স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০২ জুলাই ২০২৪, ০৩:৩০ পিএম
আপডেট : ০২ জুলাই ২০২৪, ০৫:১১ পিএম
অনলাইন সংস্করণ

কুম্ভকর্ণের ঘুম, অতঃপর একাদশ থেকে বাদ তাসকিন

তাসকিন আহমেদ। ছবি : সংগৃহীত
তাসকিন আহমেদ। ছবি : সংগৃহীত

টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার এইটে ভারতের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচ। আগের ম্যাচের অস্ট্রেলিয়ার কাছে হেরে যাওয়ায় সেমিফাইনালে খেলতে রোহিত-কোহলিদের বিপক্ষে জয় ছাড়া বিকল্প নেই বাংলাদেশের। এমন গুরুত্বপূর্ণ ম্যাচে একাদশে ছিলেন না তাসকিন আহমেদ।

স্বাভাবিকভাবে প্রশ্ন ওঠে দারুণ ছন্দে থাকার পরও একাদশে কেন নেই দলের সহঅধিনায়ক? তখন বিস্তারিত কিছু জানা যায়নি। তবে সম্প্রতি এ নিয়ে চাঞ্চল্যকর এক খবর প্রকাশ করেছে ক্রিকেটবিষয়ক জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকবাজ।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিব) সূত্র দিয়ে ক্রিকেটবিষয়ক গণমাধ্যমটি জানিয়েছে ভারতের বিপক্ষে ম্যাচের দিন ঘুম ভাঙেনি টাইগার এ পেসারের। যার কারণ ধরতে পারেননি টিম বাস। পরে তাকে ছাড়াই একাদশ সাজাতে বাধ্য হয় বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট।

ক্রিকবাজের প্রতিবেদনে বলা হয়েছে নাম প্রকাশে অনিচ্ছুক বিসিবির শীর্ষ এক কর্মকর্তা তাসকিনের ঘুমের বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। সেই কর্মকর্তা বলেন বিব্রতকর ঘটনার জন্য তাসকিন সতীর্থদের কাছে ক্ষমাও চেয়েছিলেন।

শ্রীলঙ্কার বিপক্ষে জয় দিয়ে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু করে বাংলাদেশ। এরপর নেদারল্যান্ডস ও নেপালকে হারিয়ে জায়গা করে নেয় সুপার এইটে। তবে অস্ট্রেলিয়ার বিপক্ষে হার দিয়ে দ্বিতীয় রাউন্ড শুরু করে টাইগাররা।

পরে টিকে থাকার লড়াইয়ে ভারতের বিপক্ষে এমন অবিশ্বাস্য ঘটনাটি ঘটে। ক্রিকবাজের প্রতিবেদনে বলা হয় দেরিতে ঘুম থেকে উঠলেও ম্যাচের আগে ঠিকই স্টেডিয়ামে পৌঁছে যান তাসকিন। জাতীয় সংগীতের সময় তাকে মাঠেও দেখা যায়। তবে একাদশে জায়গা হয়নি।

তার পরিবর্তে একাদশে সুযোগ দেওয়া হয় জাকের আলি অনিককে। ডানহাতি ফাস্ট বোলারকে বাইরে রেখে একজন বাড়তি ব্যাটার খেলানোয় সমালোচনার মুখে পড়ে টিম ম্যানেজমেন্ট।

ক্রিকবাজের প্রতিবেদনে বলা হয় বিসিবির শীর্ষ সেই কর্মকর্তা জানান, ‘এটা সত্য যে তিনি (তাসকিন) টিম বাস মিস করে পরে দলে যোগ দিয়েছেন। কিন্তু কেন তিনি খেললেন না তা শুধু কোচই ভালো বলতে পারবেন। কারণ তিনি (ভারতের বিপক্ষে) পরিকল্পনায় ছিলেন কি না, তার উত্তর প্রধান কোচ (চন্ডিকা হাথুরুসিংহে) দিতে পারবেন।’

তিনি আরও বলেন, ‘যদি (কোচ ও খেলোয়াড়ের মধ্যে) কোনো সমস্যা থাকতো তাহলে কীভাবে পরের ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে খেললেন। আরও যোগ করেন, সময়মতো উঠতে না পারার জন্য তিনি (তাসকিন) তার সতীর্থ এবং সবার কাছে ক্ষমা চেয়েছেন।’

ভারতের বিপক্ষে সে ম্যাচে বেশ বড় ব্যবধানে হেরে যায় বাংলাদেশ দল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গণঅধিকার পরিষদের দেশব্যাপী কর্মসূচি ঘোষণা

স্বাস্থ্য পরামর্শ / মোটরযানের কালো ধোঁয়া ও অসংক্রামক রোগের ঝুঁকি

নুরের ওপর হামলার নিন্দা / আমরা অত্যন্ত নাজুক সময়ে আছি : তারেক রহমান

নুরের অবস্থা মুমূর্ষু, বাঁচবে কি মরবে জানি না : রাশেদ

নুরের ওপর হামলার প্রতিবাদে নিজ উপজেলায় বিক্ষোভ

ডাচদের সাথে লিটনদের লড়াই দেখবেন যেভাবে

নুরের ওপর হামলা / ঢাকা-ময়মনসিংহ সড়ক অবরোধ

কী বলে নুরের ওপর হামলা করা হয়, জানালেন ইয়ামিন মোল্লা

আফগানদের হারিয়ে ত্রিদেশীয় সিরিজে শুভ সূচনা পাকিস্তানের

নুরের ওপর হামলার ঘটনায় জামায়াত সেক্রেটারি জেনারেলের বিবৃতি

১০

আইসিইউতে নুর, ৪৮ ঘণ্টার আগে কিছু বলা যাবে না : চিকিৎসক

১১

নুরের ওপর হামলা ‘অত্যন্ত ন্যক্কারজনক’: প্রধান উপদেষ্টার প্রেস সচিব

১২

নুরের ওপর হামলায় ১০১ সংগঠনের বিবৃতি

১৩

নুরকে দেখতে এসে আসিফ নজরুল অবরুদ্ধ 

১৪

আহত নুরকে দেখতে ঢামেকে প্রেস সচিব

১৫

সহিংসতার ঘটনায় সেনাবাহিনীর বিবৃতি

১৬

সেই পরিকল্পনা ভেস্তে গেলেও ওরা থামেনি : হাসনাত

১৭

মাদুশঙ্কার হ্যাটট্রিকে লঙ্কানদের রুদ্ধশ্বাস জয়

১৮

নুরের ওপর হামলার কড়া প্রতিবাদ ছাত্রদলের

১৯

ভারতীয় বক্সারকে হারিয়ে ইতিহাস গড়লেন হাসান শিকদার

২০
X