নতুন ফিচার নিয়ে আসছে হোয়াটসঅ্যাপ
ব্যবহারকারীদের জন্য নতুন ফিচার নিয়ে আসছে সামাজিক যোগাযোগমাধ্যম হোয়াটসঅ্যাপ। ব্যবহারকারীর সময় বাঁচাতে বিভিন্ন চ্যানেলকে ভিন্ন ভিন্ন ক্যাটাগরিতে ভাগ করার নতুন ফিচার নিয়ে আসছে প্রতিষ্ঠানটি। বৃহস্পতিবার (৯ মে) হোয়াটসঅ্যাপ বেটাইনফোর বরাত দিয়ে সংবাদমাধ্যম দ্য টাইমস অব ইন্ডিয়া এক প্রতিবেদনে এ তথ্য তুলে ধরেছে।  ২০২৩ সালে হোয়াটসঅ্যাপে চ্যানেল যোগ করেন মালিকানাধীন প্রতিষ্ঠান মেটা। এবার সেই চ্যানেলগুলো থেকে নিজের পছন্দমতো একটি সহজেই খুঁজে পেতে বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করার ফিচার যুক্ত করতে যাচ্ছে হোয়াটসঅ্যাপ। জানা গেছে, আপডেটটি খুব দ্রুতই ব্যবহারকারীদের ডিভাইসে চলে আসবে। চ্যানেলগুলো নতুন সম্প্রচারের মাধ্যম হিসেবে হোয়াটসঅ্যাপে যুক্ত হয়েছে। যা ব্যবহার করে অনেকেই তাদের ফলোয়ারদের জন্য সাধারণ বার্তা পাঠাতে পারবে। জানা যায়, এই চ্যানেলগুলোকে ৭টি ভাগে ভাগ করা হচ্ছে। ব্যবসা, বিনোদন, লাইফস্টাইল, তথ্য ও সংবাদ, সংস্থা, ব্যক্তিবিশেষ এবং খেলাধুলা। ফিচারটি চলে আসার সঙ্গে সঙ্গেই চ্যানেলগুলো এসব ক্যাটাগরির মাধ্যমে আলাদা হয়ে যাবে। যার কারণে ব্যবহারকারীদের অযথা চ্যানেল খোঁজার ঝামেলা নিতে হবে না। এতে করে সময়ও বাঁচবে।   একই সঙ্গে এসব ক্যাটাগরিতে নিজের পছন্দসই কন্টেন্ট খুঁজে বের করার আরও আপডেট আসবে বলে জানায় হোয়াটসঅ্যাপ। লোকেশন বা স্থান ট্র্যাক করে ব্যবহারকারীদের আগ্রহের কন্টেন্টগুলোকে সামনে আনতে আপডেটে কাজ করা হবে বলে উল্লেখ করে প্রতিষ্ঠানটি।
০৯ মে, ২০২৪

চ্যাট পিন করা যাবে হোয়াটসঅ্যাপে
বর্তমানে সারা বিশ্বে অন্যতম জনপ্রিয় যোগাযোগ মাধ্যম মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ। ব্যবহারে সহজ পদ্ধতি এবং উন্নত সুরক্ষা ব্যবস্থার জন্য সবার কাছেই অ্যাপটি জনপ্রিয়। ব্যবহারকারীদের আরও ভালো অভিজ্ঞতা দিতে ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপটি নতুন নতুন ফিচার নিয়ে আসছে। ব্যক্তি জীবনে দেখা যায় একাধিক গ্রুপসহ যোগাযোগ করাতে হয় হোয়াটসঅ্যাপে। এক্ষেত্রে এত এত গ্রুপ বা চ্যাটের মধ্যে মাঝে জরুরি মেসেজের উত্তর দিতেই দেরি হতে যায়। এতে পড়তে হয় বাড়তি ঝামেলায়। থাকতে হয় মানসিক চিন্তায়। এবার সে সমস্যা সমাধানে হোয়াটসঅ্যাপ নিয়ে এসেছিল নতুন ফিচার। ফিচারটির মাধ্যমে হোয়াটসঅ্যাপে ব্যক্তিগত বা গ্রুপ চ্যাটে ইউজার গুরুত্বপূর্ণ মেসেজ পিন করে রাখতে পারেন। বর্তমানে হোয়াটসঅ্যাপে একসঙ্গে ৩টি চ্যাট পিন মেসেজ পিন করার সুবিধা পান ব্যবহারকারীরা। তবে এবার এই ফিচারেই সামান্য আপডেট যুক্ত হচ্ছে। জানা গেছে, নতুন এ ফিচারে ব্যবহারকারীরা তিনের থেকে বেশি সংখ্যক চ্যাট পিনড বা পিন মেসেজ করার সুযোগ কপাবেন। যদিও এখনই সর্বসাধারণ এ সুযোগ পাচ্ছে না। আপাতত এই ফিচার নিয়ে হোয়াটসঅ্যাপের অ্যান্ড্রয়েড ভার্সনে পরীক্ষা নিরীক্ষা চলছে। হোয়াটসঅ্যাপ ট্র্যাকার ওয়েবিটাইনফো জানিয়েছে, হোয়াটসঅ্যাপ বিটা ফর অ্যান্ড্রয়েড, ২.২৪.৬.১৫- এই ভার্সনে নতুন আপডেটে এই নয়া ফিচার যুক্ত হবে। এখন হোয়াটসঅ্যাপে ৩টি চ্যাট পিন করে রাখা যায়। ইউজার যখন চতুর্থ চ্যাটটি পিন করতে যাবেন, তখন সবচেয়ে পুরোনো পিন চ্যাটটি ডিলিট করে দেয় হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ। তবে ৩টির বেশি হোয়াটসঅ্যাপ চ্যাট পিন করার ফিচার চালু হয়ে গেলে আর এই অসুবিধা হবে না। প্রাথমিকভাবে অ্যান্ড্রয়েড ভার্সনে এই ফিচার চালু হবে। তবে আগামী দিনে আইওএস ও ওয়েব ভার্সনেও এই ফিচার চালু হবে, এমনটাই ধারণা করছেন বিশ্লেষকরা।
১৭ মার্চ, ২০২৪

বাবরের হোয়াটসঅ্যাপ বার্তা ফাঁস করলেন পিসিবিপ্রধান
একের পর এক বিতর্কে জর্জরিত পাকিস্তানের ক্রিকেট অঙ্গন। ভারতে অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপে শ্রীলঙ্কা ও নেদার‌ল্যান্ডসের বিপক্ষে জিতে দারুণ শুরু পেয়েছিল দলটি। তবে টানা চার পরাজয়ে প্রতিযোগিতার সেমিফাইনাল খেলায় অনিশ্চিত হয়ে দাঁড়িয়েছে বাবর আজমদের। এরই মধ্যে অধিনায়ক বাবরের ব্যক্তিগত হোয়াটসঅ্যাপ বার্তা ফাঁস করে সমালোচনার মুখে পড়েছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের সভাপতি (পিসিবি) জাকা আশরাফ। শনিবার (২৮ অক্টোবর) পাকিস্তানের সাবেক উইকেটকিপার রশিদ লতিফ বলেছিলেন, ভারতে থেকে পাকিস্তান অধিনায়ক বাবর আজম জাকা আশরাফের সঙ্গে ফোনে যোগাযোগ করার চেষ্টা করেন। পিসিবিপ্রধান পাক দলপতির ফোন ধরেননি। তখন জাকা আশরাফের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান বাবর। কিন্তু সেটাতেও সাড়া দেননি পিসিবি প্রধান। পাকিস্তানের সাবেক উইকেটকিপার রশিদ লতিফের অভিযোগ সঙ্গে সঙ্গে অস্বীকার করেছিলেন জাকা আশরাফ। কিন্তু কোনোভাবেই সমালোচনা বন্ধ করতে পারছিলেন না তিনি। অবশেষে বাবরের সঙ্গে পাকিস্তানের চিফ অপারেটিং অফিসার সালমান নাসেরের হোয়াটসঅ্যাপ বার্তা প্রকাশ করেন পিসিবি সভাপতি। পাকিস্তান অধিনায়ককে সালমান জিজ্ঞাসা করেছিলেন, তিনি জাকা আশরাফকে ফোন বা হোয়াটসঅ্যাপ করেছিলেন কি না? পাকিস্তানের একটি সংবাদমাধ্যমকে সাক্ষাৎকারে জাকা আশরাফ বলেছেন, ‘সে (লতিফ) বলেছে যে আমি তার (বাবর) ফোন ধরি না। সে তো আমাকে কখনো ফোনই দেয় না। দলের অধিনায়কের ডিরেক্টর ইন্টারন্যাশনাল বা চিফ অপারেটিং অফিসারের সঙ্গে আলোচনা করার কথা।’ বাবর আজম যে পিসিবি প্রধানকে ফোন করেননি, সেটা প্রমাণ করতে সাক্ষাৎকারের মাঝে অধিনায়কের ব্যক্তিগত হোয়াটসঅ্যাপ বার্তা উপস্থাপক সাংবাদিককে দেখান জাকা আশরাফ। যে বার্তা বাবর পাঠিয়েছিলেন সালমান নাসেরকে। সাংবাদিকও সেই বার্তা চ্যানেলটির স্ক্রিনে দেখান।  টিভি চ্যানেলটিতে দেখা গেছে, সালমান নাসের বাবরকে বার্তা পাঠিয়ে জিজ্ঞেস করেন, ‘বাবর, এখানে টিভি আর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে যে তুমি পিসিবি প্রধানকে ফোন করেছ? কিন্তু তিনি ফোন ধরছেন না। তুমি কি সম্প্রতি তাকে ফোন করেছিলে?’ এই প্রশ্নের জবাবে বাবর বার্তায় বলেছেন, ‘সালাম সালমান ভাই। আমি স্যারকে কোনো ফোন করিনি।’ মূলত এই ঘটনার পর নতুন করে আলোচনা-সমালোচনার ঝড় বইছে পাক ক্রিকেট অঙ্গনে। অনেকেই প্রশ্ন তুলেছেন জাকা আশরাফ কি বাবরের অনুমতি নিয়ে তার ব্যক্তিগত হোয়াটসঅ্যাপ বার্তা প্রকাশ করেছেন টিভিতে? সাবেক পাক তারকা আজহার আলী প্রশ্ন তুলেছেন যে, টেলিভিশন চ্যানেলটিও কি বাবরের অনুমতি নিয়েছিল বার্তা প্রকাশ করার আগে?  
৩০ অক্টোবর, ২০২৩

ভয়েস মেসেজে নতুন সুবিধা আনল হোয়াটসঅ্যাপ
অনলাইন বার্তা আদান-প্রদানের সবচেয়ে জনপ্রিয় মাধ্যম হোয়াটসঅ্যাপ। প্রতিনিয়ত এই মাধ্যমে ব্যবহারকারীর সংখ্যা বাড়ছে। সেই সঙ্গে ব্যবহারকারীদের বাড়তি সুবিধা দিতেও কাজ করছে তারা। এবার তারই অংশ হিসেবে ভয়েস মেসেজ পাঠানোর ক্ষেত্রে নতুন সুবিধা এনেছে হোয়াটসঅ্যাপ। হোয়াটসঅ্যাপের ফিচার ট্র্যাকার ডব্লিউএবেটাইনফোর এক প্রতিবেদন এ তথ্য জানানো হয়েছে।  এতে বলা হয়, হোয়াটসঅ্যাপ এবার অডিও বা ভয়েস মেসেজ ফিচারটিকে ‘ভিউ ওয়ান্স’ অপশনের মাধ্যমে আপডেট করছে। এর মানে হলো সেন্ডার ও রিসিভাররা মাত্র একবারই কোনো ভয়েস নোট খুলতে পারবেন। প্রতিবেদনে আরও বলা হয়, ভয়েস নোটগুলোর জন্য ‘ভিউ ওয়ান্স’ মোড চালু করলে এটি গোপনীয় মেসেজ সেভ বা ফরোয়ার্ড হতে দেবে না। ফিচারটি একবার ইনস্টল হয়ে গেলে হোয়াটসঅ্যাপে অডিও রেকর্ডিংয়ের সময় ভয়েস নোট ওয়েভফর্মের ডানদিকে একটি ছোট্ট আইকন দেখা যাবে। যা ট্যাপ করে এই মোডটি সক্রিয় করা যাবে। এরপর এই মোড চালু হলে রিসিভার একবার মাত্র সেটি শুনতে সক্ষম হবেন, ফাইল খোলার পর সেটি ক্লোজ করলেই অডিও মেসেজ মুছে যাবে। এমনকি সেন্ডারও আর সেই ফাইল অ্যাক্সেস করতে পারবেন না। এতে করে ব্যবহারকারীদের ব্যক্তিগত বা সংবেদনশীল তথ্য ভুল হাতে পড়ার ঝুঁকি দূর হবে। নতুন এই ফিচারটি এখন পর্যন্ত হোয়াটসঅ্যাপের সীমিত সংখ্যক অ্যান্ড্রয়েড ও আইওএস বিটা ব্যবহারকারীরা পেয়েছেন। এটি অ্যান্ড্রয়েড বিটা ২.২৩.২২.৪ ভার্সন বা আইওএস বিটা ২৩.২১.১.৭৩ ভার্সন আপডেট করে অ্যাক্সেস করতে পারবেন।
২৬ অক্টোবর, ২০২৩

শিগগিরই একসঙ্গে দুটি হোয়াটসঅ্যাপ ব্যবহারের সুবিধা আসছে
আপনি কী হোয়াটসঅ্যাপ ব্যবহারকারী। তাহলে এই সুসংবাদটি আপনার জন্য। শিগগিরই এক ফোনে একাধিক অ্যাকাউন্ট ব্যবহার করার সুবিধা দেবে হোয়াটসঅ্যাপ। এমনটাই জানিয়েছেন মেটা সিইও মার্ক জাকারবার্গ। বৃহস্পতিবার (১৯ অক্টোবর) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিষয়টি জানিয়ে একটি স্ট্যাটাস দিয়েছেন তিনি। সেখানে তিনি লিখেন, শিগগিরই আপনারা একটি ফোনে দুটি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট রাখতে পারবেন। বর্তমানে একটি ফোনে শুধু একটি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ব্যবহার করা যায়। নতুন ফিচারে দুটি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ব্যবহারের সুবিধাটি পাওয়া যাবে। হোয়াটসঅ্যাপের অ্যান্ড্রয়েড বেটা ভার্সনে এই ফিচার পরীক্ষা করছে মেটা। ওয়েবেটাইনফোর এক প্রতিবেদেন বলা হয়েছে, এই ফিচার চালু হলে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট থেকেই অন্য অ্যাকাউন্ট যুক্ত করা যাবে। অ্যাকাউন্টের চ্যাট এবং নোটিফিকেশনও আলাদা রাখা হবে। ব্যবহারকারীরা সুইচ করে এক অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে যেতে পারবেন। এই ফিচার চালু হলে একাধিক হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ব্যবহারের জন্য থার্ড পার্টি অ্যাপ ব্যবহার করতে হবে না। জানা গেছে, হোয়াটসঅ্যাপে নতুন এই সংযোজনের কারণে ইন্টারফেসও বদলে যাওয়ার খবর শোনা যাচ্ছে। এই ইন্টারফেসের মধ্যে থাকবে বিভিন্ন অপশন যেমন- চ্যাট, স্ট্যাটাস এবং অন্যান্য ট্যাব। 
১৯ অক্টোবর, ২০২৩

নতুন ফিচার নিয়ে আসছে হোয়াটসঅ্যাপ
জনপ্রিয় অনলাইন ম্যাসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীর সুবিধার জন্য প্রতিনিয়তই নতুন নতুন পরিবর্তন নিয়ে হাজির হচ্ছে। সেই ধারাবাহিকতায় সম্প্রতি বেশ কিছু নতুন ফিচার নিয়ে এসেছে এই প্ল্যাটফর্মটি। বর্তমানে ব্যবহারকারীরা হোয়াটসঅ্যাপের যে ইন্টারফেস দেখে অভ্যস্ত, তা পরিবর্তন হতে চলেছে। নতুন ডিজাইন অনুযায়ী, ওপরের বারটির রং পরিবর্তন হয়ে সাদা করা হবে। বাকি বিষয়গুলো দেখাবে সবুজ রঙের।  ইতোমধ্যে অ্যান্ড্রয়েড বেটা ভার্সন ২.২৩.১৮.১৮-এ এই নতুন ডিজাইনটি পরীক্ষামূলক চালুও হয়েছে। গুগল প্লে বিটা প্রোগ্রামে এই ডিজাইনটি পাওয়া যাচ্ছে। তবে সবার জন্য এটি কবে উন্মুক্ত হবে, তা এখনও স্পষ্ট করে বলা হয়নি। সম্প্রতি প্রকাশ্যে আসা হোয়াটসঅ্যাপের নতুন ডিজাইনের স্ক্রিনশটটিতে দেখা যাচ্ছে, ওপরের বারটির রং হয়ে গেছে সাদা। আবার নেভিগেশন বারটি জায়গা পেয়েছে অ্যাপের নিচের দিকে। মনে করা হচ্ছে, গুগলের নতুন মেটেরিয়াল ডিজাইজের গাইডলাইনকে মাথায় রেখেই এই পরিবর্তন করা হচ্ছে।
০২ সেপ্টেম্বর, ২০২৩
X