স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৩ আগস্ট ২০২৫, ০২:২৬ পিএম
আপডেট : ১৩ আগস্ট ২০২৫, ০৪:১৫ পিএম
অনলাইন সংস্করণ

২০২৭ বিশ্বকাপে বাংলাদেশের সরাসরি খেলার সম্ভাবনা কতটুকু?

বাংলাদেশ ক্রিকেট দল । ছবি: সংগৃহীত
বাংলাদেশ ক্রিকেট দল । ছবি: সংগৃহীত

২০২৭ সালের আইসিসি ওডিআই বিশ্বকাপের সরাসরি খেলার যোগ্যতার দৌড়ে বাংলাদেশের অবস্থান বেশ নড়বড়ে। বর্তমান আইসিসি ওডিআই র‌্যাঙ্কিং অনুযায়ী বাংলাদেশ ১০ নম্বরে রয়েছে, যেখানে সরাসরি বিশ্বকাপে র‌্যাঙ্কিংয়ের টপ ৮ দল এবং দুই স্বাগতিক দেশ (সাউথ আফ্রিকা ও জিম্বাবুয়ে) খেলার সুযোগ পাবে, সেখানে ১০ নম্বরে থেকে মিরাজের দলের কোন লাভ হবে না।

২০২৭ বিশ্বকাপে সরাসরি খেলার জন্য কাট–অফ তারিখ ৩১ মার্চ ২০২৭ অর্থাৎ তার আগে যে আটটি দল শীর্ষে থাকবে, তাদের সরাসরি সুযোগ নিশ্চিত। বর্তমানে ৭–১০ নম্বরের অবস্থান এমন:

  • ৭) আফগানিস্তান ৯১ পয়েন্ট
  • ৮) ইংল্যান্ড ৮৮
  • ৯) ওয়েস্ট ইন্ডিজ ৮০
  • ১০) বাংলাদেশ ৭৭।

অর্থাৎ, বাংলাদেশ এখনো সরাসরি খেলার বাইরে, তবে এখনই সবকিছু শেষ হয়ে যায়নি।

বাংলাদেশের সুযোগ ও চ্যালেঞ্জ

আগামী দুই বছরে কাট অফ টাইমের আগে ফিক্সচারে বাংলাদেশ প্রচুর ওডিআই খেলবে। এফটিপি অনুযায়ী সেসব সিরিজের মধ্যে উল্লেখযোগ্য হলো:

  • ওয়েস্ট ইন্ডিজ (হোম), অক্টোবর ২০২৫: ৩ ওডিআই
  • আয়ারল্যান্ড (হোম), নভেম্বর–ডিসেম্বর ২০২৫: ৩ ওডিআই
  • পাকিস্তান (হোম), মার্চ–এপ্রিল ২০২৬: ৩ ওডিআই
  • নিউজিল্যান্ড (হোম), এপ্রিল ২০২৬: ৩ ওডিআই
  • অস্ট্রেলিয়া (হোম), জুন ২০২৬: ৩ ওডিআই
  • জিম্বাবুয়ে (অ্যাওয়ে), জুলাই ২০২৬: ৫ ওডিআই
  • আয়ারল্যান্ড (অ্যাওয়ে), আগস্ট ২০২৬: ৩ ওডিআই
  • ভারত (হোম), সেপ্টেম্বর ২০২৬: ৩ ওডিআই
  • দক্ষিণ আফ্রিকা (অ্যাওয়ে), নভেম্বর–ডিসেম্বর ২০২৬: ৩ ওডিআই

*বাংলাদেশের এফটিপি ও ক্রিকশিডিউল অনুসারে ফলে সিরিজ পরিবর্তন বা সংযোজন হতে পারে।

উল্লেখ্য এই সিরিজগুলোই বাংলাদেশকে র‌্যাঙ্কিং উন্নয়নের সুযোগ দেবে। বিশেষ করে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হোম সিরিজ জয় এবং জিম্বাবুয়ে–আয়ারল্যান্ডে অ্যাওয়েতে জয় গুরুত্বপূর্ণ। এগুলো ধারাবাহিকভাবে জিতলে ৮ নম্বরে উঠে সরাসরি বিশ্বকাপ খেলার সম্ভাবনা তৈরি হতে পারে। তবে এক্ষেত্রে টপ ৮ এ থাকা প্রতিদ্বন্দ্বী দলগুলোর দিকেও নজর দিতে হবে।

প্রতিদ্বন্দ্বী দলগুলো

বর্তমান র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশকে সরাসরি খেলার সুযোগ পেতে আফগানিস্তান, ইংল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজকে পেছনে ফেলা জরুরি। ফলে বাংলাদেশ দলগুলোর বিপক্ষে কোনও সিরিজে হোমে হার বা অ্যাওয়েতে ব্যর্থ হলে সরাসরি যোগ্যতা কঠিন হয়ে যাবে এবং তখন বাছাইপর্বের ম্যাচ খেলে আসতে হবে।

তবে কি আশা আছে?

বাংলাদেশের জন্য সরাসরি খেলার সুযোগ আছে, কিন্তু পথ কঠিন। শীর্ষ–৮–এর মধ্যে প্রবেশের জন্য ২০২৫–২৬ সময়ে ধারাবাহিকভাবে সিরিজ জয় করা, বিশেষ করে হোম সিরিজে বড় ব্যবধানে জেতা এবং অ্যাওয়েতে হোঁচট না খাওয়া প্রয়োজন। অন্যথায়, বিশ্বকাপে পৌঁছানোর পথ কোয়ালিফায়ারের মাধ্যমেই হতে পারে।

বাংলাদেশ ক্রিকেটের ভবিষ্যৎ এখন এই সিরিজগুলোর উপর নির্ভর করছে। ফ্যানদের জন্য এটি একটি উত্তেজনাপূর্ণ সময়ে দাঁড়ানো, যেখানে প্রতিটি জয় ২০২৭ বিশ্বকাপের সরাসরি যোগ্যতার দিকে বড় ধাপ হতে পারে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইভ্যালির রাসেলের কারাদণ্ডসহ অর্থদণ্ড

সাবেক মহিলা ভাইস চেয়ারম্যানসহ আটক ৪

ঝুঁকি নিয়ে খেয়া পারাপার

আ.লীগ নেতার ব্যবসা প্রতিষ্ঠানে পড়ে ছিল ৯ রাউন্ড গুলির খোসা

উত্তরায় যুব-স্বেচ্ছাসেবক ও ছাত্রদলের অবস্থান

জবি ছাত্রী হলে ছাত্রদলের উপহার সামগ্রী বিতরণ

চাঁদাবাজ-সন্ত্রাসমুক্ত সমাজ গড়ার অঙ্গীকার কফিল উদ্দিনের

বরগুনায় জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের অভিযোগ

কক্সবাজারে মার্কেটে আগুন

৮ দলের কর্মসূচি নিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারীর পোস্ট

১০

চট্টগ্রামে বিজিবি মোতায়েন, সর্বোচ্চ সতর্কতায় পুলিশ

১১

বিএনপি ক্ষমতায় গেলে নদীগুলোর নাব্যতা পুনরুদ্ধারে উদ্যোগ নেবে : বাচ্চু

১২

নিক্সনের গানম্যানের নেতৃত্বে তৈরি হচ্ছিল পেট্রোল বোমা ও ককটেল : পুলিশ

১৩

দাঁড়িয়ে থাকা বাসে আগুন

১৪

অস্বচ্ছল শিক্ষার্থীর পাশে ছাত্রদল নেতা দয়াল

১৫

একজন উপদেষ্টা ধানমন্ডিতে ভোটার হতে মিথ্যার আশ্রয় নিয়েছেন : ব্যারিস্টার অসীম

১৬

‘গণভোটের চেয়ে আলুচাষিদের ন্যায্যমূল্য পাওয়া বেশি প্রয়োজন’

১৭

খতমে নবুওয়তের মহাসম্মেলন সফলে ঢাকায় গণমিছিল

১৮

চলন্ত পিকআপ থেকে ককটেল বিস্ফোরণ

১৯

ইস্তানবুল হোটেল অ্যান্ড রিসোর্ট লিমিটেড মিরপুর শাখার উদ্বোধন

২০
X