কালবেলা ডেস্ক
প্রকাশ : ১২ অক্টোবর ২০২৩, ০৯:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

যুক্তরাষ্ট্রে জয়ের ‘গলফ ক্লাব’ নিয়ে মুখ খুললেন আরাফাত

বৃহস্পতিবার রাতে ফেসবুকে এক ভিডিও বার্তায় কথা বলছেন মোহাম্মদ এ আরাফাত। ছবি : সংগৃহীত
বৃহস্পতিবার রাতে ফেসবুকে এক ভিডিও বার্তায় কথা বলছেন মোহাম্মদ এ আরাফাত। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়াতে সজীব ওয়াজেদ জয়ের গলফ ক্লাব নিয়ে এবার মুখ খুললেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ও ঢাকা ১৭ আসনের এমপি মোহাম্মদ এ আরাফাত।

বৃহস্পতিবার (১২ অক্টোবর) রাতে ফেসবুকে এক ভিডিও বার্তায় এ বিষয়ে বিস্তারিত তুলে ধরেন তিনি।

ভিডিওর শুরুতে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নার একটি ভিডিও চালু করেন আরাফাত। ভিডিওতে মান্নাকে বলতে শোনা যায়, ‘ভার্জিনিয়াতে সজীব ওয়াজেদ জয়ের একটা গলফ হাউস আছে’। এরপর ভিডিওটি থামিয়ে করে আরাফাত বলেন, বিরোধীদলের এক নেতা জনসমাবেশে একটি বক্তব্য রাখছেন। তিনি বলছেন, ভার্জিনিয়াতে নাকি জয়ের একটা গলফ ক্লাব আছে!

এরপর সজীব ওয়াজেদ জয়ের ওই ছবির বিষয়ে আরাফাত বলেন, ‘জয় কখনোই বলেনি এটা আমার বাড়ির ক্লাব। মাহমুদুর রহমান মান্না এই বিষয়টা নিয়ে মিথ্যাচার করছেন। মজার ব্যাপার হচ্ছে আপনি যখন কোনো বিশ্ববিদ্যালয়ে পড়ান তখন আপনার বন্ধুদের আসতে বললে আপনি তখন বলেন আমার বিশ্ববিদ্যালয়ে চলে আসো। এটা খুবই একটা সাধারণ ব্যাপার। আপনি যদি কোনো ক্লাবের সদস্য হোন আর কেউ যদি আপনার সাথে দেখা করতে যায় তাহলে আপনি তাকে বলবেন আপনি আমার ক্লাবে চলে আসেন। তার মানে এটা দাঁড়ায় না আপনি ওই ক্লাবের মালিক। যে ভাড়া বাসায় থাকে সেও কিন্তু বলে আমার বাসায় চলে আসো। মাই হাউস মানে যে সেটার মালিক আমি বা ওইটা আমার- এটা এখন বিএনপি এবং তার সহযোগী মিথ্যাবাদী ও গুজবপ্রচারকারী নেতাদের কাছ থেকে আমাদের শিখতে হচ্ছে।’

মান্নার বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, ‘বাংলাদেশে অনেক ক্লাব আছে। সেখানে গিয়ে অনেকেই ডিনার করেন পরিবার নিয়ে। তার মানে এটা না যে তারা ওটার মালিক হয়ে যান। দুঃখজনক হলেও সত্যি তারা কীভাবে গুজব ছড়িয়ে এই মিথ্যাচার করে যাচ্ছে। মানুষকে বিভ্রান্ত করে যাচ্ছে। এই ন্যূনতম সততা এদের নেই। এরাই নাকি আবার রাজনীতিকে সুন্দর করবে, পরিশীলিত করবে।’

আরাফাত আরও বলেন, ‘তারা (বিরোধী পক্ষ) এতদিন বলেছে জয় নাকি আমেরিকাতে ঢুকতেই পারে না। তারপর বলল তার নাকি সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত হয়ে গেছে। আবার এখন এরাই বলছে জয়ের নাকি গলফ ক্লাব আছে। একই মুখে দুই রকম কথা বলে। এরা রাজনীতি করতে এসে রাজনীতি নোংরা করার জন্য যত ধরনের অপচেষ্টা যত ধরনের নোংরামি এইগুলোই হচ্ছে এদের কাজ। মিথ্যাচারের একটা মাত্রা থাকা উচিত বলেও জানান আরাফাত।’

প্রসঙ্গত, আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন উপলক্ষে সজীব ওয়াজেদ জয় নিজের অফিসিয়াল ফেসবুক পেজে একটি ছবি পোস্ট করেন। ওই পোস্টের ক্যাপশনে তিনি লিখেছেন, ভার্জিনিয়াতে আমার গলফ ক্লাবে পরিবারের সঙ্গে মায়ের জন্মদিনের নৈশভোজ (Ma's birthday dinner with the family at my golf club in Virginia)। এরপর থেকেই আওয়ামী বিরোধী ধারার রাজনীবিদরা এই ছবির কথা বলে বিভিন্ন ধরনের মন্তব্য করতে থাকেন। কেউ কেউ ওই গলফ ক্লাবটির মালিক সজীব ওয়াজেদ জয়- এটা বলে প্রচার করতে থাকেন। সেই বিষয়টিই খোলসা করলেন মোহাম্মদ এ আরাফাত। তিনি জানিয়েছেন, এই গলফ ক্লাবটি আসলে জয়ের না। তিনি (জয়) কখনোই বলেননি এই ক্লাবটি তার নিজের।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খুলনার রাজনীতির মাঠে সক্রিয় বিএনপি নেতা পারভেজ মল্লিক

সরকারি অফিসে হোয়াটসঅ্যাপ-পেনড্রাইভ নিষিদ্ধ করল জম্মু ও কাশ্মীর

মমতাজের পর এবার আদালতে জুতা খোয়ালেন তৌহিদ আফ্রিদি

ক্যাম্পাসে সহনশীল রাজনীতি চায় ছাত্রদল : আবিদুল

বগুড়ায় স্থানীয় অর্থনৈতিক উন্নয়ন শীর্ষক আঞ্চলিক ক্যাম্পেইন অনুষ্ঠিত

সব পাথর কোয়ারিগুলো ইকো ট্যুরিজম করার নির্দেশ

জকসু নির্বাচনের আগে বিচার চায় জবি ছাত্রদল

প্রোডাক্ট বিভাগে ইঞ্জিনিয়ার নিয়োগ দিচ্ছে শিক্ষা

চীনের সহযোগিতা বাংলাদেশের শিক্ষা খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে : ইউজিসি চেয়ারম্যান

ইলিশের উৎপাদন কমার কারণ জানালেন প্রাণিসম্পদ উপদেষ্টা

১০

জকসু নির্বাচন ঘিরে ছাত্রশিবিরের ৫ দফা

১১

ভারতে নির্মিত হচ্ছে ‘পরীমণি’, তবে কে এই পরী?

১২

বক্তব্যের ভুল ধরতে ফজলুর রহমানের আহ্বান

১৩

মাত্র ১৪ হাজার টাকা আবেদন ফি-এ মালয়েশিয়ায় স্থায়ী বসবাসের সুযোগ

১৪

অভিনেতা জয় বন্দ্যোপাধ্যায় আর নেই

১৫

খালেদা জিয়ার সঙ্গে বাবার ছবি দেখিয়ে আফ্রিদির জামিন চাইলেন আইনজীবী

১৬

যুক্তরাজ্যে হেলিকপ্টার বিধ্বস্ত

১৭

আইনজীবী আলিফ হত্যা মামলায় ৩৯ জনের বিরুদ্ধে অভিযোগপত্র গ্রহণ

১৮

গাজার হাসপাতালে ইসরায়েলের হামলা, সাংবাদিকদের দেখেই ফেলল বোমা

১৯

খুলনার নতুন ডিসি তৌফিকুর রহমান

২০
X