের আরও চেপে ধরতে চায় আফগানরা। রোববার (৩ সেপ্টেম্বর) পাকিস্তানের লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে বিকেল সাড়ে ৩টায় আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। রশিদ-নবীদের হারাতে পারলেই এশিয়া কাপের স্বপ্ন বেঁচে থাকবে সাকিব আল হাসানের দলের। ইনজুরির কারণে এশিয়া কাপ মিস করেছেন বাংলাদেশের ড্যাসিং ওপেনার তামিম ইকবাল ও পেসার এবাদত হোসেন। এ ছাড়া শেষ সময়ে এসে জ্বরের কারণে স্কোয়াড থেকে ছিটকে গেছেন ওপেনার লিটন কুমার দাস। ফলে খর্বশক্তির দল নিয়েই এশিয়া কাপে এসেছে বাংলাদেশ। অন্যদিকে আফগান স্কোয়াডে ইনজুরির কোনো সমস্যা নেই। ইনজুরি থেকে সেরে উঠেছেন মিডলঅর্ডার ব্যাটার নাজিবুল্লাহ জাদরান। বাংলাদেশ কোচ চন্ডিকা হাথুরুসিংহে গতকাল সংবাদ সম্মেলনে জানিয়েছে, একাদশে পরিবর্তন হওয়ার সম্ভাবনা কম। তবে ম্যাচের আগে পিচ দেখে সিদ্ধান্ত নেবে টিম ম্যানেজমেন্ট। ওপেনিংয়ে তানজিদ তামিম ও নাঈম শেখের ওপরই ভরসা হাথুরুর।  গত সপ্তাহেই পাকিস্তানের কাছে হোয়াইটওয়াশ হয়েছে আফগানিস্তান। তবে সবশেষ বাংলাদেশের সঙ্গে ওয়ানডে সিরিজ জয়ের আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামবে রশিদরা। দলটির হার্ডহিটার ব্যাটার ওপেনার রহমানউল্লাহ গুরবাজ দুর্দান্ত ফর্মে আছেন। সবশেষ পাকিস্তান সিরিজে ১৫২ রানের অনবদ্য ইনিংস খেলেন। এ ছাড়াও ইব্রাহিম জাদরান ও রহমত শাহ, মোহাম্মদ নবীরা দারুণ ছন্দে রয়েছেন। এমনকি ইনজুরি থেকে ফিরে এসেছেন মিডলঅর্ডারের বাঁহাতি ব্যাটার নাজিবুল্লাহ জাদরান। ব্যাটিংয়ের পাশাপাশি বোলিংয়েও দারুণ ফর্মে আছেন রশিদ খান, মুজিব-উর-রহমান, ফজল হক ফারুকি ও নবীরা। বাংলাদেশের সম্ভাব্য একাদশ: মোহাম্মদ নাঈম শেখ, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান (অধিনায়ক), তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম (উইকেপকিপার), মেহেদী হাসান মিরাজ, শেখ মেহেদী হাসান, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান ও শরীফুল ইসলাম।  আফগানিস্তান সম্ভাব্য একাদশ: রহমানউল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), ইব্রাহিম জাদরান, রহমত শাহ, হাশমতউল্লাহ শহীদি (অধিনায়ক), নাজিবুল্লাহ জাদরান, মোহাম্মদ নবী, করিম জানাত, গুলবাদিন নায়েব, রশিদ খান, মুজিব-উর-রেহমান ও ফজল হক ফারুকি।
০৩ সেপ্টেম্বর, ২০২৩

বাবরদের বিপক্ষে ভারতের সম্ভাব্য একাদশ
এশিয়া কাপের প্রথম ম্যাচের আগের রাতে একাদশ ঘোষণা করে চমক দিয়েছিল পাকিস্তান। চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে ম্যাচ শুরুর আগে আবারও একাদশ ঘোষণা করেছে এশিয়া কাপের আয়োজকরা। তবে প্রতিপক্ষ ভারতের হয়ে কোন এগারোজন মাঠে নামবেন তা জানতে ক্রিকেটপ্রেমীরা ব্যাকুল হয়ে আছেন। শনিবার (২ সেপ্টেম্বর) শ্রীলঙ্কার ক্যান্ডিতে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে ভারত। এই ম্যাচ দিয়েই এবারের এশিয়া কাপ মিশন শুরু করবে রোহিত বাহিনী। তবে ম্যাচ শুরুর আগেই সমর্থকদের মধ্যে গুঞ্জন, ভারতের পাকিস্তানের বিপক্ষে চূড়ান্ত দল কেমন হতে চলেছে? ভারত কি তিন পেসারের পাশাপাশি হার্দিক পান্ডিয়াকে চতুর্থ পেসার হিসেবে খেলাবে নাকি দুই স্পিনার নিয়ে মাঠে নামবে। এই একটা জায়গাতেই সমস্যা টিম ইন্ডিয়ার। স্বাভাবিকভাবেই ওপেন করতে নামবেন অধিনায়ক রোহিত শর্মা এবং শুভমান গিল। তিন নম্বর বা ওয়ানডাউনে ব্যাট করতে নামবেন ভারতীয় তারকা বিরাট কোহলি। ওয়ানডে ক্রিকেটে এই পজিশনে দারুণ ব্যাট করেন সাবেক অধিনায়ক।  চার নম্বর পজিশনে ব্যাট করবেন শ্রেয়াস আইয়ার। ভারতের প্রধান কোচ রাহুল দ্রাবিড় আগে থেকেই শ্রেয়াসকে চারে খেলাবেন বলে ভেবে আসছেন। কেএল রাহুল পুরোপুরি সুস্থ না হওয়ায় পাঁচ নম্বরে ব্যাট করবেন উইকেটকিপার ইশান কিশান। ভারতের মিডল অর্ডারে বেশ পরীক্ষিত এক নাম হার্দিক পান্ডিয়া। ব্যাটের পাশাপাশি বল হাতেও দলের জয়ে ভূমিকা রাখেন তিনি। ছয় নম্বর পজিশনে ব্যাট করতে দেখা যেতে পারে মারকুটে এই পেস অলরাউন্ডারকে। ভারতীয় দলের একাদশে সবসময় অটোমেটিক চয়েজ রবীদন্দ্র জাদেজা। প্রধান অলরাউন্ডার হিসেবেই সাতে নাম্বরে নামবেন বাঁহাতি এই স্পিনার। ক্যান্ডির পাল্লেকেলের পিচ স্পিন সহায়ক। তাই তিন স্পিনার নিয়ে ভারত মাঠে নামলে জাদেজা, কূলদ্বীপ যাদবের পাশাপাশি অক্ষর প্যাটেলের দলে থাকার সম্ভাবনা বেশি। দলে জায়গা পেলে আট নম্বরে ব্যাট করবেন এই স্পিন অলরাউন্ডার।  জসপ্রীত বুমরাহর সঙ্গে মোহাম্মদ শামি নাকি মোহাম্মদ সিরাজ কে খেলবেন? এমন প্রশ্ন ক্রিকেটপ্রেমীদের মাঝে। সেক্ষেত্রে বুমরাহর সঙ্গী হিসেবে শামিকে রাখা হলে বাদ পড়বেন মোহাম্মদ সিরাজ।  পাকিস্তানের বিপক্ষে ভারতের সম্ভাব্য একাদশ:  রোহিত শর্মা, শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, ইশান কিশান, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, জসপ্রীত বুমরাহ, এবং মোহাম্মদ শামি।  
০২ সেপ্টেম্বর, ২০২৩
X