

চলমান অ্যাশেজ সিরিজে আর দেখা যাবে না সাম্প্রতিক সময়ে অস্ট্রেলিয়ার বোলিং অ্যাটাকের অন্যতম ভরসা জশ হ্যাজেলউডকে। নতুন করে ইনজুরিতে পড়ায় ২০২৫–২৬ মৌসুমের বাকি অংশ থেকে ছিটকে গেছেন অস্ট্রেলিয়ার এই অভিজ্ঞ পেস বোলার।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন দলের প্রধান কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড।
গত মাসে শেফিল্ড শিল্ডে খেলার সময় হ্যামস্ট্রিংয়ে চোট পান হ্যাজেলউড। সেখান থেকে ফিরে আসার প্রক্রিয়ায় থাকলেও গত সপ্তাহে অ্যাকিলিসে নতুন সমস্যা দেখা দেয়। ফলে ইংল্যান্ডের বিপক্ষে অ্যাশেজে ফেরার সব সম্ভাবনাই শেষ হয়ে গেছে তার। এখন ফেব্রুয়ারিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে প্রত্যাবর্তনের লক্ষ্য স্থির করেছেন ৩৩ বছর বয়সী এই পেসার।
হ্যাজেলউডের ইনজুরি নিয়ে হতাশা প্রকাশ করেছেন কোচ ম্যাকডোনাল্ড। তিনি বলেন, তার জন্য বিষয়টা খুবই কষ্টের। এমন কিছু বাধা এসেছে, যেগুলো আমরা আশা করিনি। এই সিরিজে সে বড় ভূমিকা রাখবে বলে বিশ্বাস ছিল আমাদের।’
হ্যাজেলউডের অনুপস্থিতিতে সিরিজের শেষ তিন টেস্টে অস্ট্রেলিয়ার পেস আক্রমণের সমন্বয় নতুন করে সাজাতে হচ্ছে। তবে স্বস্তির খবর হচ্ছে, দলের অধিনায়ক প্যাট কামিন্স অ্যাডিলেড টেস্টে দলে ফেরার পথে। নিচের পিঠের চোটে দীর্ঘদিন মাঠের বাইরে থাকা এই অধিনায়ক সাম্প্রতিক অনুশীলন ম্যাচে ভালোই ছন্দ দেখিয়েছেন। সবকিছু ঠিক থাকলে স্টিভ স্মিথের জায়গায় নেতৃত্বও ফিরে পেতে পারেন তিনি।
স্পিন বিভাগেও শক্তি বাড়ছে অস্ট্রেলিয়ার। ব্রিসবেনের পিংক-বল টেস্টে না থাকা নাথান লায়নকে ফেরানো হতে পারে শেষ তিন ম্যাচে। অন্যদিকে, সিরিজের শুরুতে দুর্দান্ত ফর্মে থাকা মিচেল স্টার্ক গাব্বা টেস্টে সামান্য অস্বস্তি নিয়ে খেললেও অ্যাডিলেড টেস্টে খেলতে কোনো শঙ্কা নেই।
ম্যাকডোনাল্ড জানান, টানা ম্যাচের চাপ মাথায় রেখে বোলারদের রোটেশনের বিষয়টি গুরুত্বের সঙ্গে ভাবছে টিম ম্যানেজমেন্ট। ফলে স্কট বোল্যান্ড, মাইকেল নেসার ও ব্রেন্ডান ডগেট—এই তিনজনের মধ্যে দুজনকে বসতে হতে পারে। এ ছাড়া ঘরোয়া পর্যায়ে নিয়মিত খেলে যাওয়া ঝাই রিচার্ডসনও সিরিজের শেষ দিকে বিবেচনায় আছেন।
অ্যাশেজের গুরুত্বপূর্ণ পর্যায়ে হ্যাজেলউডের ছিটকে যাওয়া অস্ট্রেলিয়ার জন্য বড় ধাক্কা হলেও অভিজ্ঞদের প্রত্যাবর্তনে শেষ তিন টেস্টে নতুন ভারসাম্যের আশায় স্বাগতিক শিবির।
মন্তব্য করুন