উত্তরায় বিমান দুর্ঘটনায় দেশজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। কাল রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। এ ঘটনায় শোক জানিয়েছেন ম্যাক্সিকোতে নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী।
সোমবার (২১ জুলাই) রাত ১১টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে দেওয়া এক পোস্টে তিনি এ শোক জানান।
ফেসবুক পোস্টে তিনি লেখেন, আজ উত্তরায় আমরা আমাদের ভবিষ্যৎ হারালাম। বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান উত্তরার মাইলষ্টোন স্কুলের ভবনে বিধ্বস্ত হয়ে কোমলমতি শিক্ষার্থীদের প্রাণহানির মর্মান্তিক ঘটনায় আমি শোকাহত, বাকরুদ্ধ।
তিনি আরও লেখেন, এই হৃদয়বিদারক দুর্ঘটনায় যারা প্রাণ হারিয়েছেন, তাদের আত্মার প্রশান্তি কামনা করি। আহতদের জন্য দোয়া করি, আল্লাহ যেন দ্রুত আরোগ্য দান করেন।
সবশেষ তিনি লেখেন, এই জাতীয় ট্র্যাজেডি আর দেখতে চাই না। আশা করি কারণ অনুসন্ধানে যথাযথ তদন্ত ও জবাবদিহিতা নিশ্চিত করা হবে। হে আল্লাহ, শোকসন্তপ্ত পরিবারগুলোর অন্তরে তুমি ধৈর্য দান করো।
মন্তব্য করুন