কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৭ মার্চ ২০২৫, ১০:০১ পিএম
অনলাইন সংস্করণ

বিমান বানিয়ে তাক লাগানো জুলহাসকে নিয়ে যে অপপ্রচার

নিজের বানানো বিমানে জুলহাস মোল্লা। ছবি : সংগৃহীত
নিজের বানানো বিমানে জুলহাস মোল্লা। ছবি : সংগৃহীত

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দুটি স্ক্রিনশট কোলাজ করে দাবি প্রচার করা হচ্ছে, বিমান বানিয়ে তাক লাগিয়ে দেওয়া জুলহাস বিশ্ববিখ্যাত হার্ভার্ড ইউনিভার্সিটিতে চান্স পেয়েছেন। বাঙালিরা মেধার মূল্যায়ন দিতে না জানলেও যুক্তরাজ্য ঠিকই জানে।

সংযুক্ত স্ক্রিনশট দুটির একটি মূলধারার একটি সংবাদমাধ্যমের ফেসবুক পেজে প্রচারিত একটি পোস্টের এবং অপরটি ‘আহমেদ হাসান’ নামের একজন ব্যক্তির ফেসবুক পোস্টের।

তবে ফ্যাক্টচেক প্রতিষ্ঠান রিউমর স্ক্যানারের দৃষ্টিতে পড়েছে। এক প্রতিবেদনে তারা বলছে, বিষয়টি একদম মিথ্যা ও ভুয়া।

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, নিজের তৈরি ‘উড়োজাহাজে’ আকাশে ওড়া মানিকগঞ্জের তরুণ জুলহাস মোল্লার যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাওয়ার তথ্যটি সঠিক নয় বরং ‘আহমেদ হাসান’ নামের অপর এক ব্যক্তির হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাওয়ার ঘটনাকে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে।

এ বিষয়ে প্রাসঙ্গিক কি ওয়ার্ড সার্চ করলে গত ৪ মার্চ ওই সংবাদমাধ্যমের ফেসবুক পেজে একটি পোস্ট পাওয়া যায়। পোস্টে সংযুক্ত ফটোকার্ডে বলা হয়, ‘মানিকগঞ্জের এসএসসি পাস যুবক সফলভাবে নিজ হাতে তৈরি করা বিমান উড়িয়েছেন’। (অনূদিত) এবং পোস্টটির ক্যাপশনে বলা হয়, ‘বাজেট সীমাবদ্ধতার কারণে পাম্প ইঞ্জিন, অ্যালুমিনিয়াম এবং স্টেইনলেস স্টিল ব্যবহার করে নির্মিত উক্ত এয়ারক্রাফটটির ওজন প্রায় ১০০ কেজি’। (অনূদিত) উক্ত ফেসবুক পোস্টটির মন্তব্য সেকশনে এ বিষয়ে গণমাধ্যমটির ওয়েবসাইটে প্রকাশিত একটি প্রতিবেদনের লিঙ্কের সংযুক্তি পাওয়া যায়।

এ বিষয়ে একই শিরোনামে গত ৪ মার্চে প্রকাশিত উক্ত প্রতিবেদনটি থেকে জানা যায়, ‘অভূতপূর্ব উদ্ভাবনক্ষমতার বিরল দৃষ্টান্ত স্থাপন করে, মানিকগঞ্জের শিবালয় উপজেলার শৈতঘর টেওতা গ্রামের ২৮ বছর বয়সী ইলেকট্রনিক মেকানিক জুলহাস মোল্লা নিজে তৈরি করা একটি রেডিও-নিয়ন্ত্রিত এয়ারক্রাফট সফলভাবে উড়িয়েছেন, যা তার সমাজের মানুষের প্রশংসা কুড়িয়েছে। ৪ মার্চ বেলা ১১টার দিকে যমুনার চর, জাফরগঞ্জ থেকে উড্ডীন হওয়া এ বিমানটি শত শত মানুষের ভিড় আকর্ষণ করে।

আরও বলা হয়, দৌলতপুর উপজেলার বাঘুটিয়া এলাকার বাসিন্দা জুলহাস ও তার পরিবার নদীভাঙনের কারণে শৈতঘর টেওতা গ্রামে স্থানান্তরিত হন। ছয় ভাই ও দুই বোনের মধ্যে পঞ্চম জুলহাস ২০১৪ সালে জিয়নপুর উচ্চবিদ্যালয় থেকে এসএসসি সম্পন্ন করেন, তবে আর্থিক অসচ্ছলতার কারণে উচ্চশিক্ষা গ্রহণ করতে পারেননি। (অনূদিত)

এই প্রতিবেদনে জুলহাস মোল্লা যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েছেন, এমন কোনো নির্ভরযোগ্য সূত্রেও পাওয়া যায়নি।

এ ছাড়া প্রচারিত পোস্টে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়কে যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয় দাবি করা হলেও আদতে হার্ভার্ড বিশ্ববিদ্যালয় যুক্তরাষ্ট্রের।

সুতরাং আহমেদ হাসান নামে ভিন্ন এক ব্যক্তির হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পাওয়ার ঘটনাকে বিমান বানিয়ে আলোচনায় আসা জুলহাস মোল্লা হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পেয়েছেন দাবিতে প্রচার করা হয়েছে; যা মিথ্যা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইউক্রেনে মার্কিন এফ-১৬ ভূপাতিত

প্রাথমিক শিক্ষক নিয়োগে প্রশ্নফাঁসের অভিযোগ, পরীক্ষা বাতিলসহ ৪ দাবি এনসিপির

স্কুলে তালা দেওয়ায় ১৬ শিক্ষার্থীকে বহিষ্কারের সিদ্ধান্ত

তাহসান-রোজার বিচ্ছেদ যে কারণে

২০২৬ সাল নিয়ে বাবা ভাঙ্গার ভয়ংকর ভবিষ্যদ্বাণী

ফের নতুন সম্পর্কে মাহি

ইউজিসির স্থগিত নিয়োগ পরীক্ষা ১৬ জানুয়ারি

এলপিজি আমদানিতে ঋণ সুবিধা নিয়ে নতুন নির্দেশনা

কাঁকড়া নদীতে ভাসছিল ২ যুবকের মরদেহ

ভারতে খেলতে না যাওয়ার সিদ্ধান্ত নিয়ে যা বললেন মির্জা ফখরুল

১০

‘মুজিব কোট তুলে রেখেছি, এবার ধানের শীষে ভোট দেব’

১১

বাংলাদেশ থেকে উড়ে যাওয়া বেলুন নিয়ে ভারতে তুলকালাম

১২

আইপিএল প্রসঙ্গ টেনে বিপিএলে প্রশ্ন, বিরক্ত নবী

১৩

ফ্রিল্যান্সারদের জন্য বড় সুখবর

১৪

অর্থ আত্মসাৎ মামলায় অব্যাহতি পেলেন মেহজাবীন

১৫

টেকনাফ সীমান্তে মাইন বিস্ফোরণে যুবকের পা বিচ্ছিন্ন

১৬

কিউবায় তেল সরবরাহ বন্ধের হুমকি ট্রাম্পের

১৭

৪০ বার হজ আদায়কারী ১৪২ বছরের হাজির মৃত্যু

১৮

বার্সার কাছে হার, তবু নিরাপদ জাবির চেয়ার

১৯

বেনাপোল কাস্টমসে রাজস্ব ঘাটতি ১ হাজার ১৩ কোটি টাকা

২০
X