কানাডা গ্লোবাল টি-টোয়েন্টি লিগে আগের ম্যাচেই ফিফটি করেন লিটন কুমার দাস। তার দলও তুলে নিয়েছিল সহজ জয়। তবে পরের ম্যাচে লিটন ব্যর্থ হলেও মিসিসাওগা প্যান্থার্সের বিপক্ষে বিশাল জয় তুলে নিয়েছে সারে জাগুয়ার্স। বুধবার (২ আগস্ট) রাতে শুরুতে প্রথমে ব্যাটিংয়ে করতে নামা মিসিসাওগা প্যান্থার্সকে মাত্র ৫৬ রানে গুটিয়ে দেয় সারে জাগুয়ার্স। জবাবে ১১ ওভার ও ৮ উইকেট হাতে রেখে জয় তুলে নেয় লিটন দাসরা। প্রথমে ব্যাট করতে নেমে চরম ব্যাটিং বিপর্যয়ে পড়ে মিসিসাওগা। ম্যাথিও ফোর্ডে, সন্দ্বীপ লামিচানে ও ইফতিখার আহমেদের বোলিং তোপে মাত্র ৫৬ রানে গুটিয়ে যায় প্যান্থার্সের ইনিংস। দলের পক্ষে সর্বোচ্চ ১৭ রান করেন ওপেনার শ্রেয়াস মোভা। এ ছাড়া দ্বিতীয় সর্বোচ্চ ১০ রান করেন বোলার নিখিল দত্ত। বাকিরা কেউই দুই অঙ্কের দেখা পাননি। মাত্র ৬ রানে ৩ উইকেট শিকার করেন সন্দ্বীপ লামিচানে। দুটি করে উইকেট নেন ম্যাথিও ফোর্ডে ও ইফতিখার আহমেদ। একটি করে উইকেট পান আম্মার খালিদ ও আয়ান খান। ৫৭ রানের জবাবে দ্বিতীয় ওভারে ওপেনার জাতিন্দার সিংয়ের উইকেট হারায় সারে। চতুর্থ ও পঞ্চম ওভারে উসমান কাদির ও সিসিল পারভেজের বলে বাউন্ডারি হাঁকিয়ে ভালো শুরুর ইঙ্গিত দেন লিটন। তবে কানাডিয়ান পেসারের অফ স্টাম্পের বল লেগ সাইডে খেলতে গিয়ে শোয়েব মালিককে সহজ ক্যাচ দিয়ে মাত্র ১০ রানে ফেরেন এই ওপেনার। লিটনের বিদায়ের পর সারেকে সহজে জয়ের বন্দরে ভেড়ায় দুই পাকিস্তানি ব্যাটার মোহাম্মদ হারিস ও ইফতিখার আহমেদ। ৬৬ বল ও ৮ উইকেট হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায় জাগুয়ার্স। হারিস ২৩ বলে ৩৭ এবং ৯ বলে ৮ রানে অপরাজিত থাকেন ইফতিখার। সাত ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে থেকেই প্রাথমিক পর্ব শেষ করল সারে জাগুয়ার্স।
মন্তব্য করুন