

অ্যাশেজে ধুঁকতে থাকা ইংল্যান্ডের দুর্দশা আরও বাড়ল। বাঁ হাঁটুর চোটের কারণে সিরিজের বাকি অংশ থেকে ছিটকে গেছেন গতি তারকা মার্ক উড। ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেছে। তার পরিবর্তে স্কোয়াডে ডাকা হয়েছে সারে’র পেসার ম্যাথিউ ফিশারকে।
পার্থে অনুষ্ঠিত প্রথম টেস্টে আট উইকেটে হারের ম্যাচ চলাকালীনই হাঁটুর চোটে ভোগেন উড। চলতি বছরজুড়ে যে চোট তাকে ভুগিয়েছে, সেটিরই পুনরাবৃত্তি হয়েছে বলে জানিয়েছে ইংল্যান্ড শিবির। এর ফলে তিনি গ্যাবা টেস্টে খেলতে পারেননি এবং এখন নিশ্চিতভাবে অ্যাডিলেডে শুরু হতে যাওয়া তৃতীয় টেস্টসহ শেষ তিন ম্যাচে আর মাঠে নামা হচ্ছে না তার।
৩৫ বছর বয়সী এই পেসার চলতি সপ্তাহেই অস্ট্রেলিয়া ছাড়বেন এবং দেশে ফিরে ইসিবির মেডিকেল টিমের তত্ত্বাবধানে পুনর্বাসন প্রক্রিয়া শুরু করবেন। ফেব্রুয়ারিতে হাঁটুর অস্ত্রোপচারের পর পার্থ টেস্টই ছিল উডের প্রথম প্রতিযোগিতামূলক ম্যাচ। তবে ফের চোটে পড়ায় আবারও থমকে গেল তাঁর ফেরার পথ। বয়স ও ঘন ঘন চোটে পড়ার ইতিহাসের কারণে ইংল্যান্ড দলে তার দীর্ঘমেয়াদি ভবিষ্যৎ নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে।
উডের স্থলাভিষিক্ত হিসেবে দলে অন্তর্ভুক্ত করা হয়েছে ম্যাথিউ ফিশারকে। বর্তমানে তিনি অস্ট্রেলিয়ায় ইংল্যান্ড লায়নস দলের সঙ্গে রয়েছেন। চলতি সফরে তিন ম্যাচে দুটি উইকেট শিকার করেছেন ফিশার। এর মধ্যে পার্থের লিলাক হিল গ্রাউন্ডে প্রস্তুতি ম্যাচে জ্যাক ক্রলির উইকেটটিও রয়েছে।
সম্প্রতি ব্রিসবেনে অস্ট্রেলিয়া ‘এ’ দলের বিপক্ষে ইনিংস ব্যবধানে হারা ম্যাচে ৩১ ওভার বোলিং করে ১০৫ রান দিলেও উইকেটের দেখা পাননি ২৮ বছর বয়সী এই পেসার। টেস্ট ক্রিকেটে এখন পর্যন্ত একবারই খেলেছেন তিনি—২০২২ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অ্যান্টিগায়, যেখানে ম্যাচে ২১ রানে একটি উইকেট নেন ফিশার।
অ্যাশেজে একের পর এক চোটে জর্জরিত ইংল্যান্ড শিবিরের জন্য মার্ক উডের বিদায় যে বড় ধাক্কা, তা বলার অপেক্ষা রাখে না।
মন্তব্য করুন