কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৭ মার্চ ২০২৫, ১০:০১ পিএম
অনলাইন সংস্করণ

বিমান বানিয়ে তাক লাগানো জুলহাসকে নিয়ে যে অপপ্রচার

নিজের বানানো বিমানে জুলহাস মোল্লা। ছবি : সংগৃহীত
নিজের বানানো বিমানে জুলহাস মোল্লা। ছবি : সংগৃহীত

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দুটি স্ক্রিনশট কোলাজ করে দাবি প্রচার করা হচ্ছে, বিমান বানিয়ে তাক লাগিয়ে দেওয়া জুলহাস বিশ্ববিখ্যাত হার্ভার্ড ইউনিভার্সিটিতে চান্স পেয়েছেন। বাঙালিরা মেধার মূল্যায়ন দিতে না জানলেও যুক্তরাজ্য ঠিকই জানে।

সংযুক্ত স্ক্রিনশট দুটির একটি মূলধারার একটি সংবাদমাধ্যমের ফেসবুক পেজে প্রচারিত একটি পোস্টের এবং অপরটি ‘আহমেদ হাসান’ নামের একজন ব্যক্তির ফেসবুক পোস্টের।

তবে ফ্যাক্টচেক প্রতিষ্ঠান রিউমর স্ক্যানারের দৃষ্টিতে পড়েছে। এক প্রতিবেদনে তারা বলছে, বিষয়টি একদম মিথ্যা ও ভুয়া।

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, নিজের তৈরি ‘উড়োজাহাজে’ আকাশে ওড়া মানিকগঞ্জের তরুণ জুলহাস মোল্লার যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাওয়ার তথ্যটি সঠিক নয় বরং ‘আহমেদ হাসান’ নামের অপর এক ব্যক্তির হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাওয়ার ঘটনাকে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে।

এ বিষয়ে প্রাসঙ্গিক কি ওয়ার্ড সার্চ করলে গত ৪ মার্চ ওই সংবাদমাধ্যমের ফেসবুক পেজে একটি পোস্ট পাওয়া যায়। পোস্টে সংযুক্ত ফটোকার্ডে বলা হয়, ‘মানিকগঞ্জের এসএসসি পাস যুবক সফলভাবে নিজ হাতে তৈরি করা বিমান উড়িয়েছেন’। (অনূদিত) এবং পোস্টটির ক্যাপশনে বলা হয়, ‘বাজেট সীমাবদ্ধতার কারণে পাম্প ইঞ্জিন, অ্যালুমিনিয়াম এবং স্টেইনলেস স্টিল ব্যবহার করে নির্মিত উক্ত এয়ারক্রাফটটির ওজন প্রায় ১০০ কেজি’। (অনূদিত) উক্ত ফেসবুক পোস্টটির মন্তব্য সেকশনে এ বিষয়ে গণমাধ্যমটির ওয়েবসাইটে প্রকাশিত একটি প্রতিবেদনের লিঙ্কের সংযুক্তি পাওয়া যায়।

এ বিষয়ে একই শিরোনামে গত ৪ মার্চে প্রকাশিত উক্ত প্রতিবেদনটি থেকে জানা যায়, ‘অভূতপূর্ব উদ্ভাবনক্ষমতার বিরল দৃষ্টান্ত স্থাপন করে, মানিকগঞ্জের শিবালয় উপজেলার শৈতঘর টেওতা গ্রামের ২৮ বছর বয়সী ইলেকট্রনিক মেকানিক জুলহাস মোল্লা নিজে তৈরি করা একটি রেডিও-নিয়ন্ত্রিত এয়ারক্রাফট সফলভাবে উড়িয়েছেন, যা তার সমাজের মানুষের প্রশংসা কুড়িয়েছে। ৪ মার্চ বেলা ১১টার দিকে যমুনার চর, জাফরগঞ্জ থেকে উড্ডীন হওয়া এ বিমানটি শত শত মানুষের ভিড় আকর্ষণ করে।

আরও বলা হয়, দৌলতপুর উপজেলার বাঘুটিয়া এলাকার বাসিন্দা জুলহাস ও তার পরিবার নদীভাঙনের কারণে শৈতঘর টেওতা গ্রামে স্থানান্তরিত হন। ছয় ভাই ও দুই বোনের মধ্যে পঞ্চম জুলহাস ২০১৪ সালে জিয়নপুর উচ্চবিদ্যালয় থেকে এসএসসি সম্পন্ন করেন, তবে আর্থিক অসচ্ছলতার কারণে উচ্চশিক্ষা গ্রহণ করতে পারেননি। (অনূদিত)

এই প্রতিবেদনে জুলহাস মোল্লা যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েছেন, এমন কোনো নির্ভরযোগ্য সূত্রেও পাওয়া যায়নি।

এ ছাড়া প্রচারিত পোস্টে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়কে যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয় দাবি করা হলেও আদতে হার্ভার্ড বিশ্ববিদ্যালয় যুক্তরাষ্ট্রের।

সুতরাং আহমেদ হাসান নামে ভিন্ন এক ব্যক্তির হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পাওয়ার ঘটনাকে বিমান বানিয়ে আলোচনায় আসা জুলহাস মোল্লা হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পেয়েছেন দাবিতে প্রচার করা হয়েছে; যা মিথ্যা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১০ দিন ধরে চিলমারী-রৌমারী রুটে ফেরি বন্ধ

গণভোট নিয়ে গুরুত্বপূর্ণ ৮ তথ্য জানাল সরকার

সুইজারল্যান্ডকে ৫ গোল দিল বাংলাদেশ

কড়াইল আগুনে ক্ষতিগ্রস্তদের সহায়তা নিশ্চিতের আশ্বাস প্রধান উপদেষ্টার

কারাগারে কি ইমরান খানকে হত্যা করা হয়েছে?

নতুন হল নির্মাণ ও সংস্কার / ঢাবির বিকল্প আবাসন হিসেবে উত্তরায় সম্ভাব্যতা যাচাই

সুখবর পেলেন যুবদলের এক নেতা

মারা গেলেন কোরিয়ান অভিনেতা লি সুন জায়ে

২৭৪ বিচারককে বদলির প্রজ্ঞাপন জারি

জামায়াতের মনোনয়ন পেয়ে ড. ফয়জুল হকের প্রতিক্রিয়া

১০

নামাজে রাকাত সংখ্যা ভুলে গেলে কী করবেন? জেনে নিন

১১

ডিবি হারুন ও সাবেক আইজি বেনজীর পরিবারের আয়কর নথি জব্দের নির্দেশ

১২

নরসিংদীতে ট্রেনে কাটা পড়ে নিহতের ১০ টুকরো লাশ উদ্ধার

১৩

মার্সেডিজ-বেঞ্জের ইভি চার্জিং অবকাঠামো এখন চট্টগ্রামেও

১৪

তৌসিফের যে দিকটার প্রেমে পড়েছেন নীলা

১৫

চাঁদাবাজি ও নৈরাজ্যের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ

১৬

লিটনের ‘বিস্ফোরক’ মন্তব্যের জবাব দিলেন প্রধান নির্বাচক

১৭

ঘূর্ণিঝড় ‘শেন-ইয়ার’ কোথায় আঘাত হানবে

১৮

জানাজায় ৪র্থ তাকবির বলার পর হাত কখন ছাড়বেন?

১৯

নির্বাচনের আগে রাস্তা সংস্কার না হলে ভোটকেন্দ্রে না যাওয়ার ঘোষণা

২০
X