একের পর এক বিতর্কে জর্জরিত পাকিস্তানের ক্রিকেট অঙ্গন। ভারতে অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপে শ্রীলঙ্কা ও নেদারল্যান্ডসের বিপক্ষে জিতে দারুণ শুরু পেয়েছিল দলটি। তবে টানা চার পরাজয়ে প্রতিযোগিতার সেমিফাইনাল খেলায় অনিশ্চিত হয়ে দাঁড়িয়েছে বাবর আজমদের। এরই মধ্যে অধিনায়ক বাবরের ব্যক্তিগত হোয়াটসঅ্যাপ বার্তা ফাঁস করে সমালোচনার মুখে পড়েছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের সভাপতি (পিসিবি) জাকা আশরাফ।
শনিবার (২৮ অক্টোবর) পাকিস্তানের সাবেক উইকেটকিপার রশিদ লতিফ বলেছিলেন, ভারতে থেকে পাকিস্তান অধিনায়ক বাবর আজম জাকা আশরাফের সঙ্গে ফোনে যোগাযোগ করার চেষ্টা করেন। পিসিবিপ্রধান পাক দলপতির ফোন ধরেননি। তখন জাকা আশরাফের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান বাবর। কিন্তু সেটাতেও সাড়া দেননি পিসিবি প্রধান।
পাকিস্তানের সাবেক উইকেটকিপার রশিদ লতিফের অভিযোগ সঙ্গে সঙ্গে অস্বীকার করেছিলেন জাকা আশরাফ। কিন্তু কোনোভাবেই সমালোচনা বন্ধ করতে পারছিলেন না তিনি। অবশেষে বাবরের সঙ্গে পাকিস্তানের চিফ অপারেটিং অফিসার সালমান নাসেরের হোয়াটসঅ্যাপ বার্তা প্রকাশ করেন পিসিবি সভাপতি। পাকিস্তান অধিনায়ককে সালমান জিজ্ঞাসা করেছিলেন, তিনি জাকা আশরাফকে ফোন বা হোয়াটসঅ্যাপ করেছিলেন কি না?
পাকিস্তানের একটি সংবাদমাধ্যমকে সাক্ষাৎকারে জাকা আশরাফ বলেছেন, ‘সে (লতিফ) বলেছে যে আমি তার (বাবর) ফোন ধরি না। সে তো আমাকে কখনো ফোনই দেয় না। দলের অধিনায়কের ডিরেক্টর ইন্টারন্যাশনাল বা চিফ অপারেটিং অফিসারের সঙ্গে আলোচনা করার কথা।’
বাবর আজম যে পিসিবি প্রধানকে ফোন করেননি, সেটা প্রমাণ করতে সাক্ষাৎকারের মাঝে অধিনায়কের ব্যক্তিগত হোয়াটসঅ্যাপ বার্তা উপস্থাপক সাংবাদিককে দেখান জাকা আশরাফ। যে বার্তা বাবর পাঠিয়েছিলেন সালমান নাসেরকে। সাংবাদিকও সেই বার্তা চ্যানেলটির স্ক্রিনে দেখান।
টিভি চ্যানেলটিতে দেখা গেছে, সালমান নাসের বাবরকে বার্তা পাঠিয়ে জিজ্ঞেস করেন, ‘বাবর, এখানে টিভি আর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে যে তুমি পিসিবি প্রধানকে ফোন করেছ? কিন্তু তিনি ফোন ধরছেন না। তুমি কি সম্প্রতি তাকে ফোন করেছিলে?’ এই প্রশ্নের জবাবে বাবর বার্তায় বলেছেন, ‘সালাম সালমান ভাই। আমি স্যারকে কোনো ফোন করিনি।’
মূলত এই ঘটনার পর নতুন করে আলোচনা-সমালোচনার ঝড় বইছে পাক ক্রিকেট অঙ্গনে। অনেকেই প্রশ্ন তুলেছেন জাকা আশরাফ কি বাবরের অনুমতি নিয়ে তার ব্যক্তিগত হোয়াটসঅ্যাপ বার্তা প্রকাশ করেছেন টিভিতে? সাবেক পাক তারকা আজহার আলী প্রশ্ন তুলেছেন যে, টেলিভিশন চ্যানেলটিও কি বাবরের অনুমতি নিয়েছিল বার্তা প্রকাশ করার আগে?
মন্তব্য করুন