যুক্তরাষ্ট্রে পৌঁছানোর পর জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেনের ওপর হামলার ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছেন দলটির যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এ বিষয়ে স্ট্যাটাস দেন তিনি।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) ফেসবুকে এক স্ট্যাটাসে তিনি লিখেন, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের ফলে ফ্যাসিস্ট হাসিনা ও তার দোসররা দেশ থেকে পলায়ন করতে বাধ্য হয়। বিদেশে পালিয়েও তাদের ষড়যন্ত্র, চক্রান্ত ও সন্ত্রাসী কার্যক্রম বন্ধ হয়নি।
পোস্টে হান্নান মাসউদ লিখেন, এনসিপির কেন্দ্রীয় সদস্যসচিব ও ডাকসুর সাবেক সমাজসেবা সম্পাদক আখতার হোসেন ভাই যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে সন্ত্রাসী নিষিদ্ধ আওয়ামী লীগ কর্তৃক হামলার শিকার হয়েছেন। এটা নিষিদ্ধ আওয়ামী লীগের দেউলিয়াত্বের প্রমাণ করে।
দলটির মুখ্য সমন্বয়ক লিখেন, দ্রুত জাতীয় নেতাদের নিরাপত্তা দেওয়ার জন্য সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করছি। পাশাপাশি হামলাকারী সন্ত্রাসীদের গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসার জন্য যুক্তরাষ্ট্রের সরকারকে অনুরোধ করছি।
তিনি লিখেন, লীগের প্রতি সুশীলতা ও মায়া দেখানো বন্ধ করুন। এই পতিত স্বৈরাচারী দলটি সুযোগ পেলে যে আবারও দেশে গুম, খুন, রাহাজানি ও সন্ত্রাসী কার্যক্রম করবে সেটি আবারও প্রমাণিত হয়েছে। লীগ মানেই সন্ত্রাস। সর্বাবস্থায় এবং সর্ব জায়গায়।
পরিশেষে তিনি লিখেন, এরপরও যারা ইনিয়ে-বিনিয়ে এদের পক্ষে কথা বলে তাদেরও আইনের আওতায় আনা জরুরি।
এর আগে, এদিন ফেসবুকে এক স্ট্যাটাসে দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম লেখেন, ‘এই পা চাটা দালাল এবং জনতার ভয়ে জান নিয়ে পালিয়ে যাওয়া তাদের মা হাসিনা—হাজারের অধিক খুনের নির্দেশদাতা। বিগত ১৭ বছরে এই দেশে গুম, খুন, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, লুটপাট, ধর্ষণ থেকে শুরু করে এমন কোনো ঘৃণিত কাজ ও অন্যায় নেই, যা তারা করেনি।’
সারজিস লেখেন, এই অসভ্যদের বিন্দুমাত্র অনুশোচনা নেই। দালালি করতে করতে আর পা চাটতে চাটতে এরা এদের বিবেকবোধ হারিয়ে ফেলেছে। এরা এদের পরিবার ও আত্মীয়স্বজনের জন্য অভিশাপ। এই নরপশুদের আর ছাড় দেওয়ার সুযোগ নেই।
তিনি লেখেন, যারা অর্থসহ বিভিন্ন সুযোগ-সুবিধার বিনিময় এই শয়তানদের আশ্রয় দিয়েছেন এবং দিচ্ছেন তারা সাবধান হয়ে যান। সুযোগ পেলে এই কালো সাপগুলো আপনাদেরকেই ছোবল মারবে।
মন্তব্য করুন