পাকিস্তানের লাহোরে আজ থেকে শুরু হচ্ছে এশিয়া কাপের সুপার ফোর পর্ব। গত আসরে প্রথম রাউন্ডে বাদ পড়া বাংলাদেশের প্রতিপক্ষ এবারের প্রতিযোগিতার আয়োজক শক্তিশালী পাকিস্তান। আফগানিস্তানকে হারানো ম্যাঠেই বাবর আজমদের মোকাবিলা করবে সাকিব-তাসকিনরা।
বুধবার (৬ সেপ্টেম্বর) লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে বিকেল সাড়ে তিনটায় শুরু হবে বাংলাদেশ-পাকিস্তান সুপার ফোরের লড়াই। লাহোরের প্রচণ্ড গরম কন্ডিশনেও নিজেদের সেরাটা দিয়েই লড়াই করতে চায় বাংলাদেশ। এমনটায় জানিয়েছেন টাইগার পেসার তাসকিন আহমেদ।
আফগানিস্তানের বিপক্ষে হ্যামস্ট্রিংয়ে চোটে পেয়ে স্কোয়াড থেকে ছিটকে গেছেন সেঞ্চুরিয়ান নাজমুল হোসেন শান্ত। তার বদলে বাংলাদেশ দলে যুক্ত হয়েছেন লিটন কুমার দাস। নিজের পছন্দের ওপেনিং পজিশনেই দেখা যাবে বাংলাদেশ ওপেনারকে। তবে শান্তর পরিবর্তে তিন নাম্বারে তাওহিদ হৃদয়কে দেখা যেতে পারে।
লিটন ওপেনিংয়ে ফেরায় পরিবর্তন আসতে যাচ্ছে ওপেনিং পজিশনে। যা প্রায় নিশ্চিত। সেক্ষেত্রে আবারও ব্যাটিংয়ে নিচের দিকে ফিরে যেতে পারেন মিরাজ। লিটনের সঙ্গে ইনিংস উদ্বোধন করতে নামবেন নাঈম শেখ।
মিডল অর্ডারের চার নাম্বার পজিশনে সাকিব আল হাসার এবং পাঁচে মুশফিকুর রহিম ব্যাট করবেন। ছয়ে আফিফ হোসেন এবং সাতে দেখা যেতে পারে মিরাজকে। আটে থাকতে পারেন শামীম হোসেন পাটোয়ারী। তাসকিন আহমেদ, হাসান মাহমুদ এবং শরিফুল ইসলামকে নয়, ১০ এবং ১১ নাম্বার পজিশনে ব্যাট করবেন। এ ম্যাচেও টাইগার একাদশে দেখা যাবে না একটা সময়ের অটোচয়েজ মুস্তাফিজুর রহমানকে।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ
লিটন কুমার দাস, মোহাম্মদ নাঈম শেখ, তাওহিদ হৃদয়, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, আফিফ হোসেন ধ্রুব, মেহেদি হাসান মিরাজ, শামীম হোসেন পাটোয়ারী, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, শরীফুল ইসলাম।
মন্তব্য করুন