স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৩, ০১:০২ পিএম
আপডেট : ১৫ নভেম্বর ২০২৩, ০২:১০ পিএম
অনলাইন সংস্করণ

সেমির লড়াইয়ে ভারত-কিউইদের সম্ভাব্য একাদশ

প্রথম সেমিতে মাঠে নামছে ভারত-নিউজিল্যান্ড। ছবি : সংগৃহীত
প্রথম সেমিতে মাঠে নামছে ভারত-নিউজিল্যান্ড। ছবি : সংগৃহীত

ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপের চলতি আসরে মাত্র তিন ম্যাচ বাকি রয়েছে। প্রতিযোগিতার ১৩তম আসরে সেমিফাইনালের প্রথম ম্যাচে মুখোমুখি হচ্ছে স্বাগতিক ভারত ও নিউজিল্যান্ড। এই নিয়ে টানা দ্বিতীয়বার বিশ্ব মঞ্চে শেষ চারে প্রতিদ্বন্দ্বিতা করছে দেশ দুটি। ফাইনালে পৌঁছানোর লক্ষ্যে একাদশ নির্ধারণে খুব বেশি ভাবনায় পড়তে হচ্ছে না রোহিত-উইলিয়ামসনদের। মূল লড়াইয়ে নামার আগে দল দুটির একাদশ কেমন হতে যাচ্ছে তা নিয়েও ক্রিকেটপ্রেমীদের কৌতূহল চরমে।

বুধবার (১৫ নভেম্বর) বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা স্বাগতিক ভারতের মুখোমুখি হবে চতুর্থ স্থানে থাকা নিউজিল্যান্ড। বাংলাদেশ সময় দুপুর আড়াইটায় শুরু হবে ম্যাচটি।

নিজেদের ঘরের মাঠে বিশ্বকাপ অনুষ্ঠিত হওয়ায় রীতিমতো উড়ছে ভারত। রাউন্ড রবিন লিগ পর্বের সবগুলো ম্যাচেই প্রতিপক্ষকে উড়িয়ে দিয়েছে রোহিত বাহিনী। ৯টি ম্যাচই জিতে একমাত্র দল হিসেবে অপরাজিত রয়েছে আয়োজকরা। অন্যদিকে নিউজিল্যান্ডও প্রথম ৪টি ম্যাচ জিতে দুর্দান্ত ভাবে শুরু করেছিল। পরের ৪ ম্যাচে হেরে প্রতিযোগিতা থেকে ছিটকে যাওয়ার দিকে এগিয়ে গিয়েছিল ব্ল্যাক ক্যাপসরা। তবে শেষ ম্যাচ জিতে চতুর্থ দল হিসেবে শেষ চার নিশ্চিত করেছে উইলিয়ামসন বাহিনী।

প্রতিযোগিতায় টানা ৯টি ম্যাচে জয় পাওয়া ভারতের উইনিং কম্বিনেশন ভাঙার সম্ভাবনা কম। শেষের কয়েকটি ম্যাচে উইনিং কম্বিনেশন নিয়েই একাদশ সাজায় রাহুল দ্রাবিড় বাহিনী। এমনকি দশম স্থানে থাকা নেদারল্যান্ডসের বিপক্ষে উইনিং কম্বিনেশন ভাঙেনি ভারত টিম ম্যানেজমেন্ট। তাই সেমিফাইনালের মঞ্চে একাদশে কোনো ধরনের না আনার সম্ভাবনা খুবই বেশি।

অন্যদিকে আয়োজকদের মতো নিউজিল্যান্ডও একই জায়গায় স্থির। একাদশের বেশির ভাগ খেলোয়াড় ফর্মে থাকায় ভারতের বিপক্ষে উইনিং কম্বিনেশন নিয়েই মাঠে নামতে পারে ব্ল্যাক ক্যাপসরা।

সেমিফাইনাল ম্যাচ শুরুর আগেই ভারতের বিরুদ্ধে পিচ বদলের অভিযোগ উঠেছে। ওয়াংখেড়ের অব্যবহৃত পিচে ম্যাচ আয়োজনের কথা থাকলেও, দুটি খেলা অনুষ্ঠিত হওয়া পিচে গড়াবে ভারত-নিউজিল্যান্ড ম্যাচ। এমনটায় দাবি করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম মেইল অনলাইন। তাদের দাবি সত্যি হলে, স্পিনাররা বাড়তি সহায়তা পেতে পারেন মুম্বাইয়ের পিচ থেকে।

ভারতের সম্ভাব্য একাদশ : রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল (উইকেটকিপার), সূর্যকুমার যাদব, রবীন্দ্র জাদেজা, জাসপ্রিত বুমরাহ, মোহাম্মদ শামি, মোহাম্মদ সিরাজ ও কুলদীপ যাদব।

নিউজিল্যান্ডের সম্ভাব্য একাদশ : ডেভন কনওয়ে, রাচিন রবীন্দ্র, কেইন উইলিয়ামসন (অধিনায়ক), মার্ক চাপম্যান, টম ল্যাথাম (উইকেটকিপার), ড্যারিল মিচেল, গ্লেন ফিলিপস, মিচেল স্যান্টনার, ট্রেন্ট বোল্ট, টিম সাউদি ও লকি ফার্গুনসন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জকসুতে কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচন করবেন সাংবাদিক সম্পদ

দুর্নীতিবাজদের বর্জন করুন, জনগণের ভরসা হতে চাই : শাকিল উজ্জামান

তিন নির্বাহী ম্যাজিস্ট্রেট চাকরিচ্যুত

টাকা বাঁচাতে লেভানদোভস্কিকে গোল করতে মানা করেছিল বার্সা!

মুক্তিযুদ্ধকে বিএনপির মতো অন্য কোনো দল ধারণ করে না: শামা ওবায়েদ

মুশফিকের শততম টেস্টে হামজার বিশেষ বার্তা

ভারতকে হারিয়ে ফিফা থেকে সুখবর পেল বাংলাদেশ

রাজধানীতে ছিনতাইকারীদের কবলে বিচারক, খোয়ালেন মোবাইল-চশমা

চট্টগ্রামের বাঁশখালীতে ছোট কাজে বড় অনিয়ম

লালদিয়া-পানগাঁও টার্মিনাল / ১০ বছরের করমুক্ত সুবিধা পাবে দুই বিদেশি কোম্পানি

১০

রামপুরায় বাসে আগুন

১১

যুবদলের পাঁচ নেতাকে কারণ দর্শানোর নোটিশ

১২

আসামি ছিনিয়ে নিয়ে গণপিটুনিতে হত্যা, যুবক গ্রেপ্তার

১৩

এবার ‘রাজসাক্ষী’ হয়ে আরেক পুলিশ সদস্যের জবানবন্দি

১৪

দুই ইউপি চেয়ারম্যানসহ আ.লীগের ৮ নেতাকর্মী কারাগারে

১৫

নবায়নযোগ্য জ্বালানির দাবিতে নৌবহর কর্মসূচি

১৬

সময় টিভির চেয়ারম্যান মোরশেদুল ইসলামের পদত্যাগ

১৭

ইতালি নেওয়ার লোভ দেখিয়ে লিবিয়ায় নিয়ে তিন বাংলাদেশিকে গুলি করে হত্যা

১৮

জানা গেল বিপিএল নিলামের নতুন তারিখ

১৯

রোজা শুরু হতে আর কত দিন বাকি? জেনে নিন

২০
X