স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০২ জুলাই ২০২৪, ০৩:৩০ পিএম
আপডেট : ০২ জুলাই ২০২৪, ০৫:১১ পিএম
অনলাইন সংস্করণ

কুম্ভকর্ণের ঘুম, অতঃপর একাদশ থেকে বাদ তাসকিন

তাসকিন আহমেদ। ছবি : সংগৃহীত
তাসকিন আহমেদ। ছবি : সংগৃহীত

টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার এইটে ভারতের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচ। আগের ম্যাচের অস্ট্রেলিয়ার কাছে হেরে যাওয়ায় সেমিফাইনালে খেলতে রোহিত-কোহলিদের বিপক্ষে জয় ছাড়া বিকল্প নেই বাংলাদেশের। এমন গুরুত্বপূর্ণ ম্যাচে একাদশে ছিলেন না তাসকিন আহমেদ।

স্বাভাবিকভাবে প্রশ্ন ওঠে দারুণ ছন্দে থাকার পরও একাদশে কেন নেই দলের সহঅধিনায়ক? তখন বিস্তারিত কিছু জানা যায়নি। তবে সম্প্রতি এ নিয়ে চাঞ্চল্যকর এক খবর প্রকাশ করেছে ক্রিকেটবিষয়ক জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকবাজ।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিব) সূত্র দিয়ে ক্রিকেটবিষয়ক গণমাধ্যমটি জানিয়েছে ভারতের বিপক্ষে ম্যাচের দিন ঘুম ভাঙেনি টাইগার এ পেসারের। যার কারণ ধরতে পারেননি টিম বাস। পরে তাকে ছাড়াই একাদশ সাজাতে বাধ্য হয় বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট।

ক্রিকবাজের প্রতিবেদনে বলা হয়েছে নাম প্রকাশে অনিচ্ছুক বিসিবির শীর্ষ এক কর্মকর্তা তাসকিনের ঘুমের বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। সেই কর্মকর্তা বলেন বিব্রতকর ঘটনার জন্য তাসকিন সতীর্থদের কাছে ক্ষমাও চেয়েছিলেন।

শ্রীলঙ্কার বিপক্ষে জয় দিয়ে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু করে বাংলাদেশ। এরপর নেদারল্যান্ডস ও নেপালকে হারিয়ে জায়গা করে নেয় সুপার এইটে। তবে অস্ট্রেলিয়ার বিপক্ষে হার দিয়ে দ্বিতীয় রাউন্ড শুরু করে টাইগাররা।

পরে টিকে থাকার লড়াইয়ে ভারতের বিপক্ষে এমন অবিশ্বাস্য ঘটনাটি ঘটে। ক্রিকবাজের প্রতিবেদনে বলা হয় দেরিতে ঘুম থেকে উঠলেও ম্যাচের আগে ঠিকই স্টেডিয়ামে পৌঁছে যান তাসকিন। জাতীয় সংগীতের সময় তাকে মাঠেও দেখা যায়। তবে একাদশে জায়গা হয়নি।

তার পরিবর্তে একাদশে সুযোগ দেওয়া হয় জাকের আলি অনিককে। ডানহাতি ফাস্ট বোলারকে বাইরে রেখে একজন বাড়তি ব্যাটার খেলানোয় সমালোচনার মুখে পড়ে টিম ম্যানেজমেন্ট।

ক্রিকবাজের প্রতিবেদনে বলা হয় বিসিবির শীর্ষ সেই কর্মকর্তা জানান, ‘এটা সত্য যে তিনি (তাসকিন) টিম বাস মিস করে পরে দলে যোগ দিয়েছেন। কিন্তু কেন তিনি খেললেন না তা শুধু কোচই ভালো বলতে পারবেন। কারণ তিনি (ভারতের বিপক্ষে) পরিকল্পনায় ছিলেন কি না, তার উত্তর প্রধান কোচ (চন্ডিকা হাথুরুসিংহে) দিতে পারবেন।’

তিনি আরও বলেন, ‘যদি (কোচ ও খেলোয়াড়ের মধ্যে) কোনো সমস্যা থাকতো তাহলে কীভাবে পরের ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে খেললেন। আরও যোগ করেন, সময়মতো উঠতে না পারার জন্য তিনি (তাসকিন) তার সতীর্থ এবং সবার কাছে ক্ষমা চেয়েছেন।’

ভারতের বিপক্ষে সে ম্যাচে বেশ বড় ব্যবধানে হেরে যায় বাংলাদেশ দল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা নিউজিল্যান্ডের

বাসে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ, চালক আটক

ফ্রেঞ্চ ফ্রাই নিয়মিত খেলেই কি বাড়তে পারে ডায়াবেটিসের ঝুঁকি?

যেসব বিভাগ থেকে বিদায় নিয়েছে মৌসুমি বায়ু

ভারতের কাশির সিরাপে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সতর্কবার্তা

এক ক্লিকেই জামিন আদেশ যাবে কারাগারে: আইন উপদেষ্টা

ভাইয়ের চাপাতির কোপে ছোট ভাই নিহত

রুক্মিণীকে নিয়ে যা বললেন চিরঞ্জিৎ চক্রবর্তী

বিকাশ-নগদ-রকেটে লেনদেনের নতুন মাধ্যম, চার্জ কত

ফুটবল খেলা নিয়ে সংঘর্ষ, বেরোবির ৮ শিক্ষার্থী বহিষ্কার 

১০

সাবেক রাষ্ট্রপতির বাড়ি এখন কিন্ডারগার্টেন স্কুল

১১

রাজধানীতে বাসের ধাক্কায় ক্রিকেটার নিহত

১২

সর্বকালের সব রেকর্ড ভেঙে আবার বাড়ল স্বর্ণের দাম

১৩

অভিনয়ের বাইরে অন্য এক কৃতি

১৪

একেবারে শেষ মুহূর্তে গোল হজম, জিততে পারল না বাংলাদেশ

১৫

কফ সিরাপ কি স্বাস্থ্যের জন্য নিরাপদ, যে পরামর্শ দিলেন চিকিৎসক

১৬

অনড় এমপিওভুক্ত শিক্ষকরা, আজ ‘মার্চ টু সচিবালয়’ কর্মসূচি

১৭

৬ দফায় যত বাড়ল স্বর্ণের দাম

১৮

ইলেকট্রনিকস ও কমার্শিয়াল বিভাগে চাকরি দিচ্ছে দারাজ

১৯

অ্যাটলির সিনেমায় যশ

২০
X