এশিয়া কাপের প্রথম ম্যাচের আগের রাতে একাদশ ঘোষণা করে চমক দিয়েছিল পাকিস্তান। চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে ম্যাচ শুরুর আগে আবারও একাদশ ঘোষণা করেছে এশিয়া কাপের আয়োজকরা। তবে প্রতিপক্ষ ভারতের হয়ে কোন এগারোজন মাঠে নামবেন তা জানতে ক্রিকেটপ্রেমীরা ব্যাকুল হয়ে আছেন।
শনিবার (২ সেপ্টেম্বর) শ্রীলঙ্কার ক্যান্ডিতে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে ভারত। এই ম্যাচ দিয়েই এবারের এশিয়া কাপ মিশন শুরু করবে রোহিত বাহিনী। তবে ম্যাচ শুরুর আগেই সমর্থকদের মধ্যে গুঞ্জন, ভারতের পাকিস্তানের বিপক্ষে চূড়ান্ত দল কেমন হতে চলেছে?
ভারত কি তিন পেসারের পাশাপাশি হার্দিক পান্ডিয়াকে চতুর্থ পেসার হিসেবে খেলাবে নাকি দুই স্পিনার নিয়ে মাঠে নামবে। এই একটা জায়গাতেই সমস্যা টিম ইন্ডিয়ার। স্বাভাবিকভাবেই ওপেন করতে নামবেন অধিনায়ক রোহিত শর্মা এবং শুভমান গিল। তিন নম্বর বা ওয়ানডাউনে ব্যাট করতে নামবেন ভারতীয় তারকা বিরাট কোহলি। ওয়ানডে ক্রিকেটে এই পজিশনে দারুণ ব্যাট করেন সাবেক অধিনায়ক।
চার নম্বর পজিশনে ব্যাট করবেন শ্রেয়াস আইয়ার। ভারতের প্রধান কোচ রাহুল দ্রাবিড় আগে থেকেই শ্রেয়াসকে চারে খেলাবেন বলে ভেবে আসছেন। কেএল রাহুল পুরোপুরি সুস্থ না হওয়ায় পাঁচ নম্বরে ব্যাট করবেন উইকেটকিপার ইশান কিশান।
ভারতের মিডল অর্ডারে বেশ পরীক্ষিত এক নাম হার্দিক পান্ডিয়া। ব্যাটের পাশাপাশি বল হাতেও দলের জয়ে ভূমিকা রাখেন তিনি। ছয় নম্বর পজিশনে ব্যাট করতে দেখা যেতে পারে মারকুটে এই পেস অলরাউন্ডারকে। ভারতীয় দলের একাদশে সবসময় অটোমেটিক চয়েজ রবীদন্দ্র জাদেজা। প্রধান অলরাউন্ডার হিসেবেই সাতে নাম্বরে নামবেন বাঁহাতি এই স্পিনার। ক্যান্ডির পাল্লেকেলের পিচ স্পিন সহায়ক। তাই তিন স্পিনার নিয়ে ভারত মাঠে নামলে জাদেজা, কূলদ্বীপ যাদবের পাশাপাশি অক্ষর প্যাটেলের দলে থাকার সম্ভাবনা বেশি। দলে জায়গা পেলে আট নম্বরে ব্যাট করবেন এই স্পিন অলরাউন্ডার।
জসপ্রীত বুমরাহর সঙ্গে মোহাম্মদ শামি নাকি মোহাম্মদ সিরাজ কে খেলবেন? এমন প্রশ্ন ক্রিকেটপ্রেমীদের মাঝে। সেক্ষেত্রে বুমরাহর সঙ্গী হিসেবে শামিকে রাখা হলে বাদ পড়বেন মোহাম্মদ সিরাজ।
পাকিস্তানের বিপক্ষে ভারতের সম্ভাব্য একাদশ:
রোহিত শর্মা, শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, ইশান কিশান, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, জসপ্রীত বুমরাহ, এবং মোহাম্মদ শামি।
মন্তব্য করুন