কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৭ মার্চ ২০২৫, ১০:০১ পিএম
অনলাইন সংস্করণ

বিমান বানিয়ে তাক লাগানো জুলহাসকে নিয়ে যে অপপ্রচার

নিজের বানানো বিমানে জুলহাস মোল্লা। ছবি : সংগৃহীত
নিজের বানানো বিমানে জুলহাস মোল্লা। ছবি : সংগৃহীত

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দুটি স্ক্রিনশট কোলাজ করে দাবি প্রচার করা হচ্ছে, বিমান বানিয়ে তাক লাগিয়ে দেওয়া জুলহাস বিশ্ববিখ্যাত হার্ভার্ড ইউনিভার্সিটিতে চান্স পেয়েছেন। বাঙালিরা মেধার মূল্যায়ন দিতে না জানলেও যুক্তরাজ্য ঠিকই জানে।

সংযুক্ত স্ক্রিনশট দুটির একটি মূলধারার একটি সংবাদমাধ্যমের ফেসবুক পেজে প্রচারিত একটি পোস্টের এবং অপরটি ‘আহমেদ হাসান’ নামের একজন ব্যক্তির ফেসবুক পোস্টের।

তবে ফ্যাক্টচেক প্রতিষ্ঠান রিউমর স্ক্যানারের দৃষ্টিতে পড়েছে। এক প্রতিবেদনে তারা বলছে, বিষয়টি একদম মিথ্যা ও ভুয়া।

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, নিজের তৈরি ‘উড়োজাহাজে’ আকাশে ওড়া মানিকগঞ্জের তরুণ জুলহাস মোল্লার যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাওয়ার তথ্যটি সঠিক নয় বরং ‘আহমেদ হাসান’ নামের অপর এক ব্যক্তির হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাওয়ার ঘটনাকে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে।

এ বিষয়ে প্রাসঙ্গিক কি ওয়ার্ড সার্চ করলে গত ৪ মার্চ ওই সংবাদমাধ্যমের ফেসবুক পেজে একটি পোস্ট পাওয়া যায়। পোস্টে সংযুক্ত ফটোকার্ডে বলা হয়, ‘মানিকগঞ্জের এসএসসি পাস যুবক সফলভাবে নিজ হাতে তৈরি করা বিমান উড়িয়েছেন’। (অনূদিত) এবং পোস্টটির ক্যাপশনে বলা হয়, ‘বাজেট সীমাবদ্ধতার কারণে পাম্প ইঞ্জিন, অ্যালুমিনিয়াম এবং স্টেইনলেস স্টিল ব্যবহার করে নির্মিত উক্ত এয়ারক্রাফটটির ওজন প্রায় ১০০ কেজি’। (অনূদিত) উক্ত ফেসবুক পোস্টটির মন্তব্য সেকশনে এ বিষয়ে গণমাধ্যমটির ওয়েবসাইটে প্রকাশিত একটি প্রতিবেদনের লিঙ্কের সংযুক্তি পাওয়া যায়।

এ বিষয়ে একই শিরোনামে গত ৪ মার্চে প্রকাশিত উক্ত প্রতিবেদনটি থেকে জানা যায়, ‘অভূতপূর্ব উদ্ভাবনক্ষমতার বিরল দৃষ্টান্ত স্থাপন করে, মানিকগঞ্জের শিবালয় উপজেলার শৈতঘর টেওতা গ্রামের ২৮ বছর বয়সী ইলেকট্রনিক মেকানিক জুলহাস মোল্লা নিজে তৈরি করা একটি রেডিও-নিয়ন্ত্রিত এয়ারক্রাফট সফলভাবে উড়িয়েছেন, যা তার সমাজের মানুষের প্রশংসা কুড়িয়েছে। ৪ মার্চ বেলা ১১টার দিকে যমুনার চর, জাফরগঞ্জ থেকে উড্ডীন হওয়া এ বিমানটি শত শত মানুষের ভিড় আকর্ষণ করে।

আরও বলা হয়, দৌলতপুর উপজেলার বাঘুটিয়া এলাকার বাসিন্দা জুলহাস ও তার পরিবার নদীভাঙনের কারণে শৈতঘর টেওতা গ্রামে স্থানান্তরিত হন। ছয় ভাই ও দুই বোনের মধ্যে পঞ্চম জুলহাস ২০১৪ সালে জিয়নপুর উচ্চবিদ্যালয় থেকে এসএসসি সম্পন্ন করেন, তবে আর্থিক অসচ্ছলতার কারণে উচ্চশিক্ষা গ্রহণ করতে পারেননি। (অনূদিত)

এই প্রতিবেদনে জুলহাস মোল্লা যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েছেন, এমন কোনো নির্ভরযোগ্য সূত্রেও পাওয়া যায়নি।

এ ছাড়া প্রচারিত পোস্টে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়কে যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয় দাবি করা হলেও আদতে হার্ভার্ড বিশ্ববিদ্যালয় যুক্তরাষ্ট্রের।

সুতরাং আহমেদ হাসান নামে ভিন্ন এক ব্যক্তির হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পাওয়ার ঘটনাকে বিমান বানিয়ে আলোচনায় আসা জুলহাস মোল্লা হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পেয়েছেন দাবিতে প্রচার করা হয়েছে; যা মিথ্যা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সম্মেলনের দাওয়াত দিয়ে রংপুরে ফেরার পথে বিএনপি নেতার মৃত্যু

আদালতে বিচারককে গুলি করে হত্যা

মাঠে নামার আগে সুখবর পেল বাংলাদেশ

একদিকে অভিযানের ট্রলার, অন্যপাশে ‘ধুমধামে’ ইলিশ শিকার

আলু খেয়ে টাইপ ২ ডায়াবেটিসের ঝুঁকি বাড়াচ্ছেন কি

নিজের সিদ্ধান্ত বদলালেন হ্যারি কেইন

হেফাজতে ইসলামের অবরোধ প্রত্যাহার

মাত্র ১৩ গ্রাম ওজনে বিশ্বের সবচেয়ে ছোট ফোন

মির্জা ফখরুলের সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের বৈঠক

সড়কের দশা দেখতে গিয়ে যানজটে আটকা উপদেষ্টা

১০

আফগানিস্তানের বিপক্ষে যেমন হতে পারে বাংলাদেশের একাদশ

১১

লাইসেন্সবিহীন পশুখাদ্য ও ওষুধ কারখানা সিলগালা

১২

চট্টগ্রামে হাকিম হত্যাকাণ্ড আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির নজির : বিএনপি

১৩

জুবিনের নিরাপত্তারক্ষীর অ্যাকাউন্টে কোটি টাকা লেনদেন

১৪

তরুণদের স্থূলতা কি বিপদের ইঙ্গিত

১৫

ইনজুরিতে মারুফা, পরবর্তী ম্যাচ খেলা নিয়ে যা জানা গেল

১৬

বক্স অফিসে অপ্রতিরোধ্য রঘু ডাকাত

১৭

একসঙ্গে আগুন নেভাতে যান বাবা-ছেলে, অতঃপর...

১৮

‘সংখ্যালঘু বলে কোনো কনসেপ্ট নেই’

১৯

ইসরায়েলি বাহিনীর হাতে আটক শহিদুল আলম

২০
X