চাটমোহর (পাবনা) প্রতিনিধি
প্রকাশ : ১৭ জুন ২০২৪, ০৯:৫৫ পিএম
আপডেট : ১৭ জুন ২০২৪, ১০:০৮ পিএম
অনলাইন সংস্করণ

এক চামড়ার দাম ১০ টাকা

চাটমোহর নতুন বাজার এলাকায় চলছে চামড়া ক্রয়-বিক্রয়। ছবি : কালবেলা
চাটমোহর নতুন বাজার এলাকায় চলছে চামড়া ক্রয়-বিক্রয়। ছবি : কালবেলা

কিছু বাড়তি আয়ের আশায় ৪ হাজার ৭০০ টাকায় ৫টি গরুর চামড়া এবং ২০০ টাকায় ১০টি ছাগলের চামড়া কিনেছিলেন মৌসুমি চামড়া ব্যবসায়ী আব্দুস সাত্তার। আশা করেছিলেন চামড়াগুলো বিক্রি করে কিছু টাকা লাভ করতে পারবেন। বিক্রির জন্য কয়েক কিলোমিটার দূর থেকে ২০০ টাকা ভাড়া দিয়ে ভ্যান গাড়িতে চামড়াগুলো নিয়ে যান চাটমোহর পৌর সদরের ঋষি পাড়া সংলগ্ন নতুন হাটে।

অনেক সময় যাবত চামড়াগুলো বিক্রি করতে পারছিলেন না তিনি। অবশেষে ছাগলের দশটি চামড়া ২০০ টাকায় এবং গরুর ৫টি চামড়া ৪ হাজার ৫০০ টাকায় বিক্রি করেন। ভ্যান ভাড়াসহ তার লোকসান হয় ৪০০ টাকা। সোমবার বিকেলে হাট প্রাঙ্গণে আলাপকালে ক্ষোভ প্রকাশ করে আব্দুস সাত্তার জানান, ইতা আর করবো লয়।

সোমবার (১৭ জুন) ঈদুল আজহার দিনে পাবনার চাটমোহরের মল্লিকবাইন গ্রামে এ ঘটনা ঘটে।

কেবল আব্দুস সাত্তারই নয়, তার মতো আরো কিছু ব্যবসায়ী, কোরবানিকৃত পশুর মালিকরা, এতিমখানা, মাদ্রাসার পক্ষে সংগৃহীত কাঁচা চামড়া বিক্রেতারাও চামড়া বিক্রির সময় বিপাকে পরেন।

বাংলাদেশ ফিনিশড লেদার, লেদার গুডস অ্যান্ড ফুটওয়্যার এক্সপোর্টার্স আ্যাসোসিয়েশন ঢাকার বাইরে গরুর লবণ দেওয়া চামড়া প্রতি বর্গফুট ৫০ থেকে ৫৫ টাকায় বিক্রির ঘোষণা দিলেও, বর্গফুটের হিসেবে চাটমোহরের কোথাও চামড়া বিক্রি হয়নি। ফরিয়ারা চামড়ার দাম কম বলায়, যারা পশু কোরবানি করেছিলেন তাদের অনেকেই ফরিয়ার নিকট চামড়া বিক্রি না করে বেশি দামের আশায় মহাজনের কাছে নিয়ে গেলেও পশুর চামড়ার ন্যায্য দাম পাননি তারা। দাম কম পাওয়ায় বিক্রেতারা ক্ষোভ প্রকাশ করেন। বিক্রির বিড়ম্বনা এড়াতে অনেকে মাদ্রাসা ও এতিমখানায় দান করে দেন কোরবানিকৃত পশুর চামড়া।

চাটমোহর পৌর সদরের আতাহার আলী জানান, ১ লাখ ৮ হাজার টাকা দামের একটি গরুর চামড়া মাত্র ৬০০ টাকায় বিক্রি করেছেন তিনি। ডিবিগ্রাম ইউনিয়নের হোগলবাড়িয়া গ্রামের মুনজিল হোসেন জানান, ১ লাখ ৪০ হাজার টাকা দামের একটি গরুর চামড়া তিনি মাত্র ৭০০ টাকায় বিক্রি করেছেন। তিনি ক্ষোভ প্রকাশ করে জানান, চামড়াজাত পণ্যের দাম হু হু করে বাড়লেও চামড়ার দাম বাড়ছে না। চামড়া বিক্রির টাকাটা গরীব দুস্থদের হক। দাম কম হওয়ায় গরীব-দুখীরা বঞ্চিত হচ্ছেন। নিমাইচড়া ইউনিয়নের বিন্যাবাড়ি গ্রামের রফিকুল ইসলাম জানান, ১ লাখ ৪০ হাজার টাকা দামের একটি গরুর চামড়া তিনি মাত্র ৭৫০ টাকায় বিক্রি করেছেন।

হাটে আলাপকালে ছোটগুয়াখড়া সম্মিলিত মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল শামসুল আলম তুহীন জানান, মাদ্রাসার সংগৃহীত চামড়া বিক্রির জন্য তিন ঘণ্টাযাবত অপেক্ষা করছেন তিনি। ছাগলের চামড়া প্রতিটি ২০ টাকা (কাটা থাকলে ১০ টাকা) এবং গরুর চামড়া প্রতিটি ৮৫০ টাকা (কাটা থাকলে ৩৫০ টাকা), গাভীর চামড়া ৩৫০ টাকা করে দাম বলছেন চামড়া ব্যবসায়ীরা।

চাটমোহর পৌর সদরের নতুন বাজার এলাকার চামড়া ব্যবসায়ী কৃষ্ণ চন্দ্র দাস জানান, ভালো মানের গরু এবং মহিষের চামড়া ৯০০ থেকে ১০০০ টাকায়, ছাগলের চামড়া ২০ থেকে ৩০ টাকায় এবং ভেড়া ও গাড়লের চামড়া ১০ থেকে ২০ টাকায় কিনছেন তিনি। গত বছরের চেয়ে এবার চামড়ার দাম সামান্য কিছু বেশি বলে জানান তিনি।

বড় শালিখা মহল্লার চামড়া ব্যবসায়ী সুজন আলী জানান, ৫০টি গরুর চামড়া কিনেছেন তিনি। প্রতিটির গড় দাম পড়েছে ৬৫০ টাকা। ছাগলের চামড়া কিনেছেন ১০ থেকে ৩৫ টাকায়। অপর চামড়া ব্যবসায়ী সুকুমার চন্দ্র দাস জানান, গরুর চামড়া ৭০০ থেকে ১০০০ টাকায় কিনেছেন তিনি। ঋষি পল্লিতে প্রায় ২ হাজারটি গরুর চামড়া এবং ৪ হাজার ছাগলের চামড়া ক্রয় বিক্রয় হয়েছে। লবণ দিয়ে প্রক্রিয়াজাত করার পর নাটোর এবং ঢাকার বড় মহাজনদের কাছে চামড়া বিক্রি করবেন তারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পোপ চতুর্দশ লিওকে অভিনন্দন বাংলাদেশ খ্রিস্টান অ্যাসোসিয়েশনের

বড় পর্দায় দেখানো হচ্ছে হাসিনার গণহত্যা

রাজধানীতে আপন দুই বোনের মরদেহ উদ্ধার

ইউটিউবে বাংলাদেশের ৪ টিভি চ্যানেল বন্ধ করল ভারত

আওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলন নিয়ে নতুন কর্মসূচি

‘এখন যদি খালেদা জিয়া শাহবাগে উপস্থিত হন’, পিনাকীর স্ট্যাটাস

উত্তেজনার মধ্যে বড় সুসংবাদ পেল পাকিস্তান

আ.লীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ, হবিগঞ্জে বৈষম্যবিরোধীদের ৪ জনকে পিটিয়ে আহত

হাফ ভাড়া নিয়ে তর্ক, কলেজছাত্রকে চলন্ত বাস থেকে ফেলে হত্যা

আ.লীগ নিষিদ্ধের দাবিতে রামপুরা ব্লকেড

১০

ইমরান খানের কারাগারে ড্রোন হামলা চালাতে পারেন মোদি

১১

সীমান্তে আটক সেই ১৫ বাংলাদেশিকে থানায় হস্তান্তর

১২

মধ্যরাতে সাবেক মন্ত্রী কায়কোবাদের বাড়িতে হামলা

১৩

ধানমন্ডিতে জুমার নামাজ আদায় করলেন ডা. জুবাইদা

১৪

মৌসুমের সর্বোচ্চ গরমে পুড়ছে দেশ, দাবদাহ ভোগাবে আরও দুদিন

১৫

শেখ মুজিবের কালো আইনেই আ.লীগ নিষিদ্ধ হতে পারে : অ্যাটর্নি জেনারেল 

১৬

সরকারের দ্বৈত ভূমিকায় দেশবাসী উদ্বিগ্ন : সাইফুল হক

১৭

লেভারকুজেন ছাড়ার ঘোষণা আলোনসোর, ফিরবেন কি রিয়ালের ডাগআউটে?

১৮

আ.লীগ নিষিদ্ধের আন্দোলনে ৪৩ দল ও সংগঠন

১৯

জামায়াতের সমাবেশে সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলি, আহত ১০

২০
X